কলকাতা, 10 ডিসেম্বর: সোমবারের মতো মঙ্গলেও দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা ৷ শুধু দার্জিলিং নয়, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 14 ঘণ্টায়। তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু, ঘুম-সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় ৷
আজ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা 200 মিটারের নীচে থাকবে। 50 মিটারে নেমে যেতে পারে দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকবে। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৷
পশ্চিমী ঝঞ্ঝা সামান্য আগেই অতিক্রম করছে বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে। এর প্রভাবে মেঘলা আকাশ এবং গত দু'দিন বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছিল ৷ তবে আজ থেকে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 7 শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তুরে বাতাসের দাপটে জমিয়ে ঠান্ডা পড়বে ৷ ইতিমধ্যে সারাটা দিন ঠান্ডা হাওয়া বইছে ৷ সূর্য ডোবার পরে বেশ ভালোরকম শীত অনুভূত হয়েছে।
মঙ্গলবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশে থাকবে। বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। নামবে পারদ। 11 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে লাগাতার পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শনি ও রবিবার কলকাতায় 15 ডিগ্রির নীচে এবং পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রির নীচে নামতে পারে পারদ। ফলে হেমন্তের হিম পর্ব শেষ। এবার জাকিয়ে শীতের আসর।
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি নীচে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 82 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ।