ETV Bharat / state

18 বুথে ওয়েবকাস্টিং সম্ভব নয়, সমস্যায় নির্বাচন কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Web Casting Issue: প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে । যদিও নেটওয়ার্কের সমস্যা থাকায় জলপাইগুড়ির 18টি বুথে তা সম্ভব নয় ৷ ফলে সেখানে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:09 PM IST

জলপাইগুড়ি, 10 এপ্রিল: নির্বাচন কমিশনের নির্দেশ প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করতে হবে । কিন্তু এতেই সমস্যায় পড়েছে জলপাইগুড়ি জেলার নির্বাচনী দফতর । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 18টি বুথে নেটওয়ার্কের সমস্যার জন্য ওয়েবকাস্টিং কোনওভাবেই সম্ভব নয় । বুধবার রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষককে এমনটাই জানালেন জেলাশাসক শামা পারভিন ।

এদিন বিশেষ পুলিশ পর্যবেক্ষক জানিয়েছেন, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে । প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে । যে বুথে ওয়েবকাস্টিং হবে না, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে । জলপাইগুড়িতে লোকসভা ভোটের পর্যালোচনায় আসেন রাজ্যের স্পেশাল পুলিশ অবজার্ভার অনিল শর্মা । তিনি জেলাশাসক, পুলিশ সুপার ও শিলিগুড়ি পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক করেন ।

জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন জানান, আজ জলপাইগুড়িতে স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এসেছেন । তিনি বৈঠক করেছেন । এরপর আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৈঠক করবেন । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সবকিছু নিয়েই আলোচনা হয়েছে । স্পর্শকাতর বুথ ছাড়াও ইভিএম, পোলিং পার্সোনাল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর বুথ আছে 296টি ।

যার মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্য়া 198টি ।

শামা পারভিন বলেন, "প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করার নির্দেশ দিয়েছেন স্পেশাল অবজার্ভার । আমরা নেটওয়ার্ক সমস্যা নিয়েই আলোচনা করেছি । কিছু বুথ রয়েছে, যেখানে ওয়েবকাস্টিং করা যাবে না । সেখানে সিসিটিভি লাগানো হবে । আমাদের লোকসভা কেন্দ্রের 18টি বুথে নেটওয়ার্কের সমস্যা আছে । বিশেষ করে চা বাগান ও জঙ্গল এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়েবকাস্ট করা যাবে না ৷"

আরও পড়ুন:

  1. ভোটের আগে উত্তরবঙ্গের 3 জেলার সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
  2. কমিশন কিভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন
  3. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের

জলপাইগুড়ি, 10 এপ্রিল: নির্বাচন কমিশনের নির্দেশ প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করতে হবে । কিন্তু এতেই সমস্যায় পড়েছে জলপাইগুড়ি জেলার নির্বাচনী দফতর । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 18টি বুথে নেটওয়ার্কের সমস্যার জন্য ওয়েবকাস্টিং কোনওভাবেই সম্ভব নয় । বুধবার রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষককে এমনটাই জানালেন জেলাশাসক শামা পারভিন ।

এদিন বিশেষ পুলিশ পর্যবেক্ষক জানিয়েছেন, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে । প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে । যে বুথে ওয়েবকাস্টিং হবে না, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে । জলপাইগুড়িতে লোকসভা ভোটের পর্যালোচনায় আসেন রাজ্যের স্পেশাল পুলিশ অবজার্ভার অনিল শর্মা । তিনি জেলাশাসক, পুলিশ সুপার ও শিলিগুড়ি পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক করেন ।

জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন জানান, আজ জলপাইগুড়িতে স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এসেছেন । তিনি বৈঠক করেছেন । এরপর আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৈঠক করবেন । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সবকিছু নিয়েই আলোচনা হয়েছে । স্পর্শকাতর বুথ ছাড়াও ইভিএম, পোলিং পার্সোনাল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর বুথ আছে 296টি ।

যার মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্য়া 198টি ।

শামা পারভিন বলেন, "প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করার নির্দেশ দিয়েছেন স্পেশাল অবজার্ভার । আমরা নেটওয়ার্ক সমস্যা নিয়েই আলোচনা করেছি । কিছু বুথ রয়েছে, যেখানে ওয়েবকাস্টিং করা যাবে না । সেখানে সিসিটিভি লাগানো হবে । আমাদের লোকসভা কেন্দ্রের 18টি বুথে নেটওয়ার্কের সমস্যা আছে । বিশেষ করে চা বাগান ও জঙ্গল এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়েবকাস্ট করা যাবে না ৷"

আরও পড়ুন:

  1. ভোটের আগে উত্তরবঙ্গের 3 জেলার সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
  2. কমিশন কিভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন
  3. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.