মালদা, 30 জুন: পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু 2 শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও 2 জন ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের পুরাটুলি এলাকায় ৷ ঘটনায় আহত এক শ্রমিক মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাটুলি এলাকায় একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল ৷ রবিবার সকালে মীর চক এলাকা থেকে কয়েকজন শ্রমিক সেখানে কাজে গিয়েছিলেন ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ পুরনো বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে ৷ দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন দুই শ্রমিক ৷ অল্পবিস্তর আহত হন আরও দু'জন ৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা ৷ তারাই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল ৷
গুরুতর আহত অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ এখনও মৃত দুই শ্রমিকের পরিচয় জানা যায়নি ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ৷ এই দুর্ঘটনা নিয়ে এক শ্রমিক শুভ চৌধুরী বলেন, "আমরা পাঁচিল ভাঙার কাজ করছিলাম ৷ হঠাৎ, পাঁচিলটা পড়ে গিয়ে আমাদের দুই কর্মীর গুরুতর চোট লাগে ৷ আমাদেরও খানিক চোট লেগেছে ৷"
এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন, "পুরাটুলি এলাকার একটি বাড়ি ভাঙার কাজ চলছিল ৷ সেই সময় পাঁচিল ভেঙে বা উলটে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল ও পুলিশে খবর দেওয়া হয় ৷ স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান ৷ মৃতদেহ দু’টি মালদা মেডিক্যালে রাখা হয়েছে ৷ বিষয়টি পুরসভাতেও জানানো হয়েছে ৷"
বাড়ির মালিক ইন্দ্রজিৎ সিং বলেন, "গত 25 দিন ধরে বাড়ি সংস্কারে কাজ চলছিল ৷ রাজমিস্ত্রি আজ সকালে মীর চক এলাকা থেকে দু'জন শ্রমিক নিয়ে এসেছিলেন ৷ সকাল থেকে তাদের কাজে লাগানো হয়েছিল ৷ সাইট থেকে একটি দেওয়াল পড়ে দুই শ্রমিক চাপা পড়ে যান ৷"