কলকাতা, 22 সেপ্টেম্বর: উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত:
শুক্রবার বায়ুমণ্ডলের উপরিভাগে যে ঘূর্ণাবর্তটি ঘনীভুত হয়েছিল তার অবস্থান ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে। শনিবার ওই ঘনীভূত ঘূর্ণাবর্তটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ট্রোপোস্ফিয়ারের মাঝামাঝি অংশে রয়েছে। এর পাশাপাশি, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের মধ্যবর্তী অংশে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা উত্তর থাইল্যাণ্ড এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে। এর বিস্তার বায়ুমণ্ডলের মধ্যভাগ পর্যন্ত রয়েছে। এরপর এই ঘূর্ণাবর্তটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তার জেরে একটি নিম্নচাপ ক্ষেত্র উত্তর-পশ্চিম, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে।
কোন জেলায় কতটা বৃষ্টি ?
এই ঘূর্ণাবর্তটির জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের পুরোটাই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ।
আজ দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও নতুন সপ্তাহের পুরোটাই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে পাহাড় এবং সমতলের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার প্রভাবের ওপরই বৃষ্টি পরিস্থিতি নির্ভর করবে। সামগ্রিক প্রেক্ষাপটে বলা যায় বর্ষা তার ইনিংসের শেষভাগেও নিম্নচাপের হাত ধরে বাংলাকে ভেজাতে চাইছে ।
বঙ্গের তাপমাত্রা-আপেক্ষিক আর্দ্রতা ও তার পূর্বাভাস:
শনিবার কলকাতা এবং এর সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ সর্বনিম্ন 58 শতাংশ । আজ, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।