ETV Bharat / state

কুলটিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ! অভিযুক্ত সিআইএসএফ - Beaten to Death - BEATEN TO DEATH

Young Man Beaten to Death: কুলটিতে সেল গ্রোথ কারখানায় চোর সন্দেহে দুই যুবককে ধরে বেধড়ক মারধরের অভিযোগ ৷ কাঠগড়ায় সিআইএসএফ জওয়ানরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ আরেক যুবক আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Young Man Beaten to Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 12:36 PM IST

আসানসোল, 9 সেপ্টেম্বর: চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল সিআইএসএফের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ৷ ঘটনাটি ঘটেছে কুলটিতে ৷ মৃত যুবকের নাম বিকি রুইদাস (28)।

জানা গিয়েছে, সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককে কুলটিতে সেল গ্রোথ কারখানার বাইরে এলসি মোড়ে 12 নম্বর লোকো লাইনের কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে বিকি রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । লডন নামে আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

জখম অবস্থায় লডন কোনও রকমে জানান, তাঁরা রবিবার রাত আটটার সময় কুলটি কারখানায় ঢুকেছিলেন চুরি করার উদ্দেশ্যে । কিন্তু সিআইএসএফের হাতে তাঁরা ধরা পড়ে যান । অভিযোগ, এরপর রাত ন'টা থেকে তাঁদের উপর মারধর শুরু হয় । সকাল পর্যন্ত বেধড়ক মারধর করা হয় দুই যুবককে । তারপর তাঁদের বাইরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ । সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর দু'জনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

অন্যদিকে এই ঘটনার পর কুলটি সেল গ্রোথ কারখানার গেটে ওই দুই যুবকের পরিবার ও প্রতিবেশীরা এসে বিক্ষোভ শুরু করেছেন । স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত সিআইএসএফ জওয়ানদের গ্রেফতার করতে হবে । মৃত যুবকের পরিবারের দাবি, ওই দুই যুবক রবিবার রাতে মেলা দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন । তাঁরা কোনও ভাবেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ সিআইএসএফ তাঁদের চোর সন্দেহে মারধর করেছে ।

এই ঘটনার পর সিআইএসএফ কিংবা কুলটি সেল গ্রোথ কারখানার পক্ষ থেকে কোনও রকম মন্তব্য করা হয়নি । কুলটি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আসানসোল, 9 সেপ্টেম্বর: চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল সিআইএসএফের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ৷ ঘটনাটি ঘটেছে কুলটিতে ৷ মৃত যুবকের নাম বিকি রুইদাস (28)।

জানা গিয়েছে, সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককে কুলটিতে সেল গ্রোথ কারখানার বাইরে এলসি মোড়ে 12 নম্বর লোকো লাইনের কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে বিকি রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । লডন নামে আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

জখম অবস্থায় লডন কোনও রকমে জানান, তাঁরা রবিবার রাত আটটার সময় কুলটি কারখানায় ঢুকেছিলেন চুরি করার উদ্দেশ্যে । কিন্তু সিআইএসএফের হাতে তাঁরা ধরা পড়ে যান । অভিযোগ, এরপর রাত ন'টা থেকে তাঁদের উপর মারধর শুরু হয় । সকাল পর্যন্ত বেধড়ক মারধর করা হয় দুই যুবককে । তারপর তাঁদের বাইরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ । সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর দু'জনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

অন্যদিকে এই ঘটনার পর কুলটি সেল গ্রোথ কারখানার গেটে ওই দুই যুবকের পরিবার ও প্রতিবেশীরা এসে বিক্ষোভ শুরু করেছেন । স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত সিআইএসএফ জওয়ানদের গ্রেফতার করতে হবে । মৃত যুবকের পরিবারের দাবি, ওই দুই যুবক রবিবার রাতে মেলা দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন । তাঁরা কোনও ভাবেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ সিআইএসএফ তাঁদের চোর সন্দেহে মারধর করেছে ।

এই ঘটনার পর সিআইএসএফ কিংবা কুলটি সেল গ্রোথ কারখানার পক্ষ থেকে কোনও রকম মন্তব্য করা হয়নি । কুলটি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.