ETV Bharat / state

রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল পরীক্ষা, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের - WB HS Exam Rule

WBCHSE Imposed New Rule of HS Exam: পরীক্ষার্থীর উত্তরে পর্যবেক্ষক যদি খুশি না-হন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে ৷ জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে ৷

WBCHSE on WB HS Exam
রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল উচ্চমাধ্যমিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 9:17 PM IST

কলকাতা, 31 অগস্ট: রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল হবে পরীক্ষা ৷ এমন নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পাশাপাশি আরও বেশ কিছু নিয়মের কথা জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে । শনিবার এই বিষয়ক 25 দফার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে ৷

WBCHSE on WB HS Exam
উচ্চমাধ্যমিক নিয়ে নির্দেশিকা শিক্ষা সংসদের (ইটিভি ভারত)

তবে শুধু রাজনৈতিক স্লোগান নয়, এর সঙ্গে উত্তরপত্রে যদি কোনও চিরকুট বা টাকার নোট থাকে, সেক্ষেত্রেও বাতিল হবে উত্তরপত্র ৷ মাঝেমধ্যেই দেখা যায়, উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকের উত্তরপত্রে বিভিন্ন জিনিস জুড়ে দেন পরীক্ষার্থীরা । পর্যবেক্ষকের উদ্দেশ্যে বেশ কিছু কথাও লিখে দেন তাXরা । অনেক সময় আপত্তিকর বিভিন্ন কথাও লেখা থাকে উত্তরপত্রে । সেই সমস্ত কিছু লেখা থাকলে বাতিল করে দেওয়া হবে উত্তরপত্র ৷ এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এখানে নতুন কোনও নিয়ম যুক্ত করা হয়নি ৷ 2006 সাল থেকে এই নিয়ম জারি হয়েছে ৷ এই বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হল । তাই আবারও সেই পুরনো নিয়মটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক ।’’


তবে শুধুমাত্র উত্তরপত্রে ভুল লেখা নয় । যদি পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীকে সাহায্য করতে দেখা যায়, তাহলেও দু’জনের পরীক্ষা বাতিল করা হবে । তার সঙ্গে কেউ যদি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখে, তার পরীক্ষা বাতিল হবে । উত্তরপত্র পরীক্ষার হল থেকে নিয়ে বেরিয়ে গেলেও পরীক্ষা বাতিল হবে । তার সঙ্গে যদি পরীক্ষার্থীর উত্তরের পর্যবেক্ষক খুশি না হন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রসঙ্গত, এ’বছর একাদশ শ্রেণি থেকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি । এবারেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা । 3 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 18 মার্চ । পরের বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও শুরু হবে সেমিস্টার পদ্ধতি । সেই কারণেই পুরনো এই নিয়মগুলোকে আরও একবার স্মরণ করাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

কলকাতা, 31 অগস্ট: রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল হবে পরীক্ষা ৷ এমন নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পাশাপাশি আরও বেশ কিছু নিয়মের কথা জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে । শনিবার এই বিষয়ক 25 দফার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে ৷

WBCHSE on WB HS Exam
উচ্চমাধ্যমিক নিয়ে নির্দেশিকা শিক্ষা সংসদের (ইটিভি ভারত)

তবে শুধু রাজনৈতিক স্লোগান নয়, এর সঙ্গে উত্তরপত্রে যদি কোনও চিরকুট বা টাকার নোট থাকে, সেক্ষেত্রেও বাতিল হবে উত্তরপত্র ৷ মাঝেমধ্যেই দেখা যায়, উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকের উত্তরপত্রে বিভিন্ন জিনিস জুড়ে দেন পরীক্ষার্থীরা । পর্যবেক্ষকের উদ্দেশ্যে বেশ কিছু কথাও লিখে দেন তাXরা । অনেক সময় আপত্তিকর বিভিন্ন কথাও লেখা থাকে উত্তরপত্রে । সেই সমস্ত কিছু লেখা থাকলে বাতিল করে দেওয়া হবে উত্তরপত্র ৷ এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এখানে নতুন কোনও নিয়ম যুক্ত করা হয়নি ৷ 2006 সাল থেকে এই নিয়ম জারি হয়েছে ৷ এই বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হল । তাই আবারও সেই পুরনো নিয়মটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক ।’’


তবে শুধুমাত্র উত্তরপত্রে ভুল লেখা নয় । যদি পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীকে সাহায্য করতে দেখা যায়, তাহলেও দু’জনের পরীক্ষা বাতিল করা হবে । তার সঙ্গে কেউ যদি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখে, তার পরীক্ষা বাতিল হবে । উত্তরপত্র পরীক্ষার হল থেকে নিয়ে বেরিয়ে গেলেও পরীক্ষা বাতিল হবে । তার সঙ্গে যদি পরীক্ষার্থীর উত্তরের পর্যবেক্ষক খুশি না হন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রসঙ্গত, এ’বছর একাদশ শ্রেণি থেকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি । এবারেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা । 3 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 18 মার্চ । পরের বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও শুরু হবে সেমিস্টার পদ্ধতি । সেই কারণেই পুরনো এই নিয়মগুলোকে আরও একবার স্মরণ করাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.