ETV Bharat / state

জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রাজ্যে গত লোকসভা, এমনকী বিধানসভা নির্বাচনেও বামদল কোনও চিহ্ন রাখতে পারেনি ৷ এবার আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিএম ৷ রইল তাঁর সম্পত্তির হিসেবনিকেশ ৷

ETV Bharat
বামপ্রার্থী দেবরাজ বর্মনের সম্পত্তির হিসেব
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 11:42 AM IST

জলপাইগুড়ি, 4 এপ্রিল: রাজ্যে লাল রং খুঁজে পাওয়া দায়! এদিকে দলের প্রার্থীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দেবরাজ বর্মনকে প্রার্থী করেছে সিপিএম ৷ জানেন কি এই বামপ্রার্থীর কত সম্পত্তি ?

কোটিপতি পরিবারের ছেলে দেবরাজ এবার জলপাইগুড়িতে প্রার্থী হয়েছে ৷ তাঁর সম্পত্তি ওই কেন্দ্রের বিরোধী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ও বিজেপির জয়ন্ত রায়কে প্রায় টেক্কা দিচ্ছে, বলাই যায় ৷ উত্তরবঙ্গের এই কেন্দ্রে প্রধানত ত্রিমুখী লড়াই হবে ৷ একদিকে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ৷ তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন ৷ আরেকদিকে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় ৷ এই কেন্দ্রে ভোট আগামী 19 এপ্রিল ৷ বুধবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন ৷

বামপ্রার্থী দেবরাজ বর্মন এই প্রথম ভোট তথা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির বিস্তারিত হিসেবনিকেশ জমা করেছেন ৷ দেবরাজ বর্মন পেশায় একজন হাইস্কুল শিক্ষক ৷ অন্যদিকে তাঁর স্ত্রী শ্রীলেখা বিষ্ণু প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ দেবরাজের নামে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দু'টি মামলা রয়েছে ৷

  • 2024 সালে বামপ্রার্থী দেবরাজ বর্মনের সম্পত্তি
    হলফনামা অনুযায়ী দেবরাজ বর্মনের নগদ 35 হাজার টাকা আছে ৷
    স্ত্রীর কাছে আছে 15 হাজার টাকা ৷
    দেবরাজের বাবার কাছে 40 হাজার টাকা ৷
  • দেবরাজের অস্থাবর সম্পত্তির পরিমাণ
    দেবরাজের হাতে: ব্যাংক, বিমা, বন্ড, বাইক মিলিয়ে 43 লক্ষ 9 হাজার 348 টাকা ৷
    স্ত্রী শ্রীলেখা বিষ্ণুর নামে ব্যাংক, বিমা, সোনা মিলিয়ে প্রায় 23 লক্ষ 20 হাজার 768 টাকা গচ্ছিত রয়েছে ৷
    দেবরাজের বাবা দীনেশচন্দ্র বর্মনের নামে 2 কোটি 63 লক্ষ 59 হাজার 352 টাকার সম্পত্তি রয়েছে ৷
  • স্থাবর সম্পত্তি
    দেবরাজের নামে কিছু নেই
    স্ত্রীর নামেও কোনও স্থাবর সম্পত্তি নেই
    বাবা দীনেশ বর্মনের নামে বসত বাড়ি আছে ৷ যার মূল্য প্রায় 60 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:

  1. নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা
  2. 'বহরমপুরে অধীর তৃতীয় স্থানে থাকবে', কংগ্রেস-গড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ শুভেন্দুর
  3. 'বিজেপিতে যাননিবলেই জেল খাটছেন অনুব্রত', কেষ্টগড়ে নিশানা অভিষেকের

জলপাইগুড়ি, 4 এপ্রিল: রাজ্যে লাল রং খুঁজে পাওয়া দায়! এদিকে দলের প্রার্থীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দেবরাজ বর্মনকে প্রার্থী করেছে সিপিএম ৷ জানেন কি এই বামপ্রার্থীর কত সম্পত্তি ?

কোটিপতি পরিবারের ছেলে দেবরাজ এবার জলপাইগুড়িতে প্রার্থী হয়েছে ৷ তাঁর সম্পত্তি ওই কেন্দ্রের বিরোধী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ও বিজেপির জয়ন্ত রায়কে প্রায় টেক্কা দিচ্ছে, বলাই যায় ৷ উত্তরবঙ্গের এই কেন্দ্রে প্রধানত ত্রিমুখী লড়াই হবে ৷ একদিকে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ৷ তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন ৷ আরেকদিকে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় ৷ এই কেন্দ্রে ভোট আগামী 19 এপ্রিল ৷ বুধবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন ৷

বামপ্রার্থী দেবরাজ বর্মন এই প্রথম ভোট তথা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির বিস্তারিত হিসেবনিকেশ জমা করেছেন ৷ দেবরাজ বর্মন পেশায় একজন হাইস্কুল শিক্ষক ৷ অন্যদিকে তাঁর স্ত্রী শ্রীলেখা বিষ্ণু প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ দেবরাজের নামে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দু'টি মামলা রয়েছে ৷

  • 2024 সালে বামপ্রার্থী দেবরাজ বর্মনের সম্পত্তি
    হলফনামা অনুযায়ী দেবরাজ বর্মনের নগদ 35 হাজার টাকা আছে ৷
    স্ত্রীর কাছে আছে 15 হাজার টাকা ৷
    দেবরাজের বাবার কাছে 40 হাজার টাকা ৷
  • দেবরাজের অস্থাবর সম্পত্তির পরিমাণ
    দেবরাজের হাতে: ব্যাংক, বিমা, বন্ড, বাইক মিলিয়ে 43 লক্ষ 9 হাজার 348 টাকা ৷
    স্ত্রী শ্রীলেখা বিষ্ণুর নামে ব্যাংক, বিমা, সোনা মিলিয়ে প্রায় 23 লক্ষ 20 হাজার 768 টাকা গচ্ছিত রয়েছে ৷
    দেবরাজের বাবা দীনেশচন্দ্র বর্মনের নামে 2 কোটি 63 লক্ষ 59 হাজার 352 টাকার সম্পত্তি রয়েছে ৷
  • স্থাবর সম্পত্তি
    দেবরাজের নামে কিছু নেই
    স্ত্রীর নামেও কোনও স্থাবর সম্পত্তি নেই
    বাবা দীনেশ বর্মনের নামে বসত বাড়ি আছে ৷ যার মূল্য প্রায় 60 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:

  1. নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা
  2. 'বহরমপুরে অধীর তৃতীয় স্থানে থাকবে', কংগ্রেস-গড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ শুভেন্দুর
  3. 'বিজেপিতে যাননিবলেই জেল খাটছেন অনুব্রত', কেষ্টগড়ে নিশানা অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.