ETV Bharat / state

বৃষ্টির সম্ভাবনা কমছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণে; পূর্বাভাস হাওয়া অফিসের - WB Weather Update

Bengal Weather Update: বৈশাখের তাপপ্রবাহ উধাও ৷ বৃষ্টিতে আপাতত স্বস্তি বঙ্গজীবনে ৷ এই পরিস্থিতি বেশিদিন থাকবে না ৷ ফের তাপামাত্রা বাড়বে এবং তা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে ৷ তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে না ৷

WB Weather Update
ঘূর্ণাবর্তের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 7:44 AM IST

Updated : May 15, 2024, 10:26 AM IST

আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণে (ইটিভি ভারত)

কলকাতা, 15 মে: বৃষ্টিতে সাময়িক স্বস্তির দিন ফুরতে চলেছে ৷ পারদ আপাতত স্বাভাবিকের সামান্য নীচে থাকলেও অচিরেই তা গতি বাড়াবে। 4 থেকে 5 ডিগ্রি গরম বাড়তে পারে। ফলে পারদের কাঁটা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বলা যায় জ্যৈষ্ঠের শুরু থেকেই গ্রীষ্ম পুরনো মেজাজে ফিরতে চলেছে। তবে এবার আর শুকনো গরম নয়, জ্যৈষ্ঠের আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হতে পারে বঙ্গবাসী । তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি করবে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) প্রবেশ করবে 19 মে (রবিবার) ৷ 22 মে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। 20 মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে সেই সম্ভাবনা খুবই কম । বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই সিস্টেমের গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহান্তে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।"

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার এবং আগামিকাল, বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উপরের দিকের জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-তে বৃষ্টি চলবে ৷ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পেলেও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সম্ভাবনা ক্ষীণ ৷ সাধারণত এপ্রিল ও মে মাসে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ সৃষ্টি হয় ৷ তাই ঘূর্ণাবর্তের সৃষ্টি হলেও তা স্বাভাবিক ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 88 ও 48 শতাংশ ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. পুরনো বিনিয়োগ থেকে লাভ কন্যার, আপনার ভাগ্য়ে কী আছে ?
  2. নেই বাড়ি-গাড়ি, হলফনামায় কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা জানালেন মোদি
  3. দিনক্ষণ দেখে মনোনয়ন জমা, সকাল 11টা 40 মিনিটকেই কেন বেছে নিলেন মোদি?

আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণে (ইটিভি ভারত)

কলকাতা, 15 মে: বৃষ্টিতে সাময়িক স্বস্তির দিন ফুরতে চলেছে ৷ পারদ আপাতত স্বাভাবিকের সামান্য নীচে থাকলেও অচিরেই তা গতি বাড়াবে। 4 থেকে 5 ডিগ্রি গরম বাড়তে পারে। ফলে পারদের কাঁটা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বলা যায় জ্যৈষ্ঠের শুরু থেকেই গ্রীষ্ম পুরনো মেজাজে ফিরতে চলেছে। তবে এবার আর শুকনো গরম নয়, জ্যৈষ্ঠের আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হতে পারে বঙ্গবাসী । তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি করবে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) প্রবেশ করবে 19 মে (রবিবার) ৷ 22 মে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। 20 মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে সেই সম্ভাবনা খুবই কম । বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই সিস্টেমের গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহান্তে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।"

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার এবং আগামিকাল, বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উপরের দিকের জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-তে বৃষ্টি চলবে ৷ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পেলেও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সম্ভাবনা ক্ষীণ ৷ সাধারণত এপ্রিল ও মে মাসে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ সৃষ্টি হয় ৷ তাই ঘূর্ণাবর্তের সৃষ্টি হলেও তা স্বাভাবিক ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 88 ও 48 শতাংশ ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. পুরনো বিনিয়োগ থেকে লাভ কন্যার, আপনার ভাগ্য়ে কী আছে ?
  2. নেই বাড়ি-গাড়ি, হলফনামায় কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা জানালেন মোদি
  3. দিনক্ষণ দেখে মনোনয়ন জমা, সকাল 11টা 40 মিনিটকেই কেন বেছে নিলেন মোদি?
Last Updated : May 15, 2024, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.