ETV Bharat / state

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, মেধাতালিকায় কলকাতার মাত্র 1 - Madhyamik Result 2024 - MADHYAMIK RESULT 2024

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 7:57 AM IST

Updated : May 2, 2024, 12:16 PM IST

10:51 May 02

পরীক্ষা শেষের 80 দিন পর আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর এবার সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবে ৷

ডাক্তার হতে চায় চন্দ্রচূড়...

  • প্রাপ্ত নম্বর 693 ৷ মাধ্য়মিকে এবার প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৷ ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷ বাবা-মার কোনও চাপ নেই ৷ ইচ্ছেমতো বিষয় নিয়ে পড়াশোনা করার স্বাধীনতা পেয়ে আনন্দিত ৷ প্রথম হয়েও আনন্দে গা-ভাসাতে চায় না চন্দ্রচূড় ৷

09:47 May 02

ডাক্তার হতে চায় চন্দ্রচূড়

পর্ষদের তরফে এবার বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা...

  • প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে । এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।

09:36 May 02

  • মেধাতালিকায় দশম ৷ কলকাতা থেকে প্রথম কমলা গার্লসের সোমদত্তা সামন্ত ৷

09:27 May 02

  • মেধাতালিকায় কলকাতাকে টেক্কা দিল জেলা ৷

09:20 May 02

দেখে নিন মেধাতালিকা...

  • প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ৷ তার প্রাপ্ত নম্বর 693 ৷
  • দ্বিতীয় পুরুলিয়া সাম্যপ্রিয় গুরু ৷ পুরুলিয়া জেলা স্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর 692 ৷
  • মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনজন রয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ, বীরভূ্মের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈঋতরঞ্জন পাল ৷ তাদের প্রাপ্ত নম্বর 691 ৷
  • চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের তপজ্যোতি মণ্ডল ৷ পেয়েছেন 690 ৷
  • পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরৎপুর হাইস্কুলের অর্ঘ্যদীপ বসাক ৷ তার প্রাপ্ত নম্বর 689 ৷
  • 688 নম্বর পেয়ে যে চারজন ষষ্ট স্থান অধিকার করেছে, তারা হল- বালুরঘাট হাইস্কুলের কৃশানু সাহা ৷ রয়েছে মালদার মোজামপুর হাইস্কুলের মহম্মদ শাহাবুদ্দিন আলি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অলিভ গায়েন ৷

09:18 May 02

  • মেধা তালিকার শীর্ষস্থান পেয়েছে একজন পরীক্ষার্থী ৷

09:16 May 02

  • ব়্যাংক করেছে 57 জন ৷ 60 শতাংশের বেশি নম্বর পেয়েছে 1 লক্ষ 18 হাজার 411 জন পরীক্ষার্থী ৷
  • দক্ষিণ 24 পরগনার 8, দক্ষিণ দিনাজপুর থেকে 8 জন, উত্তর 24 পরগনার 2 পরীক্ষার্থী রয়েছে মেধা তালিকায় ৷ কলকাতা থেকে মেধাতালিকায় মাত্র 1 ৷
  • এএ পেয়েছে 9,961 জন পরীক্ষার্থী ৷ এ+ পেয়েছে 24,643 জন ৷

09:16 May 02

পাশের হারে শীর্ষে কালিম্পং...

  • জেলা ভিত্তিক পাশের হারে শীর্ষে কালিম্পং ৷ তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর ৷

09:12 May 02

ছেলেদের টেক্কা দিল মেয়েরা...

  • এবছর পাশের হার 86.31 % ৷ গতবারের চেয়ে বাড়ল পাশের হার ৷ পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷

09:03 May 02

উত্তীর্ণ সাড়ে 7 লক্ষের বেশি পড়ুয়া...

  • এবছর মাধ্যমিকে দিয়েছে 9 লক্ষ 12 হাজার 598 জন । ছেলেদের তুলনায় 25.95 % বেশি মেয়েরা পরীক্ষায় বসেছিল ৷ উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষ 65 হাজার 252 জন ৷

09:01 May 02

ফলপ্রকাশ সরাসরি দেখুন ইটিভি ভারতে...

08:56 May 02

শুরু হল ফলপ্রকাশ...

  • মাধ্যমিক 2024-এর ফলপ্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন সচিব সুব্রত ঘোষ।

08:29 May 02

মাধ্যমিক 2025 কবে ?

  • আগামী বছর মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিেছে, আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শেষ হবে 24 ফেব্রুয়ারি।

08:00 May 02

কোথায় দেখা যাবে রেজাল্ট ?

  • প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে ।
  • এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।
  • এই অ্যাপগুলি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে হবে। সেখানে পরীক্ষার্থী নিজস্ব তথ্য দিয়ে ফলাফল দেখতে পাবে।

07:12 May 02

সাড়ে 9 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ...

  • এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন । যার মধ্যে ছাত্র রয়েছে 3 লক্ষ 96 হাজার 276 জন ৷ আর 4 লক্ষ 79 হাজার 837 জন ছাত্রী । এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । এ বছর মোট 48 জনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ ।

06:07 May 02

মাধ্যমিকের ফলপ্রকাশ...

  • জীবনের প্রথম বড়পরীক্ষার ফলপ্রকাশ ৷ ভাগ্য নির্ধারণ হবে 9 লক্ষ 23 হাজার 13 জন পরীক্ষার্থীর ৷

10:51 May 02

পরীক্ষা শেষের 80 দিন পর আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর এবার সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবে ৷

ডাক্তার হতে চায় চন্দ্রচূড়...

