কালিম্পং, 5 মার্চ: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মামাখোলার 8 মাইল এলাকার 10 নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে । মৃত যুবকের নাম মণি কুমার রাই। তিনি সিকিমের সোরেংয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে মণি কুমার রাই স্কুটিতে পশ্চিম সিকিম থেকে রামফু যাচ্ছিলেন। 8 মাইলের কাছে পৌঁছতেই একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ৷ স্কুটিতে থাকা আরও একজন আহত হয়েছেন । ওই স্কুটির পিছনে আরও একটি গাড়ি আসছিল ৷ তার মধ্যে থাকা যাত্রীরাও কম-বেশি আহত হয়েছেন ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মল্লি থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠায়। আহত স্কুটি আরোহীর চিকিৎসার ব্যবস্থা করে ৷ ইতিমধ্যে ঘাতক পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গেই কালিম্পংয়ের এসপি শ্রীহরি পান্ডে বলেন, "জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।"
গত দু’মাসে এই নিয়ে জাতীয় সড়কে 3টি পথ দুর্ঘটানা ঘটেছে ৷ সম্প্রতি 10 মাইলে একটি পথ দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর আহত হন শিলিগুড়ির 1যুবক ৷ স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ তবে বার বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ট্রাফিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ জাতীয় সড়কের মতো মূল্যবান রাস্তায় কী ভাবে দুর্ঘটনা কমানো যায় তা নিয়ে প্রাশাসনের তরফে চিন্তা ভাবনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: