ETV Bharat / state

গরফায় প্রেমিকের ফ্ল্যাটে ‘পার্টি’ করতে গিয়ে যুবতীর মর্মান্তিক পরিণতি - UNNATURAL DEATH

প্রেমিকের ফ্ল্যাটে অসুস্থ যুবতী ৷ অর্ধনগ্ন অবস্থায় হাসপাতালে আনা হয় ৷ সেখানেই মৃত বলে ঘোষণা ৷ তদন্তে কলকাতা পুলিশ ৷

UNNATURAL DEATH
গরফায় প্রেমিকের ফ্ল্যাটে ‘পার্টি’ করতে গিয়ে যুবতীর মর্মান্তিক পরিণতি (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 2:14 PM IST

কলকাতা, 2 নভেম্বর: কালীপুজোর পরের রাতে প্রেমিকের বাড়িতে ‘পার্টি’ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবতীর ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে কলকাতার গরফা থানা এলাকায় ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় প্রেমিকের ফ্ল্যাট থেকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, যুবতীর প্রেমিক বিকাশ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এখনও নিহত যুবতীর পরিবারের তরফে কেউ অভিযোগ দায়ের করেনি ৷ তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঠিক কীভাবে মৃত্যু হল ওই যুবতীর, তা জানতে পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিকাশ দত্ত নামে ওই যুবক গরফা থানা এলাকার শহিদনগরের বাসিন্দা ৷ সেখানেই তাঁর ফ্ল্যাটে শুক্রবার রাতে গিয়েছিলেন ওই যুবতী ৷ সঙ্গে তাঁর বোনও ছিল ৷ রাতের দিকে ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে যান ওই যুবতী ৷ তার পরই তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, সেখানে আসার আগেই ওই যুবতীর মৃত্যু হয়েছিল ৷ তাদের তরফে বিষয়টি জানানো হয় হাসপাতালে থাকা পুলিশের আউটপোস্টে ৷ ওই আউটপোস্টের পুলিশের তরফে যুবতীর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলা হয় ৷ সেখান থেকেই তারা জানতে পারে যে গরফা থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গরফা থানায় ৷ এর পরই সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্তে নামে ৷

লালবাজার সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই যুবতী প্রায়ই শহিদনগরে প্রেমিকের ফ্ল্যাটে যেতেন ৷ মাঝে মাঝে সেখানে থেকেও যেতেন ৷ সেখানে মদ্যপানও চলত ৷ এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে ৷ শুক্রবার রাতেও ওই ফ্ল্যাটে মদের আসর বসেছিল ৷ ঘটনাস্থল থেকে মদের বোতল ও মদের গ্লাসও উদ্ধার করেছে পুলিশ ৷

এদিকে ওই তরুণীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তিনি তখন অর্ধনগ্ন অবস্থায় ছিলেন ৷ একটা চাদর জড়িয়ে তাঁকে নিয়ে আসা হয়েছিল ৷ ঘটনার পর স্থানীয়রা যাঁরা ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, তাঁরাও জানিয়েছেন যে ওই যুবতীকে প্রথমে প্রায় নগ্ন অবস্থায় দেখেছিলেন ৷

স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ৷ ওই যুবতীকে মত্ত অবস্থায় থাকায় কি সিঁড়ি দিয়ে বেসামাল অবস্থায় পড়ে যান ? নাকি তাঁকে ধাক্কা মারা হয় ? সেটা যদি হয়, তাহলে তিনি অর্ধনগ্ন অবস্থায় কেন ছিলেন ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ ৷ অত্যধিক মদ্যপান এই মৃত্যুর কারণ কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে ৷ এর জন্যই তারা আপাতত ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘ওই যুবতীর প্রেমিককে আমরা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি । এছাড়াও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছে এবং রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি । সঠিক কীভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তে রিপোর্ট এলেই বোঝা যাবে ।’’

কলকাতা, 2 নভেম্বর: কালীপুজোর পরের রাতে প্রেমিকের বাড়িতে ‘পার্টি’ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবতীর ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে কলকাতার গরফা থানা এলাকায় ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় প্রেমিকের ফ্ল্যাট থেকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, যুবতীর প্রেমিক বিকাশ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এখনও নিহত যুবতীর পরিবারের তরফে কেউ অভিযোগ দায়ের করেনি ৷ তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঠিক কীভাবে মৃত্যু হল ওই যুবতীর, তা জানতে পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিকাশ দত্ত নামে ওই যুবক গরফা থানা এলাকার শহিদনগরের বাসিন্দা ৷ সেখানেই তাঁর ফ্ল্যাটে শুক্রবার রাতে গিয়েছিলেন ওই যুবতী ৷ সঙ্গে তাঁর বোনও ছিল ৷ রাতের দিকে ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে যান ওই যুবতী ৷ তার পরই তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, সেখানে আসার আগেই ওই যুবতীর মৃত্যু হয়েছিল ৷ তাদের তরফে বিষয়টি জানানো হয় হাসপাতালে থাকা পুলিশের আউটপোস্টে ৷ ওই আউটপোস্টের পুলিশের তরফে যুবতীর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলা হয় ৷ সেখান থেকেই তারা জানতে পারে যে গরফা থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গরফা থানায় ৷ এর পরই সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্তে নামে ৷

লালবাজার সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই যুবতী প্রায়ই শহিদনগরে প্রেমিকের ফ্ল্যাটে যেতেন ৷ মাঝে মাঝে সেখানে থেকেও যেতেন ৷ সেখানে মদ্যপানও চলত ৷ এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে ৷ শুক্রবার রাতেও ওই ফ্ল্যাটে মদের আসর বসেছিল ৷ ঘটনাস্থল থেকে মদের বোতল ও মদের গ্লাসও উদ্ধার করেছে পুলিশ ৷

এদিকে ওই তরুণীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তিনি তখন অর্ধনগ্ন অবস্থায় ছিলেন ৷ একটা চাদর জড়িয়ে তাঁকে নিয়ে আসা হয়েছিল ৷ ঘটনার পর স্থানীয়রা যাঁরা ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, তাঁরাও জানিয়েছেন যে ওই যুবতীকে প্রথমে প্রায় নগ্ন অবস্থায় দেখেছিলেন ৷

স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ৷ ওই যুবতীকে মত্ত অবস্থায় থাকায় কি সিঁড়ি দিয়ে বেসামাল অবস্থায় পড়ে যান ? নাকি তাঁকে ধাক্কা মারা হয় ? সেটা যদি হয়, তাহলে তিনি অর্ধনগ্ন অবস্থায় কেন ছিলেন ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ ৷ অত্যধিক মদ্যপান এই মৃত্যুর কারণ কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে ৷ এর জন্যই তারা আপাতত ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘ওই যুবতীর প্রেমিককে আমরা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি । এছাড়াও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছে এবং রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি । সঠিক কীভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তে রিপোর্ট এলেই বোঝা যাবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.