কলকাতা, 21 নভেম্বর: আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা 23 নভেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এতে বঙ্গের শীতে সেভাবে প্রভাব পড়বে না বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কারণ অগ্রহায়ণে হেমন্ত তার ইনিংসে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে শীতের আগমনের পথ প্রশস্ত করছে ৷ জেট স্ট্রিমের প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা ঠান্ডা বাতাসে বঙ্গে শীতের অনুভূতি যথেষ্ট থাকবে।
বৃহস্পতিবার সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তে বাংলার ঠান্ডার তাল কাটার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস ৷ আজ যে ঘূর্ণাবর্তটি আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে 23 নভেম্বরের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ৷ তবে তার অভিমুখ তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনাই বেশি ৷ ফলে বাংলার চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন আবাহবিদরা।
আজ কুয়াশাচ্ছন্ন ভোর ছাড়া সারাটা দিন রৌদ্রজ্বল। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ 20 ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ। গত দু'দিন ধরে পতন অব্যাহত থাকলেও বুধবার যেন সেই পতনে রাশ পড়েছে ৷ বিকেলে ঠান্ডার শিরশিরানি মিললেও গত দু'দিনের তুলনায় তা যেন একটু কম। ফলে জাঁকিয়ে শীত পড়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। মোটামুটি 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আগামী 24 নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গেও।
এই মুহূর্তে বাকি জেলাগুলিতে শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে ৷ কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই 15 ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে। শান্তিনিকেতনে তাপমাত্রা 13, ঝাড়গ্রামে 18 ও বর্ধমানে তাপমাত্রা নেমেছে 15 ডিগ্রি সেলসিয়াসে। তবে আপাতত কুয়াশার হাত থেকে মুক্তি মিলবে না রাজ্যবাসীর। কুয়াশার জেরেই চলতি মাসে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি নীচে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 56 শতাংশ।
পড়ুন: শীতে আসছে নতুন অতিথি, স্বাগত জানাতে প্রস্তুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