কলকাতা, 10 জুলাই: বেগুন থেকে উচ্ছে সেঞ্চুরি হাঁকিয়েছে। আলু, পেঁয়াজের দামও উর্ধ্বমুখী। এর জেরে ভোট পরবর্তী সময়ে কাঁচা আনাজের বাজার সাধারণের হাতের বাইরে। সেই দামে লাগাম দিতেই নবান্নে গত মঙ্গলবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে সবজির দাম ৷ এমনই কড়া নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে।
সেই নির্দেশের পরেই বুধবার সকাল থেকে ময়দানে নেমে পড়ে নবান্নের তৈরি টাস্ক ফোর্স ৷ কলকাতার বিভিন্ন বাজারে ঘোরেন তারা। এ দিন সকালে কাঁকুরগাছির ভিআইপি মার্কেটের অভিযান চালায় টাস্ক ফোর্সের দল। সঙ্গে ছিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কলকাতা পুরনিগমের বাজার বিভাগের প্রতিনিধিরাও ।
এই অভিযানের নেতৃত্বে রয়েছেন টাস্ক ফোর্স কর্তা রবীন্দ্রনাথ কোলে। তিনি বাজারের ঢুকে খুচরো বিক্রেতাদের কাছ থেকে সবজির দাম জানতে চান । কেন এত চড়া দাম তাও জানার চেষ্টা করেন। একইভাবে জোর দেন আলু ও পেঁয়াজের দামের উপর। তিনি বিক্রেতাদের বেশি লাভ না-রাখার বার্তাও দেন । যাতে সাধারণ মানুষকে দামের জেরে সমস্যায় না-পড়তে হয় ।
যদিও ব্যবসায়ীদের কথায়,"বেশি দামে সবজি কিনতে হচ্ছে ৷ তাই লাভের মুখ দেখতে বেশি দামেই সেগুলি বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা । কম দামে সবজি কিনলে কম দামেই বিক্রি করব। আমাদের তো করার কিছুই নেই ।"
রবীন্দ্রনাথ কোলে বলেন, "আমরা কলকাতার বিভিন্ন বাজারে ঘুরছি । কোথায় কত দামে কোন সবজি বিক্রি হচ্ছে তা জানছি । ব্যবসায়ীদের সতর্ক করছি ৷ যাতে কেউ বাড়তি দামে সবজি বিক্রি না-করে বা অতিরিক্ত মুনাফা না রাখে । এরপর পাইকারি বাজার গিয়ে সবজির দর জানব। পাইকারি ও এমনি বাজারের দর তুলনা করে দাম নিয়ন্ত্রণে যা যা পদক্ষেপ নেওয়ার সেইগুলো নেব । আমরা ব্যবসায়ীদের 48 ঘণ্টা সময় দিচ্ছি দাম কমানোর জন্য । আসা করছি লাগাতার অভিযানের জেরে মুখ্যমন্ত্রীর কথা মতো 10 দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে বাজারদর ।"
আজকের বাজার দর:
- বেগুন কেজি 100-120 টাকা প্রতি কেজি
- পটল 50-60 টাকা কেজি
- শশা 60- 70 টাকা কেজি
- ক্যাপসিকাম 120-130 টাকা কেজি
- বিন্স 140-150 টাকা কেজি
- উচ্ছে 80-90 টাকা কেজি
- ঝিঙে 70-80 টাকা কেজি
- কাঁকরোল 60-70 টাকা কেজি
- ঢেঁড়স 70-80 টাকা কেজি
- কাঁচালঙ্কা 120-140 টাকা কেজি
- একটি লাউয়ের দাম 40 টাকা
- একটি ফুলকপির দাম 80 টাকা
- বরবটি 70-80 টাকা কেজি
- টমেটো 80-90 টাকা কেজি
- জ্যোতি আলু 35 টাকা কেজি
- চন্দ্রমুখী আলু 40 টাকা
- পেঁয়াজ 50 টাকা কেজি