ETV Bharat / state

রাজ্যের 6 বিধানসভা আসনে উপনির্বাচন, ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের

আগামী 13 নভেম্বর বাংলার 6টি আসনে ভোট ৷ তার আগে ভোটারদের তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷

WB ASSEMBLY BYE ELECTIONS 2024
ভোটারদের চূড়ান্ত তালিকা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 30 অক্টোবর: আগামী 13 নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে । তার আগে প্রতিটি কেন্দ্রে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

কমিশনের তথ্য অনুযায়ী...

শিতাইয়ে মোট ভোটারের সংখ্যা 3 লক্ষ 55 হাজার 65 জন । এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 58 হাজার 474 জন । মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 47 হাজার 91 জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 300টি ।

মদারিহাট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল 2 লক্ষ 20হাজার 342 জন । পুরুষ ভোটারের সংখ্য়া হল 1লক্ষ 8 হাজার 367 জন । মহিলা ভোটারের সংখ্যা হল 1 লক্ষ 11 হাজার 970 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন 5 জন । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 226টি ।

নৈহাটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 1 লক্ষ 93 হাজার 835 জন । পুরুষ ভোটার হলেন 96 হাজার 74 জন । মহিলা ভোটার হলেন 97 হাজার 753 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন 8 জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 210টি ।

হাড়োয়াতে মোট ভোটারের সংখ্যা হলেন 2 লক্ষ 69 হাজার 103 জন । পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 38 হাজার 705 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 30 হাজার 393 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন মোট 5 জন । মোট 279টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে ৷

মেদিনীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 2 লক্ষ 91 হাজার 714 জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 43 হাজার 573 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 48 হাজার 140 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন । মোট পোলিং স্টেশন হল 304টি ।

তালডাংরা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 2 লক্ষ 41 হাজার 497 জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 22 হাজার 509 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 18 হাজার 988 জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশন হল 264টি ।

বিধানসভা উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বাংলার সমস্ত রাজনৈতিক দলের অন্দরে ৷ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনও ৷ নির্বাচন সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ভার্চুয়াল বৈঠক হয় । সূত্রের খবর, বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব সহকারে করাতে হবে উপনির্বাচনও । কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রকম অভিযোগ বরদাস্ত করা হবে না ৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে কয়েকটি ঘটনার প্রভাবে বেশ কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে । উপনির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টিও নজর দেওয়ার কথা বলা হয় বৈঠকে বলে খবর ।

সম্প্রতি, বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর বিরুদ্ধে চিঠি দিয়ে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস ৷ এদিনের বৈঠকে, সেই অভিযোগের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন বলেও জানা গিয়েছে । পুরো বিষয়টির অনুসন্ধান করে আগামী 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার হয়েছে ।

পড়ুন: উপনির্বাচনে 6 আসনের জন্যই প্রার্থী ঘোষণা তৃণমূলের, কারা টিকিট পেলেন ?

কলকাতা, 30 অক্টোবর: আগামী 13 নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে । তার আগে প্রতিটি কেন্দ্রে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

কমিশনের তথ্য অনুযায়ী...

শিতাইয়ে মোট ভোটারের সংখ্যা 3 লক্ষ 55 হাজার 65 জন । এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 58 হাজার 474 জন । মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 47 হাজার 91 জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 300টি ।

মদারিহাট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল 2 লক্ষ 20হাজার 342 জন । পুরুষ ভোটারের সংখ্য়া হল 1লক্ষ 8 হাজার 367 জন । মহিলা ভোটারের সংখ্যা হল 1 লক্ষ 11 হাজার 970 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন 5 জন । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 226টি ।

নৈহাটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 1 লক্ষ 93 হাজার 835 জন । পুরুষ ভোটার হলেন 96 হাজার 74 জন । মহিলা ভোটার হলেন 97 হাজার 753 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন 8 জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা হল 210টি ।

হাড়োয়াতে মোট ভোটারের সংখ্যা হলেন 2 লক্ষ 69 হাজার 103 জন । পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 38 হাজার 705 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 30 হাজার 393 জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন মোট 5 জন । মোট 279টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে ৷

মেদিনীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 2 লক্ষ 91 হাজার 714 জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 43 হাজার 573 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 48 হাজার 140 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন । মোট পোলিং স্টেশন হল 304টি ।

তালডাংরা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 2 লক্ষ 41 হাজার 497 জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন 1 লক্ষ 22 হাজার 509 জন । মহিলা ভোটার হলেন 1 লক্ষ 18 হাজার 988 জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশন হল 264টি ।

বিধানসভা উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বাংলার সমস্ত রাজনৈতিক দলের অন্দরে ৷ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনও ৷ নির্বাচন সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ভার্চুয়াল বৈঠক হয় । সূত্রের খবর, বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব সহকারে করাতে হবে উপনির্বাচনও । কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রকম অভিযোগ বরদাস্ত করা হবে না ৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে কয়েকটি ঘটনার প্রভাবে বেশ কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে । উপনির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টিও নজর দেওয়ার কথা বলা হয় বৈঠকে বলে খবর ।

সম্প্রতি, বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর বিরুদ্ধে চিঠি দিয়ে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস ৷ এদিনের বৈঠকে, সেই অভিযোগের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন বলেও জানা গিয়েছে । পুরো বিষয়টির অনুসন্ধান করে আগামী 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার হয়েছে ।

পড়ুন: উপনির্বাচনে 6 আসনের জন্যই প্রার্থী ঘোষণা তৃণমূলের, কারা টিকিট পেলেন ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.