ETV Bharat / state

স্বস্তির বৃষ্টিতে বিপর্যয়, ইটভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিক দম্পতির - Worker Couple Death

Two Workers Death: স্বস্তির বৃষ্টি ও হাওয়ায় যখন রাজ্যের মানুষের স্বস্তি, তখন নদিয়ায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল ৷ ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রী শ্রমিকের ৷ ভাটায় কাজ করছিলেন তাঁরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 12:03 PM IST

worker couple death
দুই শ্রমিকের মৃত্যু নদিয়ায় (নিজস্ব ছবি)
দেওয়াল চাপা পড়ে শ্রমিক দম্পতির মৃত্যু (নিজস্ব ছবি)

নাকাশিপাড়া, 7 মে: কাজ চলাকালীন ঝোড়ো হাওয়ায় ভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত মোটা বড়গাছি এলাকায় ৷ মৃত দুই শ্রমিকের নাম যুগেশ্বর হেমব্রম (28) এবং তালাকুড়ি হেমব্রম (25) । নিহত দুই শ্রমিক সম্পর্কে স্বামী-স্ত্রী।

বড়গাছি এলাকার ওই ইটভাটায় প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। সোমবার রাতে জেলাজুড়ে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে শুরু হয় দমকা বাতাস। কাজ চলাকালীন হঠাতই দমকা হাওয়ায় ভাটার একটি দেওয়াল ভেঙে পড়ে । সেই দেওয়ালের নীচে চাপা পড়েন শ্রমিক দম্পতি। ভাটার অন্যান্য শ্রমিকরা তাঁদেরকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান ৷ তবে চিকিৎসকরা ওই দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ ওই দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ।

এই বিষয়ে ওই ইটভাটার ম্যানেজার হাসবিন মোল্লা বলেন, "প্রতিদিনের মতোই আমরা শ্রমিকদের নিয়ে ইটভাটায় কাজ করছিলাম। দমকা হাওয়ায় ইটের দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । কিছু বুঝে ওঠার আগেই ওই দুজন দেওয়ালের নীচে চাপা পড়ে যায় । আমরা যত দ্রুত সম্ভব ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ।" অন্যদিকে এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ । স্বামী ও স্ত্রী'র মৃত্যুতে শোকের ছায়া ওই ভাটায়।

আরও পড়ুন:

  1. কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বাজপড়ে মৃত 2
  2. হুগলিতে দেওয়াল ধসে মৃত 2, নবদ্বীপে ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক
  3. আগুনে পুড়ে ছাই পরিচয়পত্র, ভোট দিতে পারবেন কি 'সর্বহারা'র দল?

দেওয়াল চাপা পড়ে শ্রমিক দম্পতির মৃত্যু (নিজস্ব ছবি)

নাকাশিপাড়া, 7 মে: কাজ চলাকালীন ঝোড়ো হাওয়ায় ভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত মোটা বড়গাছি এলাকায় ৷ মৃত দুই শ্রমিকের নাম যুগেশ্বর হেমব্রম (28) এবং তালাকুড়ি হেমব্রম (25) । নিহত দুই শ্রমিক সম্পর্কে স্বামী-স্ত্রী।

বড়গাছি এলাকার ওই ইটভাটায় প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। সোমবার রাতে জেলাজুড়ে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে শুরু হয় দমকা বাতাস। কাজ চলাকালীন হঠাতই দমকা হাওয়ায় ভাটার একটি দেওয়াল ভেঙে পড়ে । সেই দেওয়ালের নীচে চাপা পড়েন শ্রমিক দম্পতি। ভাটার অন্যান্য শ্রমিকরা তাঁদেরকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান ৷ তবে চিকিৎসকরা ওই দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ ওই দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ।

এই বিষয়ে ওই ইটভাটার ম্যানেজার হাসবিন মোল্লা বলেন, "প্রতিদিনের মতোই আমরা শ্রমিকদের নিয়ে ইটভাটায় কাজ করছিলাম। দমকা হাওয়ায় ইটের দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । কিছু বুঝে ওঠার আগেই ওই দুজন দেওয়ালের নীচে চাপা পড়ে যায় । আমরা যত দ্রুত সম্ভব ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ।" অন্যদিকে এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ । স্বামী ও স্ত্রী'র মৃত্যুতে শোকের ছায়া ওই ভাটায়।

আরও পড়ুন:

  1. কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বাজপড়ে মৃত 2
  2. হুগলিতে দেওয়াল ধসে মৃত 2, নবদ্বীপে ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক
  3. আগুনে পুড়ে ছাই পরিচয়পত্র, ভোট দিতে পারবেন কি 'সর্বহারা'র দল?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.