ডাক্তার হতে চায় চন্দ্রচূড়...
- প্রাপ্ত নম্বর 693 ৷ মাধ্য়মিকে এবার প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৷ ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷ বাবা-মার কোনও চাপ নেই ৷ ইচ্ছেমতো বিষয় নিয়ে পড়াশোনা করার স্বাধীনতা পেয়ে আনন্দিত ৷ প্রথম হয়েও আনন্দে গা-ভাসাতে চায় না চন্দ্রচূড় ৷