ETV Bharat / state

গলা কেটে খুন! পোলবায় পরিতক্ত চৌবাচ্চা থেকে উদ্ধার মহিলার দেহ - বিজেপি কর্মীর মায়ের দেহ উদ্ধার

Woman Body Recovered: গলা কাটা অবস্থায় পোলবায় পরিতক্ত চৌবাচ্চা থেকে খণ্ডিত দেহ উদ্ধার মহিলার । পেশায় ইট ভাঁটার কর্মী ছিলেন তিনি ৷ মৃত মহিলা বিজেপি কর্মীর মা বলে দাবি গেরুয়া শিবিরের ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

Woman Body Recovered
বিজেপি কর্মীর মায়ের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 11:18 AM IST

পোলবা, 13 ফেরুয়ারি: ইট ভাঁটায় কর্মরত মহিলা কর্মীর খণ্ডিত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির সুগন্ধায় । মৃতের নাম জ্যোৎস্না জানা (55) । বাড়ি পোলবার জগন্নাথবাটিতে । সুগন্ধায় ইট ভাঁটার পাশে পরিতক্ত একটি কারখানার চৌবাচ্চার মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার হয় । তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ মহিলার ছেলে দলের সক্রিয় কর্মী বলে দাবি বিজেপি নেতার ৷ পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তও শুরু করছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জ্যোৎস্না ও তাঁর স্বামী পূর্ণচন্দ্র জানা সুগন্ধার একটি ইট ভাঁটাতে থাকেন । পূর্ণচন্দ্র জানা ইট ভাঁটায় লরি চালাতেন । তবে বর্তমানে তিনি অসুস্থ । মহিলা ইট ভাটায় রান্নার কাজ করতেন । সোমবার ইট ভাঁটার পাশে একটি পরিতক্ত কেমিক্যাল কারখানায় পাশে ছাগল নিয়ে চড়াতে গিয়েছিলেন জোৎস্না । তারপর থেকেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তখন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন । এরপরেই কারখানার জঙ্গলে মহিলার একটি জুতো দেখতে পাওয়া যায় । সেখানে থাকা চৌবাচ্চায় গাছ চাপা দেওয়া দেখে সন্দেহ হয় স্থানীয়দের। রাতেই খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে । পুলিশ এসে পরিতক্ত চৌবাচ্চা থেকে মহিলার খণ্ডিত দেহ উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করেছে দুষ্কৃতীরা । কিন্তু কী কারণে এই খুন, তা পরিষ্কার নয় এখনও।

পুলিশ সূত্রে খবর, জগন্নাথবাটিতে মৃত মহিলার দুই ছেলে রাজকুমার ও রবি জানা পরিবার নিয়ে থাকেন । দুই ছেলেই অন্ধ্রপ্রদেশে জুয়েলারির কাজ করেন বলে জানা গিয়েছে । ছেলেদের সঙ্গে না থাকলেও তাঁদের বাড়িতে প্রায়শই আসতেন মহিলা । রবিবার সন্ধ্যায়ও ছেলের বাড়ি এসেছিলেন তিনি । মৃতের বৌমা পারমিতা জানার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর শাশুড়িকে । মহিলার বৌমা বলেন, "শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানতে পারি ৷ এরপরেই স্থানীয়দের সঙ্গে নিয়ে আমরা তাঁর খোঁজ শুরু করি।"

ঘটনার খবর পেয়ে মৃত মহিলার বাড়িতে হাজির হন বিজেপি নেতৃত্ব । মৃতের বৌমার সঙ্গে কথাও বলেন তাঁরা । পরে বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ দাবি করেন, "রাজকুমার জানা বিজেপির সক্রিয় কর্মী । তাঁর মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে । মৃত্যুর পিছনে কী রহস্য আছে তা দেখতে হবে ।"

আরও পড়ুন:

  1. করিমপুরে সিপিএম নেতাকে কুপিয়ে খুন ! উদ্ধার রক্তাক্ত দেহ
  2. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  3. মা-দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে গ্রেফতার যুবক

পোলবা, 13 ফেরুয়ারি: ইট ভাঁটায় কর্মরত মহিলা কর্মীর খণ্ডিত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির সুগন্ধায় । মৃতের নাম জ্যোৎস্না জানা (55) । বাড়ি পোলবার জগন্নাথবাটিতে । সুগন্ধায় ইট ভাঁটার পাশে পরিতক্ত একটি কারখানার চৌবাচ্চার মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার হয় । তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ মহিলার ছেলে দলের সক্রিয় কর্মী বলে দাবি বিজেপি নেতার ৷ পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তও শুরু করছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জ্যোৎস্না ও তাঁর স্বামী পূর্ণচন্দ্র জানা সুগন্ধার একটি ইট ভাঁটাতে থাকেন । পূর্ণচন্দ্র জানা ইট ভাঁটায় লরি চালাতেন । তবে বর্তমানে তিনি অসুস্থ । মহিলা ইট ভাটায় রান্নার কাজ করতেন । সোমবার ইট ভাঁটার পাশে একটি পরিতক্ত কেমিক্যাল কারখানায় পাশে ছাগল নিয়ে চড়াতে গিয়েছিলেন জোৎস্না । তারপর থেকেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তখন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন । এরপরেই কারখানার জঙ্গলে মহিলার একটি জুতো দেখতে পাওয়া যায় । সেখানে থাকা চৌবাচ্চায় গাছ চাপা দেওয়া দেখে সন্দেহ হয় স্থানীয়দের। রাতেই খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে । পুলিশ এসে পরিতক্ত চৌবাচ্চা থেকে মহিলার খণ্ডিত দেহ উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করেছে দুষ্কৃতীরা । কিন্তু কী কারণে এই খুন, তা পরিষ্কার নয় এখনও।

পুলিশ সূত্রে খবর, জগন্নাথবাটিতে মৃত মহিলার দুই ছেলে রাজকুমার ও রবি জানা পরিবার নিয়ে থাকেন । দুই ছেলেই অন্ধ্রপ্রদেশে জুয়েলারির কাজ করেন বলে জানা গিয়েছে । ছেলেদের সঙ্গে না থাকলেও তাঁদের বাড়িতে প্রায়শই আসতেন মহিলা । রবিবার সন্ধ্যায়ও ছেলের বাড়ি এসেছিলেন তিনি । মৃতের বৌমা পারমিতা জানার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর শাশুড়িকে । মহিলার বৌমা বলেন, "শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানতে পারি ৷ এরপরেই স্থানীয়দের সঙ্গে নিয়ে আমরা তাঁর খোঁজ শুরু করি।"

ঘটনার খবর পেয়ে মৃত মহিলার বাড়িতে হাজির হন বিজেপি নেতৃত্ব । মৃতের বৌমার সঙ্গে কথাও বলেন তাঁরা । পরে বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ দাবি করেন, "রাজকুমার জানা বিজেপির সক্রিয় কর্মী । তাঁর মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে । মৃত্যুর পিছনে কী রহস্য আছে তা দেখতে হবে ।"

আরও পড়ুন:

  1. করিমপুরে সিপিএম নেতাকে কুপিয়ে খুন ! উদ্ধার রক্তাক্ত দেহ
  2. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  3. মা-দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে গ্রেফতার যুবক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.