ETV Bharat / state

একই গাছে বিবাহিতা প্রেমিকার সঙ্গে ঝুলছে যুবকের দেহ ! - COUPLE DIES BY SUICIDE

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 10:48 PM IST

Purulia Suicide: মনসা পুজোর আনন্দ এক লহমায় বিষাদে পরিণত হল ৷ যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য পুরুলিয়ার বলরামপুরে ৷ কী এমন হল সেখানে ?

Purulia News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

পুরুলিয়া, 21 অগস্ট: বিয়ের পরেও পুরনো প্রেম ভুলতে পারেননি তরুণী ৷ মনসা পুজো উপলক্ষে গ্রামে ফিরে প্রেমিকের সঙ্গে মিলে চরম সিদ্ধান্ত নেন তিনি ৷ সকাল থেকে দুজন নিখোঁজ ছিলেন ৷ কিন্তু যখন খোঁজ মিলল তখন সব শেষ ৷ শাড়ির ফাঁসে একটি গাছে একই সঙ্গে ঝুলছে প্রেমিক যুগল । বুধবার বিকেলে এমনই দৃশ্য দেখা গিয়েছে পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া উপর পাড়া জঙ্গলে । পুলিশের প্রাথমিক অনুমান, এই দু'জন আত্মহত্যা করেছেন ৷

ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে বাঁশগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন । মৃত দু'জন হলেন বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সিং (21) ও হেমলতা সিং সর্দার (19)। হেমলতার মামার বাড়ি ঘাটবেড়া গ্রামে । ছোট থেকে এখানেই বড় হয়েছেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ও হেমলতার মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি । মাস দু'য়েক আগে হেমলতার ঝাড়খণ্ডের সিমনি এলাকায় বিয়ে হয়ে যায় । মনসা পুজো উপলক্ষে দিন তিনেক আগে ফের মামার বাড়ির গ্রামে আসেন হেমলতা । তারপরই বুধবার সকাল থেকে নিখোঁজ থাকার পর ওই দু'জনকে একটি গাছ থেকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । পুলিশ এসে দেহ উদ্ধার করে । বৃহস্পতিবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে জানা গিয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ ।

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

পুরুলিয়া, 21 অগস্ট: বিয়ের পরেও পুরনো প্রেম ভুলতে পারেননি তরুণী ৷ মনসা পুজো উপলক্ষে গ্রামে ফিরে প্রেমিকের সঙ্গে মিলে চরম সিদ্ধান্ত নেন তিনি ৷ সকাল থেকে দুজন নিখোঁজ ছিলেন ৷ কিন্তু যখন খোঁজ মিলল তখন সব শেষ ৷ শাড়ির ফাঁসে একটি গাছে একই সঙ্গে ঝুলছে প্রেমিক যুগল । বুধবার বিকেলে এমনই দৃশ্য দেখা গিয়েছে পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া উপর পাড়া জঙ্গলে । পুলিশের প্রাথমিক অনুমান, এই দু'জন আত্মহত্যা করেছেন ৷

ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে বাঁশগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন । মৃত দু'জন হলেন বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সিং (21) ও হেমলতা সিং সর্দার (19)। হেমলতার মামার বাড়ি ঘাটবেড়া গ্রামে । ছোট থেকে এখানেই বড় হয়েছেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ও হেমলতার মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি । মাস দু'য়েক আগে হেমলতার ঝাড়খণ্ডের সিমনি এলাকায় বিয়ে হয়ে যায় । মনসা পুজো উপলক্ষে দিন তিনেক আগে ফের মামার বাড়ির গ্রামে আসেন হেমলতা । তারপরই বুধবার সকাল থেকে নিখোঁজ থাকার পর ওই দু'জনকে একটি গাছ থেকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । পুলিশ এসে দেহ উদ্ধার করে । বৃহস্পতিবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে জানা গিয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ ।

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.