কলকাতা, 14 ডিসেম্বর: নতুন পাঠক্রমে পড়াতে সমস্যা হচ্ছে শিক্ষকদের ৷ সেকারণে 19টি বিষয়ের পাঠক্রম বদলানোর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ ইতিমধ্যেই, সিলেবাস কমিটির সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন সংসদের সদস্য়রা ৷ তারপর শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সংসদের তরফে ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন এই পাঠক্রম ৷
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংরেজি, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টান্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সাইন্স অফ ওয়েল বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশ বিদ্যা, অর্থনীতি, ভূগোল এবং জীববিদ্যা-এই 19টি বিষয়ে বদল করা হয়েছে পাঠক্রম ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পড়ুয়া এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই এই পাঠক্রম বদল করা হয়েছে । নতুন পদ্ধতিতে আশা করা হচ্ছে আর কোনও সমস্যা হবে না ।"
চলতি বছরই পাঠক্রমে বদল আনা হয় । কিন্তু ক্লাসে পড়ানোর সময় পড়ুয়াদের পড়া বোঝানোর ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে সমস্যা দেখা দেয় । বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয় । এরপর সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিহাস এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে পুরনো পাঠক্রমের থেকে একাধিক জিনিস বাদ দেওয়া হয়েছে । আবার ইংরেজিতে বেশ কিছু নতুন জিনিস যুক্ত করা হয়েছে । পরীক্ষার সময় সব বিষয় থেকেই প্রশ্ন আসবে । তবে যদি কারও পুরনো বিষয়গুলি শক্ত মনে হয় তবে তার কাছে নতুন বিষয়গুলিতেও উত্তর দেওয়ার সুযোগ থাকবে ।
পাঠক্রম বদল নিয়ে প্রথম থেকে সরব হয় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ । সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে আমরা লিখিতভাবে কাউন্সিল সভাপতির কাছে পরিবর্তনের যে সাজেশন রেখেছিলাম সেগুলির কিছুটা মান্যতা পেয়েছে । যদিও একাদশ শ্রেণির ইংরেজির ক্ষেত্রে কিছু বিষয় যুক্ত করে বিদ্যালয়গুলিকে পছন্দ মতো তিনটি বিষয় বেছে নেওয়ার কথা বলা হয়েছে । ফলে বিদ্যালয়গুলি কঠিন এবং বড় চ্যাপ্টারগুলি বাদ দেওয়ার সুযোগ পাবে ।"
তিনি আরও বলেন, "বাংলার ক্ষেত্রে বিষয় একই রেখে দিয়ে সংক্ষিপ্ত করার কথা বলা হলেও বাস্তবে তা কতটুকু হবে সেটি বই প্রকাশিত না হলে বোঝা মুশকিল । ইতিহাসের সিলেবাসের বোঝা কিছুটা কমানো হয়েছে । সামগ্রিকভাবে সেমেস্টার প্রথায় সিলেবাসের বোঝা আরও কমিয়ে ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করা দরকার ছিল ।"