ETV Bharat / state

'এগরা থানার আইসির মতো পুলিশ থাকলে ভোট হওয়া মুশকিল', অভিযোগ অগ্নিমিত্রার - Agnimitra Paul - AGNIMITRA PAUL

Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ ৷ এই অভিযোগ তুললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ তিনি এগরা থানায় অভিযোগ জানাতে গেলে আইসি অগ্নিমিত্রাকে থানায় ঢুকতে দেননি বলে অভিযোগ ৷ এ নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী ৷

ETV Bharat
এগরায় বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 1:46 PM IST

এগরা থানার সামনে বিক্ষোভরত বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল

এগরা, 18 এপ্রিল: পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন অগ্নিমিত্রা পল ৷ বুধ ও বৃহস্পতির মাঝের রাতে এগরা থানার সামনে দাঁড়িয়েই এই অভিযোগ করলেন বিজেপি লোকসভা প্রার্থী ৷ ঘটনার সূত্রপাত রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে ৷

বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির ঘটনা ঘটে ৷ পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷ সব মিলিয়ে জখম হন 5 বিজেপি কর্মী ৷ পুলিশ আরও 4 বিজেপি কর্মীকে আটক করে ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে বিজেপির লোকসভা প্রার্থী অগ্নিমিত্রাই ৷ তাই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন নেত্রী ৷

অগ্নিমিত্রা এগরা থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ মধ্যরাতে থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই ৷ বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷

বিজেপির উপর হামলা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "যে জিহাদি বা দুষ্কৃতীরা আমাদের ছেলেদের মারল, তারা কারা জানি না ৷ কিন্তু তাদের কাউকে গ্রেফতার করা হল না ৷ কিন্তু যাঁরা মার খেল, 5 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ আর 4 জনকে ভিতরে আটক করে রেখেছে ৷ এটাই হল পশ্চিমবঙ্গের 30 শতাংশ ভোট ব্যাংকের রাজনীতি ৷" এমনকী এগরা থানার আইসির প্রসঙ্গে তিনি বলেন, "এগরা থানার আইসির মতো পুলিশ থাকলে কিন্তু ভোট হওয়া মুশকিল ৷" এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ৷

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷

এগরা থানায় অভিযোগ জানাতে না-পেরে রাতভর এগরা থানার সামনে বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এমনকী সকাল পর্যন্ত তার রেশ ছিল ৷ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷

তবে সকালে অবরোধ তুলে নেন অগ্নিমিত্রা পল ৷ তিনি বলেন, "আমরা সারারাত রাস্তায় বসে আছি ৷ সূর্যোদয় হয়ে গেল ৷ আরেকটি দিন চলে এলো ৷ এখনও আমাদের ওই 4জন ভাইকে ছেড়ে দেওয়া হয়নি ৷ আমাদের দাবি ছিল, ওই চারজনকে ছেড়ে দিতে হবে ৷ সিসিটিভি ক্যামেরা দেখে যারা আক্রমণ করেছে, তাদের গ্রেফতার করতে হবে ৷" অবরোধ তোলা নিয়ে অগ্নিমিত্রা বলেন, "আমরা আন্দোলন তুলছি না ৷ কিন্তু আমরা সরে যাব ৷ কারণ এখানে যাত্রীরা আমাদের জনতা ৷ আমাদের পরিবার, সাধারণ মানুষ ৷ তাদের কোনও রকম অসুবিধে করতে চাই না ৷"

আরও পড়ুন:

  1. আজও চাপা উত্তেজনা শক্তিপুরে, মুর্শিদাবাদ মেডিক্যালে অধীরকে ঘিরে বিক্ষোভ বিজেপির
  2. ভাটপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা পার্থ-অর্জুনের
  3. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত 20

এগরা থানার সামনে বিক্ষোভরত বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল

এগরা, 18 এপ্রিল: পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন অগ্নিমিত্রা পল ৷ বুধ ও বৃহস্পতির মাঝের রাতে এগরা থানার সামনে দাঁড়িয়েই এই অভিযোগ করলেন বিজেপি লোকসভা প্রার্থী ৷ ঘটনার সূত্রপাত রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে ৷

বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির ঘটনা ঘটে ৷ পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷ সব মিলিয়ে জখম হন 5 বিজেপি কর্মী ৷ পুলিশ আরও 4 বিজেপি কর্মীকে আটক করে ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে বিজেপির লোকসভা প্রার্থী অগ্নিমিত্রাই ৷ তাই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন নেত্রী ৷

অগ্নিমিত্রা এগরা থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ মধ্যরাতে থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই ৷ বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷

বিজেপির উপর হামলা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "যে জিহাদি বা দুষ্কৃতীরা আমাদের ছেলেদের মারল, তারা কারা জানি না ৷ কিন্তু তাদের কাউকে গ্রেফতার করা হল না ৷ কিন্তু যাঁরা মার খেল, 5 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ আর 4 জনকে ভিতরে আটক করে রেখেছে ৷ এটাই হল পশ্চিমবঙ্গের 30 শতাংশ ভোট ব্যাংকের রাজনীতি ৷" এমনকী এগরা থানার আইসির প্রসঙ্গে তিনি বলেন, "এগরা থানার আইসির মতো পুলিশ থাকলে কিন্তু ভোট হওয়া মুশকিল ৷" এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ৷

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷

এগরা থানায় অভিযোগ জানাতে না-পেরে রাতভর এগরা থানার সামনে বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এমনকী সকাল পর্যন্ত তার রেশ ছিল ৷ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷

তবে সকালে অবরোধ তুলে নেন অগ্নিমিত্রা পল ৷ তিনি বলেন, "আমরা সারারাত রাস্তায় বসে আছি ৷ সূর্যোদয় হয়ে গেল ৷ আরেকটি দিন চলে এলো ৷ এখনও আমাদের ওই 4জন ভাইকে ছেড়ে দেওয়া হয়নি ৷ আমাদের দাবি ছিল, ওই চারজনকে ছেড়ে দিতে হবে ৷ সিসিটিভি ক্যামেরা দেখে যারা আক্রমণ করেছে, তাদের গ্রেফতার করতে হবে ৷" অবরোধ তোলা নিয়ে অগ্নিমিত্রা বলেন, "আমরা আন্দোলন তুলছি না ৷ কিন্তু আমরা সরে যাব ৷ কারণ এখানে যাত্রীরা আমাদের জনতা ৷ আমাদের পরিবার, সাধারণ মানুষ ৷ তাদের কোনও রকম অসুবিধে করতে চাই না ৷"

আরও পড়ুন:

  1. আজও চাপা উত্তেজনা শক্তিপুরে, মুর্শিদাবাদ মেডিক্যালে অধীরকে ঘিরে বিক্ষোভ বিজেপির
  2. ভাটপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা পার্থ-অর্জুনের
  3. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত 20
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.