কলকাতা, 5 জুন: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ। আগামিকাল দুপুর 2 টো 30 মিনিট থেকে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা । মেধাতালিকার প্রথম 10 জনের নাম ঘোষণা করবেন তিনি । বিকেল 4টে থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। বোর্ডের অফিসিয়াল দু'টি ওয়েবসাইটেই দেখা যাবে ফলাফল । ওয়েবসাইট দু'টি হল:
- www.wbjeeb.nic.in
- www.wbjeeb.in
এই বছর জয়েন্ট পরীক্ষা বোর্ডের পরীক্ষা হয়েছিল 28 এপ্রিল । বেলা 11টা থেকে শুরু হয়েছিল পরীক্ষা । তারপর বেলা 1টা পর্যন্ত গণিত এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হয়েছিল । এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লক্ষ 42 হাজার 692 জন । রাজ্যের 388টি কেন্দ্রে হয়েছিল পরীক্ষা গ্রহণ ৷ পাশাপাশি ত্রিপুরার দু’টি এবং অসমে একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল ।
ফলপ্রকাশের আগের দিন অর্থাৎ বুধবার 'ফাইনাল অ্যানসার কি' বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে । এটি পরীক্ষার্থীরা ফলপ্রকাশের প্রতিবেদনের নীচেই দেখতে পারবেন । রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'ফাইনাল অ্যানসার কি'-র পিডিএফ দেওয়া আছে । সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন । কারণ ওই 'ফাইনাল অ্যানসার কি'-র ভিত্তিতেই মূল্যায়ণ করা হয়েছে । তাছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 'ফাইনাল অ্যানসার কি' দেখতে পারবেন পরীক্ষার্থীরা ।
রেকর্ড গরমের কথা মাথায় রেখে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ আবশ্যক জেনারেটর এবং ওআরএসের ব্যবস্থাও করা হয়েছিল পরীক্ষার্থীদের জন্য ৷ অন্যান্য বছরের মতোই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ছিল হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা । যে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলিতে একাধিক হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত ছিল।
পাশাপাশি প্রায় 90 জন রোমিং অবজারভার রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন। প্রত্যেক অবজার্ভার গড়ে তিনটি করে পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন করেছিলেন । পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের পাশাপাশি এ বছর অতিরিক্ত সেন্টার ইনচার্জ নিযুক্ত করা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা বেশি এমন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে ছিলেন সহকারী সেন্টার ইনচার্জ। কিছু কেন্দ্রে ছিলেন বোর্ডের পরিদর্শক এবং বোর্ডের প্রতিনিধিরাও ৷