পূর্বস্থলী, 19 অগস্ট: গঙ্গায় টিউব বাঁধা অবস্থায় ভেসে আসা এক বয়স্ক ব্যক্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার ৷ ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর নসরতপুরের জালুইডাঙা এলাকায় । খবর পেয়ে এদিন ভেসে আসা ব্যক্তিকে উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ । ওই ব্যক্তির চেহারা দেখে তাকে বিদেশি সন্ন্যাসী বলে মনে করছে পুলিশ । যদিও পরিচয় জানা যায়নি এখনও । তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্বস্থলী 1 ব্লকের নসরতপুর পঞ্চায়েতের জালুইডাঙা এলাকায় গঙ্গানদীতে নদীয়ার মায়াপুরের দিক থেকে একটা টিউব ভেসে আসে । সেই টিউবে বাঁধা অবস্থায় ছিল এক বয়স্ক ব্যক্তি । তাকে দেখে পুলিশের অনুমান তিনি ভারতীয় নন । খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে । দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান তিনি কোনও সন্ন্যাসী হতে পারেন । নদীর ওপারেই মায়াপুর । সেখানে বিদেশি সন্ন্যাসীদের ভিড় লেগেই থাকে ৷ কিন্তু কীভাবে কোথা থেকে দেহটি ভেসে এল তা জানতে পুলিশ সব জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করেছে ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বানেশ্বর হালদার বলেন, "মায়াপুরের দিক থেকে গঙ্গানদীতে এক ব্যক্তি ভেসে আসেন । তাকে দেখে সন্ন্যাসী বলে মনে হচ্ছে । উনি একটা টিউবের উপরে বাঁধা অবস্থায় ছিলেন । তার শরীরে কাটা চিহ্ন আছে । পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । কীভাবে এখানে ভেসে এল তা জানা নেই ৷"