রায়গঞ্জ, 10 ফেব্রুয়ারি: জোড়া রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে । নিহত দুই ব্যক্তির একজনের নাম তপন দে (54) ৷ অপরজনের নাম মিন্টু সরকার ওরফে বাপি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ায়। তপনের বাড়ি ওই এলাকাতেই ৷ তবে মিন্টুর বাড়ি হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় । তপন ও মিন্টু দু'জনেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে । রায়গঞ্জ থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহগুলি । এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা বলেন, "রায়গঞ্জের 13 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে দু'জনের দেহ উদ্ধার হয়েছে । ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু চলছে ।"
স্থানীয় সূত্রে খবর, নিউ উকিলপাড়ার বাসিন্দা তপন দে তাঁর মেয়ে তানিয়ার সঙ্গে থাকতেন । স্ত্রী সুলেখা দে দু'বছর আগে তপনকে ছেড়ে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। শনিবারে তপনের বন্ধু রতন তাঁর বাড়িতে আসেন । সে সময় তপনের সঙ্গেই ছিলেন মিন্টু সরকার । কিছুক্ষণ পরে রতন সরকারকে বাড়ি থেকে বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তপনের বাড়িতে ঢোকেন তাঁরা ৷ দেখেন, তপন ও মিন্টুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । কিছুক্ষণের পরে সেখানে আসেন রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপাও। এই ঘটনায় রতনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
মৃত তপনের বউদি মিলি দে বলেন, "তপনের বন্ধু রতনকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম । বাড়িতে ঢোকার সময় রতন আমার সঙ্গে কথাও বলে । এরপরে আমি আমার কাজ করতে টলে যাই । তারপরে এই কাণ্ড ঘটল ৷ তপন ও আরেকজননের দেহ উদ্ধার হয়েছে ৷ রতনই খুন করেছে বলে মনে হচ্ছে । তপনের বন্ধু রতনের উপযুক্ত শান্তির দাবি জানাচ্ছি ।"
অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার কো-অর্ডিনেটর অর্ণব মণ্ডল জানান, এই ঘটনাটি শুনতে পেয়ে তড়িঘড়ি তাঁরা ঘটনাস্থলে আসেন ৷ এখানে এসে দেখেন তপন নামে এক ব্যক্তির খুন হয়েছে ৷ সঙ্গে অপর একটি এক ব্যক্তিরও রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তিনি বলেন, "তপনবাবু তাঁর মেয়ের সঙ্গে থাকতেন । মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ।"
আরও পড়ুন: