ETV Bharat / state

প্রকাশিত জয়েন্টের ফল, প্রথম দশে উচ্চমাধ্যমিকের 4 পড়ুয়া - WBJEE Results 2024 - WBJEE RESULTS 2024

WBJEE Results: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ ৷ প্রথম দশজনের মধ্যে চারজনই উচ্চমাধ্যমিকের পড়ুয়া ৷ কারা রয়েছেন মেধাতালিকায় ?

WBJEE Results
জয়েন্টের ফলপ্রকাশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 4:23 PM IST

কলকাতা, 6 জুন: প্রকাশিত হল এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল । ফল প্রকাশের পর দেখা গিয়েছে উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের ফল খুব ভালো হয়েছে। প্রথম দশের মধ্যে চারজনই উচ্চমাধ্যমিকের পড়ুয়া। প্রথম হয়েছেন কিংশুক পাত্র । তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের ছাত্র শুভ্রদীপ পাল । তিনিও উচ্চমাধ্যমিকের পড়ুয়া । তৃতীয় হয়েছেন আইএসসি বোর্ডের ছাত্র বিবস্বন বিশ্বাস। তিনি কৃষ্ণনগরের বিশপ মোরো স্কুলের ছাত্র। সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এবারের মেধাতালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও দু'জন ছাত্র রয়েছেন । তাঁদের মধ্যে একজন আছেন সপ্তম স্থানে । অপরদিকে নবম স্থান অধিকার করেছে স্কটিশ চার্চ স্কুলের ছাত্র শৌনক কর। উচ্চমাধ্যমিকেও তিনি মেধাতালিকায় স্থান অধিকার করেছিলেন। নতুন সিলেবাসের জন্যই উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের ফল ভালো হয়েছে বলে মনে করছেন জয়েন্ট বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা । তিনি বলেন, "ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সিলেবাস বদল হচ্ছে । তার প্রভাব পড়েছে। এমনকী এর ফলে বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনার মান খুবই ভালো।"

5 দিনে 50 হাজার আবেদন, বিদেশি শহরে বসেও দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স

এই বছর রীক্ষা হয়েছিল 28 এপ্রিল । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লক্ষ 42 হাজার 694 । পাশ করেছেন মোট 1 লক্ষ 12 হাজার 963 পড়ুয়া। ছাত্রদের পাশের সংখ্যা 78 হাজার 621 জন। ছাত্রীদের পাশের সংখ্যা 34 হাজার 342 জন। রাজ্যের মধ্যে মোট পাস করেছে 87030 জন । অন্য রাজ্য থেকে পাশ করেছে 25 হাজার 933 জন। পাসের হার 99.60 শতাংশ। আইএসসি বোর্ড থেকে পাসের হার 99.60 শতাংশ । সিবিএসসি বোর্ডের পাসের হার 99.40 শতাংশ।

কলকাতা, 6 জুন: প্রকাশিত হল এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল । ফল প্রকাশের পর দেখা গিয়েছে উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের ফল খুব ভালো হয়েছে। প্রথম দশের মধ্যে চারজনই উচ্চমাধ্যমিকের পড়ুয়া। প্রথম হয়েছেন কিংশুক পাত্র । তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের ছাত্র শুভ্রদীপ পাল । তিনিও উচ্চমাধ্যমিকের পড়ুয়া । তৃতীয় হয়েছেন আইএসসি বোর্ডের ছাত্র বিবস্বন বিশ্বাস। তিনি কৃষ্ণনগরের বিশপ মোরো স্কুলের ছাত্র। সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এবারের মেধাতালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও দু'জন ছাত্র রয়েছেন । তাঁদের মধ্যে একজন আছেন সপ্তম স্থানে । অপরদিকে নবম স্থান অধিকার করেছে স্কটিশ চার্চ স্কুলের ছাত্র শৌনক কর। উচ্চমাধ্যমিকেও তিনি মেধাতালিকায় স্থান অধিকার করেছিলেন। নতুন সিলেবাসের জন্যই উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের ফল ভালো হয়েছে বলে মনে করছেন জয়েন্ট বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা । তিনি বলেন, "ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সিলেবাস বদল হচ্ছে । তার প্রভাব পড়েছে। এমনকী এর ফলে বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনার মান খুবই ভালো।"

5 দিনে 50 হাজার আবেদন, বিদেশি শহরে বসেও দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স

এই বছর রীক্ষা হয়েছিল 28 এপ্রিল । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লক্ষ 42 হাজার 694 । পাশ করেছেন মোট 1 লক্ষ 12 হাজার 963 পড়ুয়া। ছাত্রদের পাশের সংখ্যা 78 হাজার 621 জন। ছাত্রীদের পাশের সংখ্যা 34 হাজার 342 জন। রাজ্যের মধ্যে মোট পাস করেছে 87030 জন । অন্য রাজ্য থেকে পাশ করেছে 25 হাজার 933 জন। পাসের হার 99.60 শতাংশ। আইএসসি বোর্ড থেকে পাসের হার 99.60 শতাংশ । সিবিএসসি বোর্ডের পাসের হার 99.40 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.