ETV Bharat / state

'উই ওয়ান্ট জাস্টিস'! স্বাধীনতার মধ্যরাতে নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল বারাসত - RG Kar doctor Rape and murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

RG Kar Incident: আরজি করে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে বুধবার মধ্য়রাতের জেলা থেকে শহর সর্বত্র পথে নেমে প্রতিবাদ শুরু হয় ৷ বাদ যায়নি বারাসতও ৷ আরজি করের নির্যাতিতা পডুয়ার মৃত্যুতে বারাসতে ফিরে কামদুনির স্মৃতি ৷ যেখানে আজও 'বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ৷'

RG Kar Incident
মধ্য রাতে নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল বারাসত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 7:52 AM IST

বারাসত, 15 অগস্ট: এক মৃত্যু ! হাজারও প্রতিবাদ ৷ স্বাধীনতার মধ্যরাতে নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল কলকাতা-সহ জেলার আকাশ-বাতাস ! বাদ গেল না উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতও । বলা ভালো, এ যেন এক অরাজনৈতিক আন্দোলনের সাক্ষী থাকল সারা বাংলা ৷ পথে নেমে প্রতিবাদ তো চলল-ই ! বারাসতের 'রাজপথ'-এর দখল নিলেন নারীরা ৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাইতে তাঁদের এই কর্মসূচি ৷ কামদুনির পথ দিয়েই এগিয়ে চলল মিছিল ৷

নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল বারাসত (ইটিভি ভারত)

আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃ্ত্যুতে একাধিক ধোঁয়াশা সামনে আসে ৷ মেডিক্যাল কলেজেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিতর্কিত মন্তব্য আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করে ৷ তাঁকে রাজ্য সরকার তড়িঘড়ি অন্যত্র বদলি করলেও, কলকাতা হাইকোটের নির্দেশে তিনি আপাতাত ছুটিতে ৷ যদিও ঘটনার পর থেকেই আওয়াজ উঠেছে 'উই ওয়ান্ট জাস্টিস'! আরজি কর ঘটনার 'জাস্টিস' চাই। এই 'আওয়াজ'-এ কার্যত মুখরিত হয়ে ওঠে গ্রাম থেকে শহর সর্বত্রই ৷ কোথাও সুবিচার চেয়ে একের পর এক স্লোগান উঠেছে ৷ আবার কোথাও বিচারের দাবিতে মোমবাতি এবং মোবাইলে টর্চ জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা।

নারীদের এই 'রাত দখল' কর্মসূচিতে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পুরুষদেরও ৷ তাঁরাও এই আন্দোলনে সামিল হয়ে আরজি করের ঘটনার 'জাস্টিস' চেয়েছেন ৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্য়ুতে রাজ্য তথা দেশ, সর্বত্রই আলোড়োন সৃষ্টি হয়েছে ৷ বিশেষ করে নির্যাতিতার উপর হওয়া নৃশংস খুনের ঘটনা বারাসতবাসীর মনে 2013 সালে কামদুনির স্মৃতি ফিরিয়ে দিয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই নির্যাতিতা উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ নির্যাতিতার আর্তনাদ ও স্থানীয়দের প্রতিবাদের ভাষা প্রতিক্ষণে বাতাসে ধ্বনিত হয় ৷

2013 সালের 7 জুন কয়েকজন যুবক কামদুনিতে এক তরুণীকে (21) ধর্ষণের পর ও প্রমাণ লোপাটের জন্য খুন করে ৷ সেই খুনের হিংস্রতা পশুর কাছেও হার মানায় ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হলেও, পরে তারা ছাড়া পেয়ে যায় ৷ সেই বিচারের আশাতেও মিছিল করে পথে নেমেছিল বারাসতবাসী ৷

বারাসত, 15 অগস্ট: এক মৃত্যু ! হাজারও প্রতিবাদ ৷ স্বাধীনতার মধ্যরাতে নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল কলকাতা-সহ জেলার আকাশ-বাতাস ! বাদ গেল না উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতও । বলা ভালো, এ যেন এক অরাজনৈতিক আন্দোলনের সাক্ষী থাকল সারা বাংলা ৷ পথে নেমে প্রতিবাদ তো চলল-ই ! বারাসতের 'রাজপথ'-এর দখল নিলেন নারীরা ৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাইতে তাঁদের এই কর্মসূচি ৷ কামদুনির পথ দিয়েই এগিয়ে চলল মিছিল ৷

নারী 'স্বাধীনতার' গর্জনে মুখরিত হল বারাসত (ইটিভি ভারত)

আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃ্ত্যুতে একাধিক ধোঁয়াশা সামনে আসে ৷ মেডিক্যাল কলেজেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিতর্কিত মন্তব্য আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করে ৷ তাঁকে রাজ্য সরকার তড়িঘড়ি অন্যত্র বদলি করলেও, কলকাতা হাইকোটের নির্দেশে তিনি আপাতাত ছুটিতে ৷ যদিও ঘটনার পর থেকেই আওয়াজ উঠেছে 'উই ওয়ান্ট জাস্টিস'! আরজি কর ঘটনার 'জাস্টিস' চাই। এই 'আওয়াজ'-এ কার্যত মুখরিত হয়ে ওঠে গ্রাম থেকে শহর সর্বত্রই ৷ কোথাও সুবিচার চেয়ে একের পর এক স্লোগান উঠেছে ৷ আবার কোথাও বিচারের দাবিতে মোমবাতি এবং মোবাইলে টর্চ জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা।

নারীদের এই 'রাত দখল' কর্মসূচিতে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পুরুষদেরও ৷ তাঁরাও এই আন্দোলনে সামিল হয়ে আরজি করের ঘটনার 'জাস্টিস' চেয়েছেন ৷ আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্য়ুতে রাজ্য তথা দেশ, সর্বত্রই আলোড়োন সৃষ্টি হয়েছে ৷ বিশেষ করে নির্যাতিতার উপর হওয়া নৃশংস খুনের ঘটনা বারাসতবাসীর মনে 2013 সালে কামদুনির স্মৃতি ফিরিয়ে দিয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই নির্যাতিতা উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ নির্যাতিতার আর্তনাদ ও স্থানীয়দের প্রতিবাদের ভাষা প্রতিক্ষণে বাতাসে ধ্বনিত হয় ৷

2013 সালের 7 জুন কয়েকজন যুবক কামদুনিতে এক তরুণীকে (21) ধর্ষণের পর ও প্রমাণ লোপাটের জন্য খুন করে ৷ সেই খুনের হিংস্রতা পশুর কাছেও হার মানায় ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হলেও, পরে তারা ছাড়া পেয়ে যায় ৷ সেই বিচারের আশাতেও মিছিল করে পথে নেমেছিল বারাসতবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.