ETV Bharat / state

বিয়ের আট মাস পর মেয়ের বাড়ি থেকে 5 লাখ টাকার দাবি! আত্মহত্যা যুবকের - Youth Dies - YOUTH DIES

Youth Dies by Suicide: বিয়ের পরপরই মেয়ে ও শ্বশুরবাড়ির লোকজন টাকার দাবি করে ৷ সেই টাকা না মেলায় অত্যাচার চলে যুবকের উপর ৷ বিয়ের 8 মাসের মাথায় স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা 28 বছরের যুবকের ৷

Youth Dies by Suicide
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 10:13 PM IST

বারাসত, 14 জুন: বিয়ের পর স্ত্রী-র বাড়ি থেকে পণের দাবি ৷ টাকা না পাওয়ায় শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা এক যুবকের ৷ এমনই অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুধাংশু দাস (27) ৷

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে সুধাংশু'র কাছে 5 লক্ষ টাকা চেয়ে চাপ দিতে থাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।সেই টাকা দেওয়ার জন্য নিয়মিত নাকি ব্ল‍্যাকমেল-ও করা হয় যুবককে। অভিযোগ, টাকা দিতে অপারগ হওয়ায় তিনদিন আগে সুধাংশু'কে শ্বশুরবাড়ি ডেকে বেধড়ক মারধর করে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি-সহ অনান্যরা। সেই অপমান এবং যন্ত্রণা সহ‍্য করতে পারেননি যুবক ৷ সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

স্ত্রীর বাড়ি থেকে টাকা চাওয়ায় আত্মহত্যা যুবকের (ইটিভি ভারত)

সুধাংশু'র শ্বশুরবাড়ির অভিযুক্ত সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের পরিবার-পরিজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের আত্মহত্যার পিছনে শ্বশুরবাড়ির কোনও প্ররোচনা কিংবা অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রয়োজনে মৃতের শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, সুধাংশু'র বাড়ি বারাসতের লঙ্কাবাগান রাধাকৃষ্ণ পল্লীতে। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। আট মাস আগে প্রেম করে নিমতার তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল সুধাংশু'র। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির কাছেই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু, তারপরও সংসারে অশান্তি লেগেই থাকত নব দম্পতির। অভিযোগ, বিয়ের পনেরো দিন কাটতে না কাটতে যুবকের উপর নানা অছিলায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। সহ্য করতে না পেরে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

বারাসত, 14 জুন: বিয়ের পর স্ত্রী-র বাড়ি থেকে পণের দাবি ৷ টাকা না পাওয়ায় শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা এক যুবকের ৷ এমনই অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুধাংশু দাস (27) ৷

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে সুধাংশু'র কাছে 5 লক্ষ টাকা চেয়ে চাপ দিতে থাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।সেই টাকা দেওয়ার জন্য নিয়মিত নাকি ব্ল‍্যাকমেল-ও করা হয় যুবককে। অভিযোগ, টাকা দিতে অপারগ হওয়ায় তিনদিন আগে সুধাংশু'কে শ্বশুরবাড়ি ডেকে বেধড়ক মারধর করে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি-সহ অনান্যরা। সেই অপমান এবং যন্ত্রণা সহ‍্য করতে পারেননি যুবক ৷ সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

স্ত্রীর বাড়ি থেকে টাকা চাওয়ায় আত্মহত্যা যুবকের (ইটিভি ভারত)

সুধাংশু'র শ্বশুরবাড়ির অভিযুক্ত সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের পরিবার-পরিজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের আত্মহত্যার পিছনে শ্বশুরবাড়ির কোনও প্ররোচনা কিংবা অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রয়োজনে মৃতের শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, সুধাংশু'র বাড়ি বারাসতের লঙ্কাবাগান রাধাকৃষ্ণ পল্লীতে। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। আট মাস আগে প্রেম করে নিমতার তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল সুধাংশু'র। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির কাছেই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু, তারপরও সংসারে অশান্তি লেগেই থাকত নব দম্পতির। অভিযোগ, বিয়ের পনেরো দিন কাটতে না কাটতে যুবকের উপর নানা অছিলায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। সহ্য করতে না পেরে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.