ব্যারাকপুর, 31 মে: ভোটের আগের দিন বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান রেখে গেল দুষ্কৃতীরা ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার খড়দায় ৷ সাদা থানের উপরে রাখা ছিল সুতলি জাতীয় গোলাকার একটি জিনিস, যা ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে ব্যারাকপুরে ৷ বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সুতলি জাতীয় গোলাকার বস্তু আসলে বোমা । ভোটের আগে ভয় দেখাতেই বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও পুলিশের দাবি, গোলাকার বস্তু বোমা নয় । সেটি আদতে সুতলি জাতীয় জিনিস । শাসক শিবির অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পালটা পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় বাড়ি বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের । তাঁর বাড়ির সামনে এদিন সাদা থান এবং তার উপরে কালো প্লাস্টিকে মোড়া কিছু একটা পড়ে থাকতে দেখা যায় । ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে রহড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে । তাঁরা বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলে এই বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন ।
জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ, বাড়ির সামনে রাখা হল সাদা থান ও ফুল
পাশাপাশি, কালো প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তুকে বোমা ভেবে তার উপর জল ছেটাতে শুরু করেন তাঁরা । যদিও পরবর্তীতে সেটি বোমা নয় বলেই প্রত্যক্ষ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা । এই বিষয়ে বিজেপি নেতার স্ত্রী অপর্ণা পাল বলেন, "ভোরের দিকে দরজা খুলে দেখি ঘরের সামনে সাদা কাপড়ের থান ও কালো প্লাস্টিকে মুড়িয়ে কিছু একটা পড়ে রয়েছে । ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি, কী হয় এই ভেবে ।"
বিজেপির খড়দা 2-এর মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষ বলেন, "পিন্টু পাল বিজেপির একনিষ্ঠ কর্মী ৷ 77 নম্বর বুথের সভাপতি । তাই তাঁকে আটকানোর জন্য তৃণমূলের হার্মাদরা এই ঘৃণ্য চক্রান্ত করেছে ।" যদিও বিষয়টি নিয়ে খড়দা টাউন যুব তৃণমূলের সভাপতি দিব্যেন্দু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিজেপির নিজের দ্বন্দের কারণেই এই ঘটনা ঘটেছে । শুনেছি কালো প্লাস্টিকের ভিতরে গোলাকার সুতলি বস্তু ছিল । ভোটের আগের দিন বাজার গরম করতেই সেটা বোমা বলে প্রচার করছে বিজেপির লোকেরা ।"
বিজেপি প্রার্থীর বাড়ির সামনে সাদা থান-মালা ও বোমা, কাঠগড়ায় তৃণমূল