ETV Bharat / state

ফুঁসছে তিস্তা, বাড়ছে জলস্তর; উত্তরবঙ্গের তিন জেলায় জারি লাল সতর্কতা - North Bengal Heavy Rain Alert - NORTH BENGAL HEAVY RAIN ALERT

Alipurduar Weather: উত্তরে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ ফুঁসছে তিস্তা নদী ৷ ক্ষতিগ্রস্ত সিকিমের একাধিক এলাকা ৷ খারাপ আবহাওয়ার কারণে আটকে গিয়েছেন পর্যটকরা ৷ সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

Alipurduar Weather
ভারী বৃষ্টি উত্তরবঙ্গে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 10:39 PM IST

আলিপুরদুয়ার, 15 জুন: টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ৷ উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । ফুঁসছে ডুয়ার্সের নদীগুলি ৷ আলিপুরদুয়ারে একদিনে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে লাল সতর্কতা (ইটিভি ভারত)

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই চেপানে 161 মিলিমিটার, বারোবিশাতে 121 মিলিমিটার, হাসিমারাতে 76.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ জলপাইগুড়ির আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর ৷ শুক্রবার রাত থেকেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় অবিরাম বৃষ্টি হচ্ছে । সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

দক্ষিণবঙ্গে প্রখর রোদের কারণে তীব্র গরম বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গের জেলাগুলি লাগাতার বৃষ্টির কবলে পড়েছে । শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত তিনটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । দার্জিলিং এবং কোচবিহারেও কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

এদিকে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে কালজানী, তোর্ষা, বাসরা, রায়ডাক এবং শংকোষ নদীর জল বৃদ্ধি পাচ্ছে । তবে, এখনও পর্যন্ত নদীর জল বিপদ সীমার নীচে রয়েছে। লাগাতার বৃষ্টির কারণে আলিপুরদুয়ারে জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে । নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ।

একটানা বৃষ্টিতে ধসের জেরে বিধ্বস্ত সিকিম । অন্যদিকে তিস্তা নদীর রোষে বিপর্যস্ত কালিম্পঙের বিস্তীর্ণ এলাকা । ফের সিকিমে বৃষ্টি শুরু হয়েছে ৷ এর ফলে আরও বৃদ্ধি পেয়েছে কালিম্পংয়ে তিস্তা নদীর জলস্তর । এতেই বাড়িঘর ভেঙে ক্ষতিগ্রস্ত কালিম্পং ৷ আতঙ্কে রয়েছেন তিস্তাপারের বাসিন্দারা ।

আলিপুরদুয়ার, 15 জুন: টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ৷ উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । ফুঁসছে ডুয়ার্সের নদীগুলি ৷ আলিপুরদুয়ারে একদিনে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে লাল সতর্কতা (ইটিভি ভারত)

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই চেপানে 161 মিলিমিটার, বারোবিশাতে 121 মিলিমিটার, হাসিমারাতে 76.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ জলপাইগুড়ির আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর ৷ শুক্রবার রাত থেকেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় অবিরাম বৃষ্টি হচ্ছে । সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

দক্ষিণবঙ্গে প্রখর রোদের কারণে তীব্র গরম বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গের জেলাগুলি লাগাতার বৃষ্টির কবলে পড়েছে । শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত তিনটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । দার্জিলিং এবং কোচবিহারেও কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

এদিকে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে কালজানী, তোর্ষা, বাসরা, রায়ডাক এবং শংকোষ নদীর জল বৃদ্ধি পাচ্ছে । তবে, এখনও পর্যন্ত নদীর জল বিপদ সীমার নীচে রয়েছে। লাগাতার বৃষ্টির কারণে আলিপুরদুয়ারে জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে । নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ।

একটানা বৃষ্টিতে ধসের জেরে বিধ্বস্ত সিকিম । অন্যদিকে তিস্তা নদীর রোষে বিপর্যস্ত কালিম্পঙের বিস্তীর্ণ এলাকা । ফের সিকিমে বৃষ্টি শুরু হয়েছে ৷ এর ফলে আরও বৃদ্ধি পেয়েছে কালিম্পংয়ে তিস্তা নদীর জলস্তর । এতেই বাড়িঘর ভেঙে ক্ষতিগ্রস্ত কালিম্পং ৷ আতঙ্কে রয়েছেন তিস্তাপারের বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.