কলকাতা, 22 মার্চ: দীর্ঘ প্রতীক্ষার পর মুখে হাসি ফুটলেও দীর্ঘস্থায়ী হল না সেই স্বস্তি। ফের চিন্তায় চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও স্থগিতাদেশ পড়ল পরীক্ষায় । আগামী 2 এপ্রিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি হওয়ার কথা ছিল । কিন্তু সেদিন ইন্টারভিউ আদৌ নেওয়া সম্ভব কি না, তা নিয়েই এবার প্রশ্ন উঠে গিয়েছে । ফলে আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত কমিশনের ।
কেন শেষ মুহূর্তে হঠাৎ ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল ? কারণ হিসেবে জানা গিয়েছে, আগামী 19 এপ্রিল থেকে সাত দফার লোকসভা ভোট শুরু হচ্ছে । তাই ভোটের মরশুমে আদৌ চাকরির ইন্টারভিউ নেওয়া যায় কি না, তা নিয়েই ধোঁয়াশায় কমিশন । এই ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন । সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি ইতিবাচক কোনও জবাব পাওয়া যায়, তবেই ভোট চলাকালীন পার্সোনালিটি টেস্ট নেবে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ । আর নইলে আপাতত সমস্ত প্রক্রিয়া বন্ধ রাখার কথাই ভাবছে কমিশন।
প্রায় 1 বছর পর নিজেদের করা লড়াইয়ের অবসান ঘটতে চলেছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের । কিন্তু আদর্শ আচরণবিধি কার্যকর থাকার কারণে আপাতত সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল । নতুন করে কবে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি স্কুল সার্ভিস কমিশনের থেকে । সবমিলিয়ে নির্বাচনের কারণে আপাতত নিয়োগ প্রক্রিয়া বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।
আরও পড়ুন :