কোচবিহার, 23 মার্চ: কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা কী ? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত জানেন ? কতগুলো মামলা রয়েছে নিশীথের বিরুদ্ধে ? সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক হলফনামা জমা দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তিনি পেশা হিসেবে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, তাও কমিশনকে জানিয়েছেন নিশীথ। 2001 সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন। কোচবিহার জেলার দিনহাটার ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে তিনি মাধ্যমিক পাশ করেন বলেও জানিয়েছেন নিশীথ।
হলফনামায় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমান 49 লক্ষ 22 হাজার 289 টাকা।তাঁর স্ত্রী'য়ের গচ্ছিত অর্থের পরিমাণ 10 লক্ষ 90 হাজার 410 টাকা। নিশীথ প্রামাণিকের কলকাতায় বাড়ি, নিজের নামে জমি-সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ 43 লক্ষ টাকা। স্ত্রী প্রিয়াঙ্কা প্রামাণিক (দাস)-এর অস্থাবর সম্পত্তির পরিমাণ 2 লক্ষ টাকা। একইসঙ্গে, তিনি হলফনামায় জানিয়েছেন তাঁর হাতে রয়েছে 40 হাজার 150 টাকা। কোচবিহারের তাঁর নামে ছ'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলেও জানিয়েছেন নিশীথ। তাঁর কাছে দু লক্ষ 97 হাজার অর্থমূল্যের সোনার গয়না রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীয়ের 118.54 গ্রাম সোনা অর্থাৎ পাঁচ লক্ষ 70 হাজার টাকা মূল্যের সোনা রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মোট 14 টি মামলা রয়েছে। কোচবিহার জেলার কোতয়ালি থানায় একটি, দিনহাটা থানায় আটটি, মাথাভাঙা থানায় একটি, আলিপুরদুয়ার থানায় দু'টি মামলা রয়েছে। নিশীথের বিরুদ্ধে ডাকাতি, সরকারি কাজে বাধাদান, বেআইনি অস্ত্র, ধারালো অস্ত্র রাখা, দাঙ্গা বাঁধানো, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র করা, অবৈধ জমায়েত, চুরি করা সামগ্রী কেনা-সহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলেও জানিয়েছেন নিশীথ ৷
আরও পড়ুন: