ETV Bharat / state

সন্দেশখালির মানুষের পাশে গোটা দেশ, রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে: কিরেন রিজিজু - Kiren Rijiju

Kiren Rijiju: সন্দেশখালির মানুষের পাশে গোটা দেশ রয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ ডায়মন্ড হারবার বিজেপির চা-চক্রে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 9:19 AM IST

বিজেপির দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

ডায়মন্ড হারবার, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির ইস্য়ুতে তোলপাড় রাজ্যরাজনীতি ৷ এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু । লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের সরিষা এলাকায় বিজেপির দলীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু।

চা-চক্রের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজিজু বলেন, "সন্দেশখালিতে মানবতার বিরুদ্ধে অত্যাচার হয়েছে ৷ সেই অত্যাচার এখন পশ্চিমবঙ্গের ইস্যু নয়, গোটা ভারতবর্ষের ইস্যু। এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়। যদি সন্দেশখালিতে বিরোধীদের যেতে বাধা দিচ্ছে । রাজ্য সরকার ভুল কাজ করছে ৷ আগামিদিনেও ভুল কাজ করতে চলেছে।" সন্দেশখালির ঘটনায় মানুষ জেগে উঠেছে ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহান যা করেছে, কোনও আইন এদেরকে বাঁচাতে পারবে না। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের বাঁচাচ্ছে। অপরাধীদের বাঁচানো, অপরাধের সমান। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ৷ যা রাজ্যের জন্য খুবই চিন্তার বিষয়। মহিলাদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে । যে সকল ঘটনা সামনে আসছে, তা মানবতাকে লজ্জিত করছে। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ডহারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে জিতবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী ৷ লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হবে, যার সমাপ্ত হবে 2026 বিধানসভা নির্বাচনে। এদিন চা চক্রের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার কেন্দ্রের বঞ্চনার কথা বলছে ৷ কিন্তু কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয় করে বলছে টাকা পাঠানো হচ্ছে না ৷ ধর্ষণ ও খুনের জন্য যে ফাস্টট্রাক কোর্ট হওয়া দরকার, তা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি । প্রাক্তন আইনমন্ত্রী হিসেবে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এই বিষয় চিঠি দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি ।

আরও পড়ুন:

  1. গাড়িতে ধাক্কা ট্রাকের, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
  2. শহিদ মিনারের মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের
  3. দেশের সম্মানহানি করছেন রাহুল, সংসদে নিন্দায় সরব রিজিজু

বিজেপির দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

ডায়মন্ড হারবার, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির ইস্য়ুতে তোলপাড় রাজ্যরাজনীতি ৷ এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু । লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের সরিষা এলাকায় বিজেপির দলীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু।

চা-চক্রের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজিজু বলেন, "সন্দেশখালিতে মানবতার বিরুদ্ধে অত্যাচার হয়েছে ৷ সেই অত্যাচার এখন পশ্চিমবঙ্গের ইস্যু নয়, গোটা ভারতবর্ষের ইস্যু। এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়। যদি সন্দেশখালিতে বিরোধীদের যেতে বাধা দিচ্ছে । রাজ্য সরকার ভুল কাজ করছে ৷ আগামিদিনেও ভুল কাজ করতে চলেছে।" সন্দেশখালির ঘটনায় মানুষ জেগে উঠেছে ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহান যা করেছে, কোনও আইন এদেরকে বাঁচাতে পারবে না। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের বাঁচাচ্ছে। অপরাধীদের বাঁচানো, অপরাধের সমান। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ৷ যা রাজ্যের জন্য খুবই চিন্তার বিষয়। মহিলাদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে । যে সকল ঘটনা সামনে আসছে, তা মানবতাকে লজ্জিত করছে। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ডহারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে জিতবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী ৷ লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হবে, যার সমাপ্ত হবে 2026 বিধানসভা নির্বাচনে। এদিন চা চক্রের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার কেন্দ্রের বঞ্চনার কথা বলছে ৷ কিন্তু কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয় করে বলছে টাকা পাঠানো হচ্ছে না ৷ ধর্ষণ ও খুনের জন্য যে ফাস্টট্রাক কোর্ট হওয়া দরকার, তা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি । প্রাক্তন আইনমন্ত্রী হিসেবে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এই বিষয় চিঠি দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি ।

আরও পড়ুন:

  1. গাড়িতে ধাক্কা ট্রাকের, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
  2. শহিদ মিনারের মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের
  3. দেশের সম্মানহানি করছেন রাহুল, সংসদে নিন্দায় সরব রিজিজু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.