হায়দরাবাদ: ব্যবসাবৃদ্ধি করতে আরও এয়ারটেল পেমেন্টস ব্যাংকের খুলতে চলেছে ভারতী এয়ারটেল ৷ দেশের প্রতিটি কোনে পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ ৷ ভারতের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে সীমান্তে এই 80 হাজার ব্যাংকিং পয়েন্ট খুলতে চলেছে ৷ গ্রাহকদের উন্নত আর্থিক পরিষেবার স্বার্থে দেশের প্রতিটি প্রান্তে তাদের ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি ৷
এই ব্যাংকিং পয়েন্টগুলির মধ্যে 22,000 টিরও বেশি পয়েন্ট গ্রামাঞ্চলে স্থাপন করা হয়েছে ৷ এর মধ্যে 9,000 টিরও বেশি পয়েন্ট মহিলা দ্বারা পরিচালিত ৷ এই পরিষেবা চালু করার ফলে গ্রামবাসীদের ঘরে নগদ রাখতে হবে না ৷ ব্যাঙ্কের শাখা বা এটিএম অ্যাক্সেসের জন্য দীর্ঘ দূরত্বে যেতে হবে না ৷ আধার যোগ থেকে শুরু করে অর্থ লেনদেন, বীমা এবং সরকারী পেনশন স্কিমগুলিও এই আর্থিক পরিষেবা কেন্দ্র থেকে অ্যাক্সেস করতে পারবেন গ্রামবাসীরা ৷ শীঘ্রই পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে সীমান্তে 80,000টিরও বেশি ব্যাংকিং পয়েন্ট খুলতে চলেছে ৷ মহিলাদের আরও স্বনির্ভর করেতই এই উদ্যোগ ৷
এই প্রসঙ্গেই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনুব্রত বিশ্বাস বলেন, "পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া প্রধান উদ্দেশ্য ৷ চা বাগানের শ্রমিকদের সময় মতো মজুরি পাবেন ব্যাংকের মাধ্যমে ৷ এই রাজ্যবাসীকে আর্থিকভাবে স্বনির্ভর করা উদ্দেশ্য।" তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্য়েই 35 বেশি চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়া হয় এয়ারটেল পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ৷
নতুন রূপে BSNL, গ্রাহক টানতে লোগো পরিবর্তন থেকে 5 জি পরিষেবা
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ৷ সেই অঞ্চলের বাসিন্দাদের চাহিদা পূরণ করে ব্যাংকিং সুবিধা প্রদান করে ৷ প্রসঙ্গত, এয়ারটেল পেমেন্টস ব্যাংক দেশজুড়ে 5 লক্ষেরও বেশি ব্যাঙ্কিং পয়েন্ট নেটওয়ার্ক এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ, সহজ পরিষেবা দেয় গ্রাহকদের ৷ সারা দেশে একটি শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরি করেছে সংস্থাটি । এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক প্রতিটি ভারতীয়ের দোরগোড়ায় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ ৷