আসানসোল, 1 এপ্রিল: চার মাসের পুত্র সন্তানকে নিয়ে চলন্ত রেল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মা ও সদ্যজাতের ৷ সোমবার আসানসোল রেল ডিভিশনের বরাচক স্টেশন ও সীতারামপুর স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে।
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? রেল পুলিশের প্রাথমিক অনুমান সন্তানের কোনও রোগ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সদ্যজাতর মা। সেই অবসাদ থেকেই সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। রেল পুলিশ আরও জানায়, পাটনা-পুরী এক্সপ্রেস ট্রেনে ধানবাদ জেলার বালিয়াপুর ডাঙাপাড়া শিবমন্দির এলাকার বাসিন্দা মৃতা মা তাঁর স্বামী ও বাবার সঙ্গে সওয়ার ছিলেন ৷
তাঁরা ভদ্রক থেকে ট্রেনে চড়ে যশিডি যাচ্ছিলেন। রবিবার রাতে ট্রেনটি আসানসোলে আসে। স্টেশন থেকে ট্রেন ছাড়লে বাথরুম যাওয়ার নামে চারবছরের শিশু পুত্রকে নিয়ে মা সিট ছেড়ে উঠে যান ৷ এরপর বরাচক স্টেশন ও সীতারামপুর স্টেশনের মাঝে একটি জায়গায় কোলের বাচ্চাকে নিয়ে মা ঝাঁপ দেন। অন্য়ান্য যাত্রীরা দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। ট্রেন চালকও কোনও দুর্ঘটনার বিষয় আন্দাজ করতে পেরে ট্রেন থামিয়ে দেন। অন্যদিকে, দীর্ঘ সময় সন্তান ও স্ত্রীকে দেখতে না-পেয়ে রেলের কামরায় খুঁজতে থাকেন স্বামী ৷ তারপরেই স্ত্রী'র আত্মহত্যার ঘটনা সামনে আসে ৷
অন্যদিকে, রেল পুলিশ দেহ দু'টি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। সোমবার ময়নাতদন্তের পর দেহ দু'টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন:
1. মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ
2. গার্ডেনরিচকাণ্ডে লালবাজারের জালে রাজমিস্ত্রি রিপন
3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত