কেতুগ্রাম, 17 সেপ্টেম্বর: আরজি কাণ্ড নিয়ে রাজ্য ছাড়িয়ে গোটা দেশ উত্তাল । নিরাপত্তার দাবি জানিয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ ৷ এরই মধ্যে ফের আরেক ছাত্রীকে খুন ৷ চলন্ত বাসের মধ্যেই এক নাবালিকা ছাত্রীকে গলায় ছুরি মেরে খুন করল যুবক । জানা গিয়েছে, ওই যুবকের নাম বাবু শেখ ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ।
ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়া শহর লাগোয়া হরিপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী । সে অষ্টম শ্রেণিতে পড়ত । গত রবিবার সে কেতুগ্রামের আন্না গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল । আজ মাসি ও মাসতুতো ভাইয়ের সঙ্গে বাসে চেপে কেতুগ্রামের কাঁদরা এলাকায় বাজার করতে যায় । সেখান থেকেই ফিরতি বাসে চেপে মাসির বাড়ি আন্না গ্রামে ফিরছিল ।
বাসটি যখন কুমোড়পুর পার করে রেল গেটের কাছে আসে, সে সময় বাবু শেখ নামে এক যুবক ছাত্রীটির গলায় ছুরি মারে । ছাত্রীটির মাসি তাকে ধরার চেষ্টা করলে যুবকটি পালিয়ে যায় । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাসের মধ্যেই ছাত্রীটি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ। মৃতদেহ সমেত বাসটিকে কেতুগ্রাম থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, যুবকটির নাম বাবু শেখ । সে কেরলে কাজ করত । মাস ছয়েক আগে সে গ্রামে ফিরে আসে ৷ যুবকটিরও হরিপুর গ্রামে বাড়ি, সে ওই ছাত্রীর পূর্ব পরিচিত । ফলে প্রণয়ঘটিত কারণে খুন নাকি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।
ওই ছাত্রীর মাসি বলেন, ‘‘কাঁদরা থেকে ফিরছিলাম ৷ কুমোড়পুরে বাস ধরার জন্য দাঁড়ালাম । বেলা বারোটা নাগাদ বাস আসে । বাসটা কিছুটা এগোতেই দেখি ছেলেটা পিছন দিকে হাত বাড়িয়ে মেয়েটার গলায় ছুরির পোঁচ দিচ্ছে । আমি পিছন থেকে ওর গেঞ্জি টেনে ধরার চেষ্টা করি । ততক্ষণে ছেলেটা বোনঝির গলা কেটে দিয়ে আমার হাত ছাড়িয়ে বাস থেকে লাফ মেরে পালিয়ে যায় । বোনঝি রক্তাক্ত অবস্থায় বাসের মধ্যেই লুটিয়ে পড়ে । সেখানেই তার মৃত্যু হয় ।’’