  • প্রাপ্ত নম্বর 693 ৷ মাধ্য়মিকে এবার প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৷ ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷ বাবা-মার কোনও চাপ নেই ৷ ইচ্ছেমতো বিষয় নিয়ে পড়াশোনা করার স্বাধীনতা পেয়ে আনন্দিত ৷ প্রথম হয়েও আনন্দে গা-ভাসাতে চায় না চন্দ্রচূড় ৷

09:47 May 02

ডাক্তার হতে চায় চন্দ্রচূড়

পর্ষদের তরফে এবার বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা...

  • প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে । এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।

09:36 May 02

  • মেধাতালিকায় দশম ৷ কলকাতা থেকে প্রথম কমলা গার্লসের সোমদত্তা সামন্ত ৷

09:27 May 02

  • মেধাতালিকায় কলকাতাকে টেক্কা দিল জেলা ৷

09:20 May 02

দেখে নিন মেধাতালিকা...

  • প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ৷ তার প্রাপ্ত নম্বর 693 ৷
  • দ্বিতীয় পুরুলিয়া সাম্যপ্রিয় গুরু ৷ পুরুলিয়া জেলা স্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর 692 ৷
  • মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনজন রয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলে উদয়ন প্রসাদ, বীরভূ্মের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈঋতরঞ্জন পাল ৷ তাদের প্রাপ্ত নম্বর 691 ৷
  • চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের তপজ্যোতি মণ্ডল ৷ পেয়েছেন 690 ৷
  • পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরৎপুর হাইস্কুলের অর্ঘ্যদীপ বসাক ৷ তার প্রাপ্ত নম্বর 689 ৷
  • 688 নম্বর পেয়ে যে চারজন ষষ্ট স্থান অধিকার করেছে, তারা হল- বালুরঘাট হাইস্কুলের কৃশানু সাহা ৷ রয়েছে মালদার মোজামপুর হাইস্কুলের মহম্মদ শাহাবুদ্দিন আলি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অলিভ গায়েন ৷

09:18 May 02

  • মেধা তালিকার শীর্ষস্থান পেয়েছে একজন পরীক্ষার্থী ৷

09:16 May 02

  • ব়্যাংক করেছে 57 জন ৷ 60 শতাংশের বেশি নম্বর পেয়েছে 1 লক্ষ 18 হাজার 411 জন পরীক্ষার্থী ৷
  • দক্ষিণ 24 পরগনার 8, দক্ষিণ দিনাজপুর থেকে 8 জন, উত্তর 24 পরগনার 2 পরীক্ষার্থী রয়েছে মেধা তালিকায় ৷ কলকাতা থেকে মেধাতালিকায় মাত্র 1 ৷
  • এএ পেয়েছে 9,961 জন পরীক্ষার্থী ৷ এ+ পেয়েছে 24,643 জন ৷

09:16 May 02

পাশের হারে শীর্ষে কালিম্পং...

  • জেলা ভিত্তিক পাশের হারে শীর্ষে কালিম্পং ৷ তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর ৷

09:12 May 02

ছেলেদের টেক্কা দিল মেয়েরা...

  • এবছর পাশের হার 86.31 % ৷ গতবারের চেয়ে বাড়ল পাশের হার ৷ পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷

09:03 May 02

উত্তীর্ণ সাড়ে 7 লক্ষের বেশি পড়ুয়া...

  • এবছর মাধ্যমিকে দিয়েছে 9 লক্ষ 12 হাজার 598 জন । ছেলেদের তুলনায় 25.95 % বেশি মেয়েরা পরীক্ষায় বসেছিল ৷ উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষ 65 হাজার 252 জন ৷

09:01 May 02

ফলপ্রকাশ সরাসরি দেখুন ইটিভি ভারতে...

08:56 May 02

শুরু হল ফলপ্রকাশ...

  • মাধ্যমিক 2024-এর ফলপ্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন সচিব সুব্রত ঘোষ।

08:29 May 02

মাধ্যমিক 2025 কবে ?

  • আগামী বছর মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিেছে, আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শেষ হবে 24 ফেব্রুয়ারি।

08:00 May 02

কোথায় দেখা যাবে রেজাল্ট ?

  • প্রথমে www.wbbse.web.gov.in বা http://weresults.nic.in এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপর হোমপেজে থাকা রেজাল্ট অপশনটি ক্লিক করতে হবে । এরপরে পরীক্ষার্থীদের রোল নম্বর জন্ম তারিখ-সহ সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে । সেই তথ্য দেওয়ার পরই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে ।
  • এছাড়াও Madhyamik Results 2024, Fastresult এবং https://iresults.net/wbbse-app - এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করেও দেখা যাবে ফল ।
  • এই অ্যাপগুলি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে হবে। সেখানে পরীক্ষার্থী নিজস্ব তথ্য দিয়ে ফলাফল দেখতে পাবে।

07:12 May 02

সাড়ে 9 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ...

  • এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন । যার মধ্যে ছাত্র রয়েছে 3 লক্ষ 96 হাজার 276 জন ৷ আর 4 লক্ষ 79 হাজার 837 জন ছাত্রী । এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । এ বছর মোট 48 জনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ ।

06:07 May 02

মাধ্যমিকের ফলপ্রকাশ...

  • জীবনের প্রথম বড়পরীক্ষার ফলপ্রকাশ ৷ ভাগ্য নির্ধারণ হবে 9 লক্ষ 23 হাজার 13 জন পরীক্ষার্থীর ৷
Last Updated : May 2, 2024, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.