কলকাতা, 7 অগস্ট: রাজ্য পুলিশের পর কলকাতা পুলিশ। সদ্য কলকাতা পুলিশের আওতাধীন বেশকিছু এলাকায় নজরদারি চালানো হয়েছে ৷ সেখানেই 300 জনের কাছে বাংলাদেশ সম্পর্কিত বিভ্রান্তিকর এবং উত্তেজক পোস্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তুলে নেওয়ার প্রাথমিক আর্জি জানিয়েছে কলকাতা পুলিশের সাইবার সেল। পোস্ট ডিলিট না-করলে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনে পদক্ষেপ নেবে লালবাজার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তাল । এই পরিস্থিতিতে নেটিজেনরা সোশ্যাল মিডিয়া পেজ, এক্স হ্যান্ডালে একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ৷ কোনও কোনও ক্ষেত্রে নিজেদের মতামত দিয়েছেন ৷ এই বিষয়ে মতামত দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে ৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনত ব্য়বস্থা নেবে কলকাতা পুলিশ ৷
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এটা আমাদের প্রাথমিক কর্তব্য। মানুষকে শান্তিতে যদি বুঝিয়ে বিষয়টি সমাধানে আসা যায় তার থেকে আর ভালো কিছুই হয় না। কিন্তু যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওপারবাংলার হিংসা এখানে বাংলায় টেনে আনতে চাইছে ৷ তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷"
বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তরফে সীমান্তবর্তী থানা এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। গতকালই রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ উত্তেজক ভিডিয়োগুলি ভালোভাবে পরীক্ষা না-করে পোস্ট করলে আরও বিভ্রান্তি ছড়ায় ৷ তারপরই কলকাতা পুলিশের এই পদক্ষেপ ৷
বর্তমানে সেখানে আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছে সেনাবাহিনী ৷ যেহেতু রাষ্ট্র ভারতবর্ষ এবং দেশের একাধিক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, ফলে অঙ্গের উপর নজরদার চালাচ্ছে বিএসএফ। ইতিমধ্যেই সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের একাধিক উচ্চপদস্থ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকদফায় বৈঠক করেন ৷ ঘুরে দেখেন বাংলা এবং বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ৷ যাতে পরিস্থিতি কোন রকমের হাতের বাইরে না যায় বদ্ধপরিকর রয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসনও।