ETV Bharat / state

শান্তিনিকেতনে সরকারি রাঙাবিতান আবাসনের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার - Body Recovered in Santiniketan - BODY RECOVERED IN SANTINIKETAN

Woman Body Recovered in Santiniketan: শান্তিনিকেতনে সরকারি আবাসন রাঙাবিতানের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, বল্লভপুর জঙ্গল লাগোয়া একটি আশ্রমে থাকতে এসেছিলেন ওই যুবতী ৷ মানসিক ভারসাম্যহীন যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয় শান্তিনিকেতনে ৷

ETV BHARAT
শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 12:49 PM IST

শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)

বোলপুর, 15 মে: শান্তিনিকেতনে বল্লভপুর জঙ্গলে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ বুধবার ভোরে মুখ্যমন্ত্রীর স্বাদের সরকারি আবাসন রাঙাবিতান থেকে কয়েক মিটার দূরে জঙ্গল থেকে দেহটি পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, স্থানীয় স্বামী পুরুষানন্দের আশ্রম থেকে হঠাৎই উধাও হয়ে যান দেবাঙ্গী ভট্টাচার্য নামে এক যুবতী ৷ খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে একটি গাছ থেকে গামছায় ফাঁস লাগা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দেবাঙ্গী ভট্টাচার্য বাঁকুড়ার বাসিন্দা, বয়স 28 বছর ৷ তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না ৷ বছরে প্রায়শই শান্তিনিকেতনের আমারকুটির ও সোনাঝুরি সংলগ্ন জঙ্গলের মাঝে স্বামী পুরুষানন্দের আশ্রমে আসতেন ৷ বাবা কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে দেবাঙ্গী এই আশ্রমে এসে থাকতেন ৷ এবারেও প্রায় 15 দিন হয়ে গিয়েছিল, ওই আশ্রমে এসেছিলেন দেবাঙ্গী এবং তাঁর বাবা ৷

আশ্রমের মালিক স্বামী পুরুষানন্দ জানিয়েছেন, ভোর প্রায় 4টে পর্যন্ত আশ্রমের এক আবাসিক মহিলার সঙ্গে গল্প করছিলেন দেবাঙ্গী ৷ ওই মহিলার সঙ্গে রাতে থাকতেন তিনি ৷ কিন্তু, ভোর পাঁচটা নাগাদ ওই মহিলা দেখেন দেবাঙ্গী ঘরে নেই ৷ তিনি চারদিকে খোঁজাখুজি করেন ৷ কিন্তু, দেবাঙ্গীর খোঁজ না পেয়ে স্বামী পরুষানন্দ এবং কৃষ্ণ ভট্টাচার্যকে বিষয়টি জানান ৷ তাঁরা খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে জঙ্গলে একটি গাছের সঙ্গে দেবাঙ্গীর ঝুলন্ত দেহ দেখতে পান ৷

পুলিশ ঘটনাস্থল থেকে একটি চেয়ার উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, চেয়ারটি আশ্রমের ৷ তবে, দেবাঙ্গী ভট্টাচার্যের মৃত্যু আত্মহত্যা, না খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ আশ্রমের আবাসিক-সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

উল্লেখ্য, যেখানে যুবতীর দেহ উদ্ধার হয়েছে, তার ঢিল ছোড়া দূরত্বে সরকারি আবাসন রাঙাবিতান ৷ বীরভূম বা আশেপাশের জেলা সফরে এলে মুখ্যমন্ত্রী এখানে থাকেন ৷ পাশাপাশি, বল্লভপুর, সোনাঝুরি জঙ্গল লাগোয়া হাট ও আমারকুটিরে বহু পর্যটক আসে ৷ এমন একটি জায়গায় দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের মধ্যেও ৷

আরও পড়ুন:

  1. পান্ডুয়ায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ লকেটের
  2. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি
  3. ছেলের জন্মদিনের আগে দুর্ঘটনা, মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার

শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)

বোলপুর, 15 মে: শান্তিনিকেতনে বল্লভপুর জঙ্গলে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ বুধবার ভোরে মুখ্যমন্ত্রীর স্বাদের সরকারি আবাসন রাঙাবিতান থেকে কয়েক মিটার দূরে জঙ্গল থেকে দেহটি পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, স্থানীয় স্বামী পুরুষানন্দের আশ্রম থেকে হঠাৎই উধাও হয়ে যান দেবাঙ্গী ভট্টাচার্য নামে এক যুবতী ৷ খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে একটি গাছ থেকে গামছায় ফাঁস লাগা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দেবাঙ্গী ভট্টাচার্য বাঁকুড়ার বাসিন্দা, বয়স 28 বছর ৷ তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না ৷ বছরে প্রায়শই শান্তিনিকেতনের আমারকুটির ও সোনাঝুরি সংলগ্ন জঙ্গলের মাঝে স্বামী পুরুষানন্দের আশ্রমে আসতেন ৷ বাবা কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে দেবাঙ্গী এই আশ্রমে এসে থাকতেন ৷ এবারেও প্রায় 15 দিন হয়ে গিয়েছিল, ওই আশ্রমে এসেছিলেন দেবাঙ্গী এবং তাঁর বাবা ৷

আশ্রমের মালিক স্বামী পুরুষানন্দ জানিয়েছেন, ভোর প্রায় 4টে পর্যন্ত আশ্রমের এক আবাসিক মহিলার সঙ্গে গল্প করছিলেন দেবাঙ্গী ৷ ওই মহিলার সঙ্গে রাতে থাকতেন তিনি ৷ কিন্তু, ভোর পাঁচটা নাগাদ ওই মহিলা দেখেন দেবাঙ্গী ঘরে নেই ৷ তিনি চারদিকে খোঁজাখুজি করেন ৷ কিন্তু, দেবাঙ্গীর খোঁজ না পেয়ে স্বামী পরুষানন্দ এবং কৃষ্ণ ভট্টাচার্যকে বিষয়টি জানান ৷ তাঁরা খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে জঙ্গলে একটি গাছের সঙ্গে দেবাঙ্গীর ঝুলন্ত দেহ দেখতে পান ৷

পুলিশ ঘটনাস্থল থেকে একটি চেয়ার উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, চেয়ারটি আশ্রমের ৷ তবে, দেবাঙ্গী ভট্টাচার্যের মৃত্যু আত্মহত্যা, না খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ আশ্রমের আবাসিক-সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

উল্লেখ্য, যেখানে যুবতীর দেহ উদ্ধার হয়েছে, তার ঢিল ছোড়া দূরত্বে সরকারি আবাসন রাঙাবিতান ৷ বীরভূম বা আশেপাশের জেলা সফরে এলে মুখ্যমন্ত্রী এখানে থাকেন ৷ পাশাপাশি, বল্লভপুর, সোনাঝুরি জঙ্গল লাগোয়া হাট ও আমারকুটিরে বহু পর্যটক আসে ৷ এমন একটি জায়গায় দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের মধ্যেও ৷

আরও পড়ুন:

  1. পান্ডুয়ায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ লকেটের
  2. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি
  3. ছেলের জন্মদিনের আগে দুর্ঘটনা, মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.