কলকাতা, 8 জুন: বাতাসে শুকনো অনুভূতি ফিরে এসেছে। এতদিন বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস দহনজ্বালায় রাশ টেনেছিল। মনে হয়েছিল দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ সময়ের অপেক্ষা। হয়তো নির্ধারিত দিন, 10 জুনের আগেই হয়তো বৃষ্টি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। কারণ ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে।
কিন্তু হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলায় 13 তারিখের আগে ঢুকছে না বর্ষা। অর্থাৎ পরের সপ্তাহে বর্ষার প্রবেশ। সেই সম্ভাবনায় 'যদি' 'কিন্তু' রয়েছে। দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হচ্ছে ঠিকই, তবে এই দুর্বিষহ ঘর্মাক্ত পরিস্থিতি মোকাবিলায় তা পর্যাপ্ত নয়। আজ, শনিবার দক্ষিণবঙ্গের মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই। আগামিকাল পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস আছে।
তবে এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে হলেও বর্ষার আবাহনী নয়। হাওয়া ঘুরতে পারে পরশু 10 তারিখে। অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন থেকে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ-সহ সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে আলিপুর। আজও সেই সতর্কতা জারি করেছে আলিপুর। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় নাকাল মানুষ।
- আগামী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। এই আবহাওয়ায় সতর্কতা ও সচেতনার কথা বলেছে হাওয়া অফিস। আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে। সতর্কবার্তা গত কয়েকদিন আগে থেকে দিয়েছে আলিপুর। তাতে বলা হয়েছে, কাজ না-থাকলে অকারণে বাইরে না-যাওয়া এবং পর্যাপ্ত জলপানের।
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে কারণ সেখানে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। আজ , তারিখ ওপরে পাঁচটি জেলা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম বৃষ্টির পূর্বাভাস। তবে 9, 10 এবং 11 তারিখ কিছুটা বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের জেলাগুলো। সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুই থেকে তিনদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 85 শতাংশ সর্বনিম্ন 54 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।