ETV Bharat / state

সোমবার শুরু রাজ্যের বাজেট অধিবেশন, 8 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী - Budget Session

West Bengal Budget Session: সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ৷ এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন 5 ফেব্রুয়ারি ৷ পরদিনই তিনি রাজ্যে ফিরছেন ৷ তারপরই বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

ETV Bharat
রাজ্যের বাজেট অধিবেশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 7:31 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এদিকে আগামী 5 ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন ৷ এক্ষেত্রে রাজ্য বাজেট পেশ হবে আগামী 8 তারিখ ৷ এদিন বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায় ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বদল বৈঠকে শাসকদলের তরফে প্রতিনিধিত্ব থাকলেও বিরোধী দল বিজেপির পক্ষে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না ৷ তবে হাজির ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

তাৎপর্যপূর্ণ, এবার বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ থাকছে না ৷ গতানুগতিকভাবে রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয় ৷ তার বদলে শোক প্রস্তাব পাঠের মাধ্যমেই বিধানসভার অধিবেশন শুরু হবে ৷ 8 তারিখ বিধানসভায় বাজেট পেশের দিন বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে ৷

সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচি শুরু করলেও 5 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 'এক দেশ, এক ভোট' বিষয়ে একটি বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তিনি ৷ তিনি ফিরবেন 6 ফেব্রুয়ারি ৷ তারপরেই রাজ্য বাজেট অনুষ্ঠিত হবে ৷ এটা লোকসভা নির্বাচনের বছর, তাই রাজ্য সরকারের তরফেও বাজেটে বেশ কিছু চমক থাকতে পারে ৷ কৃষকদের জন্য ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও হতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা ৷ এখনও পর্যন্ত পাওয়া সূচি অনুযায়ী 14 তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে ৷ এরপরেই রাজ্যসভার ভোট রয়েছে ৷ আর সে কারণেই তড়িঘড়ি এই অধিবেশন সম্পন্ন হতে পারে বলে খবর ৷

শুক্রবার সর্বদলীয় বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে আমি যে নির্দেশ দিয়েছিলামস, তা এই সেশনের জন্য বা 30 দিনের জন্য ৷ এই অধিবেশন আমরা চালিয়ে যাচ্ছি ৷ তবে 30 দিনের মেয়াদ শেষে আজকের সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের জন্য তাঁকে আমন্ত্রণ করেছিলাম ৷ কিন্তু তিনি আসেননি ৷ তিনি উপস্থিত থাকলে ভালো লাগত ৷" এদিন বিজেপির অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করে অধ্যক্ষ বলেন, "বৈঠকে বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিত ৷ বিরোধী দলনেতা সঠিক আচরণ করছেন না ৷"

আরও পড়ুন:

  1. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার
  2. কখন সরকারের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় কে জানে, রাজ্যপালকে কটাক্ষ শুভেন্দুর
  3. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা

কলকাতা, 3 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এদিকে আগামী 5 ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন ৷ এক্ষেত্রে রাজ্য বাজেট পেশ হবে আগামী 8 তারিখ ৷ এদিন বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায় ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বদল বৈঠকে শাসকদলের তরফে প্রতিনিধিত্ব থাকলেও বিরোধী দল বিজেপির পক্ষে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না ৷ তবে হাজির ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

তাৎপর্যপূর্ণ, এবার বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ থাকছে না ৷ গতানুগতিকভাবে রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয় ৷ তার বদলে শোক প্রস্তাব পাঠের মাধ্যমেই বিধানসভার অধিবেশন শুরু হবে ৷ 8 তারিখ বিধানসভায় বাজেট পেশের দিন বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে ৷

সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচি শুরু করলেও 5 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 'এক দেশ, এক ভোট' বিষয়ে একটি বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তিনি ৷ তিনি ফিরবেন 6 ফেব্রুয়ারি ৷ তারপরেই রাজ্য বাজেট অনুষ্ঠিত হবে ৷ এটা লোকসভা নির্বাচনের বছর, তাই রাজ্য সরকারের তরফেও বাজেটে বেশ কিছু চমক থাকতে পারে ৷ কৃষকদের জন্য ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও হতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা ৷ এখনও পর্যন্ত পাওয়া সূচি অনুযায়ী 14 তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে ৷ এরপরেই রাজ্যসভার ভোট রয়েছে ৷ আর সে কারণেই তড়িঘড়ি এই অধিবেশন সম্পন্ন হতে পারে বলে খবর ৷

শুক্রবার সর্বদলীয় বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে আমি যে নির্দেশ দিয়েছিলামস, তা এই সেশনের জন্য বা 30 দিনের জন্য ৷ এই অধিবেশন আমরা চালিয়ে যাচ্ছি ৷ তবে 30 দিনের মেয়াদ শেষে আজকের সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের জন্য তাঁকে আমন্ত্রণ করেছিলাম ৷ কিন্তু তিনি আসেননি ৷ তিনি উপস্থিত থাকলে ভালো লাগত ৷" এদিন বিজেপির অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করে অধ্যক্ষ বলেন, "বৈঠকে বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিত ৷ বিরোধী দলনেতা সঠিক আচরণ করছেন না ৷"

আরও পড়ুন:

  1. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার
  2. কখন সরকারের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় কে জানে, রাজ্যপালকে কটাক্ষ শুভেন্দুর
  3. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.