ETV Bharat / state

মা বকাবকি করায় বাড়ি থেকে নিখোঁজ ! বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের দেহ - YOUNG MAN BODY RECOVERED

পরিবারের দাবি, মদ্যপান করা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা হয় যুবকের ৷ এরপরেই গত পরশু থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

Young man Body recovered
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 4:36 PM IST

নিউটাউন, 26 অক্টোবর: বাগজোলা খাল থেকে উদ্ধার হল যুবকের দেহ ৷ মৃতের নাম সুরজ মাইতি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিউটাউন জ্যোতিনগর এলাকার বাসিন্দা সুরজ ৷ যুবক মদ্যপান করতেন ৷ সেই নিয়ে তাঁর মায়ের সঙ্গে ঝামেলা হয় ৷ মা তাঁকে মদ্যপান করতে নিষেধ করেন এবং সেই নিয়ে বকাবকিও করেন ৷ ঝামেলার পরই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান যুবক । এ দিন সকালে নিউটাউন গৌরাঙ্গনগর বাগজোলা খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের দেহ (ইটিভি ভারত)

মৃতের দাদা অরিজিত মাইতি বলেন, "গত পরশুদিন বাড়িতে মায়ের সঙ্গে ঝামেলা হয় সুরজের । এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে । তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । আজ সকালে নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগর নতুন ব্রিজের কাছে বাগজোলা খাল থেকে ভাইয়ের দেহ উদ্ধার হয় । খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে বলে মনে হচ্ছে ৷"

Young man Body recovered
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ৷ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে খবর, শনিবার বাগজোলা খালে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন থানায় । নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে দেহটি উদ্ধার করে । তবে কী করে খালে যুবকের দেহ এল, তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ । খুন না দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে । মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

নিউটাউন, 26 অক্টোবর: বাগজোলা খাল থেকে উদ্ধার হল যুবকের দেহ ৷ মৃতের নাম সুরজ মাইতি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিউটাউন জ্যোতিনগর এলাকার বাসিন্দা সুরজ ৷ যুবক মদ্যপান করতেন ৷ সেই নিয়ে তাঁর মায়ের সঙ্গে ঝামেলা হয় ৷ মা তাঁকে মদ্যপান করতে নিষেধ করেন এবং সেই নিয়ে বকাবকিও করেন ৷ ঝামেলার পরই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান যুবক । এ দিন সকালে নিউটাউন গৌরাঙ্গনগর বাগজোলা খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের দেহ (ইটিভি ভারত)

মৃতের দাদা অরিজিত মাইতি বলেন, "গত পরশুদিন বাড়িতে মায়ের সঙ্গে ঝামেলা হয় সুরজের । এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে । তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । আজ সকালে নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগর নতুন ব্রিজের কাছে বাগজোলা খাল থেকে ভাইয়ের দেহ উদ্ধার হয় । খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে বলে মনে হচ্ছে ৷"

Young man Body recovered
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ৷ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে খবর, শনিবার বাগজোলা খালে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন থানায় । নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে দেহটি উদ্ধার করে । তবে কী করে খালে যুবকের দেহ এল, তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ । খুন না দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে । মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.