ETV Bharat / state

স্টেশনে সাফাইকর্মীর ঝাঁটার আঘাতে প্রাণ গেল যুবকের, চাঞ্চল্য সন্তোষপুরে - Youth Dies at Santoshpur - YOUTH DIES AT SANTOSHPUR

Youth Dies at Santoshpur Rail Station: সাফাইকর্মীর সঙ্গে বচসা ৷ তারপর হাতাহাতি ৷ তখনই সাফাইকর্মীর ঝাঁটার আঘাত, তারপর ...

Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 7:07 PM IST

সন্তোষপুরে যুবকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দার বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

সন্তোষপুর, 16 মে: দিনে-দুপুরে এক যুবককে খুনের অভিযোগ ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা বলে করেন । বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে সন্তোষপুরের আকরা রেলস্টেশনে । মৃতের নাম মহম্মদ আজাদ (25)।

জানা গিয়েছে, মৃতের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে । দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থলে পড়েছিলেন ওই যুবক । হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলে দীর্ঘ রক্তক্ষরণের ফলে যুবকের মৃত্যু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এদিকে দিনে দুপুরে যাত্রী ঠাসা রেলস্টেশনে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পাশাপাশি ঘটনার তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে । মূলত জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই খুন ।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আকরা স্টেশনের টিকিট কাউন্টারের পাশে আজাদ শুয়েছিলেন । আচমকা স্টেশনে ধারে রাখা একটি ঝাঁটা দিয়ে ওই জায়গা ঝাঁট দিতে আসে এক ব্যক্তি । সেখান থেকে সরে যেতে বললেও সেদিকে কান দেয়নি আজাদ । অভিযোগ, তখন আজাদের গায়ে স্টেশনের যাবতীয় নোংরা ঝাঁট দিয়ে ফেলতে থাকে ওই ব্যক্তি । এরপর আজাদ উঠে গিয়ে তার সঙ্গে বচসায় জড়ান । নিমেষে তা হাতাহাতিতে পরিণত হয় ।

অভিযোগ, যে ঝাঁটা দিয়ে স্টেশন ঝাঁট দিচ্ছিলেন ওই ব্যক্তি তার মুখে একটি ভারী লোহা দিয়ে বাঁধা ছিল । ঘটনাস্থলে পুলিশ এসে ওই ঝাঁটাটি উদ্ধার করে ৷ সেটি যে লোহার বেড় দিয়ে বাধা ছিল তাতে রক্তের দাগ পান তদন্তকারীরা । অনুমান, ওই ঝাঁটার লোহার বেড় দিয়ে আজাদের মাথায় আঘাত করে অভিযুক্ত । ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় আজাদের ।

যদিও এই বিষয়ে জিআরপির তরফ থেকে দাবি করা হয় যে প্রতিটি সময় প্রত্যেকটি রেলস্টেশনের উপর আরপিএফবাহিনী পাহারায় থাকে । ঘটনার সময়ে সংশ্লিষ্ট স্টেশনে কোনও আরপিএফ কনস্টেবল ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

খবর পেয়ে জিআরপি এসে ছেলেটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় জিআরপি ৷ ধৃতকে জিজ্ঞসাবাদ করে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন :

  1. খেত থেকে কাঁচা ভুট্টা তোলায় ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার 1
  2. গণপিটুনিতে সুরাতে ব্যবসায়ীর মৃত্যু, গ্রেফতার 9

সন্তোষপুরে যুবকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দার বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

সন্তোষপুর, 16 মে: দিনে-দুপুরে এক যুবককে খুনের অভিযোগ ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা বলে করেন । বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে সন্তোষপুরের আকরা রেলস্টেশনে । মৃতের নাম মহম্মদ আজাদ (25)।

জানা গিয়েছে, মৃতের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে । দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থলে পড়েছিলেন ওই যুবক । হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলে দীর্ঘ রক্তক্ষরণের ফলে যুবকের মৃত্যু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এদিকে দিনে দুপুরে যাত্রী ঠাসা রেলস্টেশনে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পাশাপাশি ঘটনার তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে । মূলত জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই খুন ।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আকরা স্টেশনের টিকিট কাউন্টারের পাশে আজাদ শুয়েছিলেন । আচমকা স্টেশনে ধারে রাখা একটি ঝাঁটা দিয়ে ওই জায়গা ঝাঁট দিতে আসে এক ব্যক্তি । সেখান থেকে সরে যেতে বললেও সেদিকে কান দেয়নি আজাদ । অভিযোগ, তখন আজাদের গায়ে স্টেশনের যাবতীয় নোংরা ঝাঁট দিয়ে ফেলতে থাকে ওই ব্যক্তি । এরপর আজাদ উঠে গিয়ে তার সঙ্গে বচসায় জড়ান । নিমেষে তা হাতাহাতিতে পরিণত হয় ।

অভিযোগ, যে ঝাঁটা দিয়ে স্টেশন ঝাঁট দিচ্ছিলেন ওই ব্যক্তি তার মুখে একটি ভারী লোহা দিয়ে বাঁধা ছিল । ঘটনাস্থলে পুলিশ এসে ওই ঝাঁটাটি উদ্ধার করে ৷ সেটি যে লোহার বেড় দিয়ে বাধা ছিল তাতে রক্তের দাগ পান তদন্তকারীরা । অনুমান, ওই ঝাঁটার লোহার বেড় দিয়ে আজাদের মাথায় আঘাত করে অভিযুক্ত । ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় আজাদের ।

যদিও এই বিষয়ে জিআরপির তরফ থেকে দাবি করা হয় যে প্রতিটি সময় প্রত্যেকটি রেলস্টেশনের উপর আরপিএফবাহিনী পাহারায় থাকে । ঘটনার সময়ে সংশ্লিষ্ট স্টেশনে কোনও আরপিএফ কনস্টেবল ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

খবর পেয়ে জিআরপি এসে ছেলেটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় জিআরপি ৷ ধৃতকে জিজ্ঞসাবাদ করে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন :

  1. খেত থেকে কাঁচা ভুট্টা তোলায় ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার 1
  2. গণপিটুনিতে সুরাতে ব্যবসায়ীর মৃত্যু, গ্রেফতার 9
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.