ETV Bharat / state

দুর্গাপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য! খুন নাকি অন্য কিছু? - unusual death of youth - UNUSUAL DEATH OF YOUTH

MYSTERIOUS DEATH OF YOUTH: দুর্গাপুরে যুবকের রহস্য মুত্যু ঘিরে চাঞ্চল্য ৷ নেপথ্যে অপরাধমূলক কাজ নাকি অন্য কোনও বিষয়, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

DEATH
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 11:06 PM IST

দুর্গাপুর, 15 মে: যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দুর্গাপুর থানা এলাকার আরতী গ্রাম এলাকা। দুর্গাপুর থানায় কয়েকশো লোক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মৃত যুবক শেখ বাহাদুরের দাদা শেখ শের আলী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শের আলী জানান, "আমার ভাইয়ের দুর্ঘটনা হয়েছে বলে ফোনে জানায় আমাদের গ্রামের বাসিন্দার বন্ধু শেখ আশরাফুল। আমরা এসে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত। তা দেখে আমাদের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে। পুলিশের কাছে আমরা উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছি। বৃহস্পতিবার ভাইয়ের দেহ ময়নাতদন্ত হবে।"

জানা গিয়েছে, ফরিদপুর থানা এলাকার বাসিন্দা শেখ বাহাদুর (28) দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন বিজুপাড়া এলাকায় নেতাজি সুভাষ রোডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর পুলিশ ৷ দ্রুত যুবককে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ ৷ কীভাবে মৃত্যু হল শেখ বাহাদুরের? প্রশ্ন তুলেছে পরিবার ৷

পরিবারের তরফে জানা গিয়েছে, একজন বন্ধু আরতী গ্রামের বাসিন্দা শেখ আশরাফুল ফোনে জানায় শেখ বাহাদুরের দুর্ঘটনা হয়েছে। এই কথা বলার পরেই আশরাফুলের মোবাইল বন্ধ পাওয়া যায় ৷ কিন্তু কে সেই শেখ আশরাফুল? জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই আশরাফুল। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, হয়তো অপরাধমূলক কোনও কাজকর্ম করতে গিয়ে জনগণের তাড়া খেয়ে পালাতে গিয়েছিল শেখ বাহাদুর ৷ গাড়ি থেকে লাফিয়েই হয়তো কোনওভাবে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে শেখ বাহাদুরের ।

যদিও পরিবারের দাবি, যুবকের মাথার পিছনে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে ৷ নাক, মুখ দিয়ে রক্ত বেরোতেও দেখা গিয়েছে। অন্যদিকে যে টাটা এসি গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেই গাড়িটির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ বাহাদুরের সঙ্গে আর কে বা কারা ছিল, তার তদন্ত শুরু হয়েছে। বাহাদুর কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল নাকি অন্য কোনও কারণে খুন, সেই সত্য সামনে আনার দাবি তুলেছে পরিবার ৷

আরও পড়ুন

1. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15

2. 18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক

3. শান্তিনিকেতনে সরকারি রাঙাবিতান আবাসনের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুর, 15 মে: যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দুর্গাপুর থানা এলাকার আরতী গ্রাম এলাকা। দুর্গাপুর থানায় কয়েকশো লোক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মৃত যুবক শেখ বাহাদুরের দাদা শেখ শের আলী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শের আলী জানান, "আমার ভাইয়ের দুর্ঘটনা হয়েছে বলে ফোনে জানায় আমাদের গ্রামের বাসিন্দার বন্ধু শেখ আশরাফুল। আমরা এসে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত। তা দেখে আমাদের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে। পুলিশের কাছে আমরা উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছি। বৃহস্পতিবার ভাইয়ের দেহ ময়নাতদন্ত হবে।"

জানা গিয়েছে, ফরিদপুর থানা এলাকার বাসিন্দা শেখ বাহাদুর (28) দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন বিজুপাড়া এলাকায় নেতাজি সুভাষ রোডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর পুলিশ ৷ দ্রুত যুবককে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ ৷ কীভাবে মৃত্যু হল শেখ বাহাদুরের? প্রশ্ন তুলেছে পরিবার ৷

পরিবারের তরফে জানা গিয়েছে, একজন বন্ধু আরতী গ্রামের বাসিন্দা শেখ আশরাফুল ফোনে জানায় শেখ বাহাদুরের দুর্ঘটনা হয়েছে। এই কথা বলার পরেই আশরাফুলের মোবাইল বন্ধ পাওয়া যায় ৷ কিন্তু কে সেই শেখ আশরাফুল? জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই আশরাফুল। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, হয়তো অপরাধমূলক কোনও কাজকর্ম করতে গিয়ে জনগণের তাড়া খেয়ে পালাতে গিয়েছিল শেখ বাহাদুর ৷ গাড়ি থেকে লাফিয়েই হয়তো কোনওভাবে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে শেখ বাহাদুরের ।

যদিও পরিবারের দাবি, যুবকের মাথার পিছনে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে ৷ নাক, মুখ দিয়ে রক্ত বেরোতেও দেখা গিয়েছে। অন্যদিকে যে টাটা এসি গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেই গাড়িটির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ বাহাদুরের সঙ্গে আর কে বা কারা ছিল, তার তদন্ত শুরু হয়েছে। বাহাদুর কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল নাকি অন্য কোনও কারণে খুন, সেই সত্য সামনে আনার দাবি তুলেছে পরিবার ৷

আরও পড়ুন

1. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15

2. 18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক

3. শান্তিনিকেতনে সরকারি রাঙাবিতান আবাসনের কাছে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.