ETV Bharat / state

সাইকেল চুরির অভিযোগে যুবককে গণধোলাই, হাত বেঁধে রাস্তায় হাঁটাল জনতা - Mob Lynching

Mob Lynching in Chandrakona: সাইকেল চুরির অভিযোগে 27 বছরের যুবককে ধরে গণধোলাই দিল গ্রামবাসীরা ৷ এমনকী হাত বেঁধে রাস্তায় হাঁটাল তাঁরা ৷ শেষে পুলিশ ময়দানে নেমে পরিস্থিতি সামাল দেয় ৷ অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় ৷ পালটা পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ ৷

Mob Lynching
চুরির অভিযুক্তকে গণপিটুনি চন্দ্রকোনায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 11:05 PM IST

চন্দ্রকোনা, 23 জুন: উত্তর 24 পরগনার পর এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর ৷ বাইক চুরির অভিযোগে যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিল আমজনতা । এরপর হাত পিছনে বেঁধে হাঁটানো হয় অভিযুক্তকে ৷ শেষে পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় বছর 27-এর যুবককে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আশেপাশে । যদিও চোরকে উদ্ধার করতে এসে গ্রামবাসীদেরই এক প্রস্থ পেটায় পুলিশ বলে অভিযোগ স্থানীয়দের ।

অভিযুক্ত যুবক ও গ্রামবাসীদের বক্তব্য (ইটিভি ভারত)

এ বিষয়ে চন্দ্রকোনা থানার পুলিশ জানিয়েছে,"যুবককে মারধরের খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যুবককে উদ্ধার করে থানায় এনেছি ৷ অভিযুক্তকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে । বিষয়টি নিয়ে বাইকের মালিকের সঙ্গে কথা হয়েছে ৷ আশা করছি দু'পক্ষের মধ্যস্থতায় সব মিটমাট হয়ে যাবে ।"

জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বোনা গ্রামের বাসিন্দা রাজকুমার খামরুই-এর মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায় । এই নিয়ে চন্দ্রকোনা থানায় অভিযোগও দায়ের করেন তিনি । অবশেষে আজ সকালে এলাকার মানুষজন চোর সন্দেহে এক যুবককে বাইক-সহ হাতেনাতে ধরে ফেলে চন্দ্রকোনা শহরেই । এরপরেও চলে তাঁর উপর গণপ্রহার ৷ যদিও এলাকার মানুষের দাবি, চোরকে তারা ধরে পুলিশের হাতে তুলে দিতে থানায় নিয়ে যাচ্ছিল । সে সময় ক্ষুব্ধ কয়েকজন চোরকে মারধর করে । পুলিশ এই খবর পেয়ে সেখানে চলে আসে এবং রাস্তাতেই পুলিশের হাতে মার খেতে হয়েছে গ্রামেরই এক যুবককে বলে অভিযোগ ৷

গ্রামবাসীদের বক্তব্য, "লকডাউন থেকেই আমাদের এখানে রাতারাতি বাইক-সাইকেল চুরি হয়ে যাচ্ছে । পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েও কোনভাবে সুরাহা হয়নি । আজকে হাতেনাতে আমরা এই বাইক চোরকে ধরে তাঁকে পুলিশে দিতে যাচ্ছিলাম ৷ তখন পুলিশ এসে আমাদেরই মারধর করেছে এবং চোরকে নিয়ে গিয়েছে । আমরা চাই চোরের যেন উপযুক্ত শাস্তি হয় ৷ সেই সঙ্গে যে অফিসার আমাদের গ্রামবাসীকে মারধর করেছে তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ।" যদিও চোর সন্দেহে ধৃত যুবক ক্যামেরার সামনে চুরি করছে বলে স্বীকার করে নেন ৷

চন্দ্রকোনা, 23 জুন: উত্তর 24 পরগনার পর এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর ৷ বাইক চুরির অভিযোগে যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিল আমজনতা । এরপর হাত পিছনে বেঁধে হাঁটানো হয় অভিযুক্তকে ৷ শেষে পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় বছর 27-এর যুবককে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আশেপাশে । যদিও চোরকে উদ্ধার করতে এসে গ্রামবাসীদেরই এক প্রস্থ পেটায় পুলিশ বলে অভিযোগ স্থানীয়দের ।

অভিযুক্ত যুবক ও গ্রামবাসীদের বক্তব্য (ইটিভি ভারত)

এ বিষয়ে চন্দ্রকোনা থানার পুলিশ জানিয়েছে,"যুবককে মারধরের খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যুবককে উদ্ধার করে থানায় এনেছি ৷ অভিযুক্তকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে । বিষয়টি নিয়ে বাইকের মালিকের সঙ্গে কথা হয়েছে ৷ আশা করছি দু'পক্ষের মধ্যস্থতায় সব মিটমাট হয়ে যাবে ।"

জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বোনা গ্রামের বাসিন্দা রাজকুমার খামরুই-এর মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায় । এই নিয়ে চন্দ্রকোনা থানায় অভিযোগও দায়ের করেন তিনি । অবশেষে আজ সকালে এলাকার মানুষজন চোর সন্দেহে এক যুবককে বাইক-সহ হাতেনাতে ধরে ফেলে চন্দ্রকোনা শহরেই । এরপরেও চলে তাঁর উপর গণপ্রহার ৷ যদিও এলাকার মানুষের দাবি, চোরকে তারা ধরে পুলিশের হাতে তুলে দিতে থানায় নিয়ে যাচ্ছিল । সে সময় ক্ষুব্ধ কয়েকজন চোরকে মারধর করে । পুলিশ এই খবর পেয়ে সেখানে চলে আসে এবং রাস্তাতেই পুলিশের হাতে মার খেতে হয়েছে গ্রামেরই এক যুবককে বলে অভিযোগ ৷

গ্রামবাসীদের বক্তব্য, "লকডাউন থেকেই আমাদের এখানে রাতারাতি বাইক-সাইকেল চুরি হয়ে যাচ্ছে । পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েও কোনভাবে সুরাহা হয়নি । আজকে হাতেনাতে আমরা এই বাইক চোরকে ধরে তাঁকে পুলিশে দিতে যাচ্ছিলাম ৷ তখন পুলিশ এসে আমাদেরই মারধর করেছে এবং চোরকে নিয়ে গিয়েছে । আমরা চাই চোরের যেন উপযুক্ত শাস্তি হয় ৷ সেই সঙ্গে যে অফিসার আমাদের গ্রামবাসীকে মারধর করেছে তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ।" যদিও চোর সন্দেহে ধৃত যুবক ক্যামেরার সামনে চুরি করছে বলে স্বীকার করে নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.