ETV Bharat / state

বীরভূমে 'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম - Tribal Women Killed - TRIBAL WOMEN KILLED

Birbhum Women Beaten to Death: বীরভূমে 'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনায় আতঙ্কিত ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামের বাসিন্দারা ৷

Birbhum Women Beaten to Death
দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 12:00 PM IST

ময়ূরেশ্বর, 14 সেপ্টেম্বর: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বর্বরতার নিদর্শন ! ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ৷ ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তাঁদের দড়ি দিয়ে বেধে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ৷ তারপর দু'জনকেই গ্রামের সেচ সংলগ্ন নালার জলে ভাসিয়ে দেওয়া হয় ৷ বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে ৷ এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় রাতভর টহলদারি চালায় পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে মৃতার মেয়ে বলেন, "মাকে গ্রামের কিছু যুবক ডেকে নিয়ে যান । তারপর লাঠি দিয়ে মারতে শুরু করেন । আমাদের কিছু বলা হয়নি । সকালে খবর পাই মায়ের দেহ জলে পড়ে রয়েছে ৷" তিনি আরও বলেন, "অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন ৷ যাতে ওরা আর কিছু না করতে পারে ৷" সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর সাজার দাবিও করেন তিনি ৷ বর্বেরোচিত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তে নেমে ঘটনার একটি ভিডিয়ো হাতে পেয়েছে পুলিশ ৷ সেই ভিডিয়ো দেখেই দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

বিশেষ দ্রষ্টব্য: গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও ৷

ময়ূরেশ্বর, 14 সেপ্টেম্বর: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বর্বরতার নিদর্শন ! ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ৷ ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তাঁদের দড়ি দিয়ে বেধে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ৷ তারপর দু'জনকেই গ্রামের সেচ সংলগ্ন নালার জলে ভাসিয়ে দেওয়া হয় ৷ বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে ৷ এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় রাতভর টহলদারি চালায় পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে মৃতার মেয়ে বলেন, "মাকে গ্রামের কিছু যুবক ডেকে নিয়ে যান । তারপর লাঠি দিয়ে মারতে শুরু করেন । আমাদের কিছু বলা হয়নি । সকালে খবর পাই মায়ের দেহ জলে পড়ে রয়েছে ৷" তিনি আরও বলেন, "অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন ৷ যাতে ওরা আর কিছু না করতে পারে ৷" সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর সাজার দাবিও করেন তিনি ৷ বর্বেরোচিত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তে নেমে ঘটনার একটি ভিডিয়ো হাতে পেয়েছে পুলিশ ৷ সেই ভিডিয়ো দেখেই দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

বিশেষ দ্রষ্টব্য: গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.