ETV Bharat / state

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা - অগ্নিকাণ্ড

Two People Die in Fire While Sleeping in Lilua: রবিবার রাতে লিলুয়ায় ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের ৷ দরমার ঘরে বিদ্যুৎ বা গ্যাস সিলিন্ডার কিছুই ছিল না ৷ তাহলে কীভাবে লাগল এই আগুন ? এই ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 3:21 PM IST

লিলুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 2 সদস্য

লিলুয়া, 26 ফেব্রুয়ারি: রবিবার মাঝরাতে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার চকপাড়া নতুন পল্লিতে ৷ এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন একজন ৷ মৃতেরা হলেন আঙুলবালা দলুই (84 বছর) এবং তাঁর জামাই মধু সানা (60) ৷ এই ঘটনায় পারিবারিক বিবাদের জেরে অন্তর্ঘাতের সন্দেহ করেছেন মৃতদের নিকট আত্মীয়রা ৷

স্থানীয়দের দাবি, রবিবার রাত সাড়ে 12টা নাগাদ হঠাৎই চিৎকারের শব্দ শোনা যায় ৷ কী হয়েছে দেখার জন্য প্রতিবেশীরা বাইরে বেরোন ৷ দেখা যায়, দরমার বেড়া দিয়ে তৈরি ঘর দাউদাউ করে জ্বলছে ৷ দ্রুত স্থানীয়রা আশপাশের ও বাড়ির কল থেকে জল নিয়ে আগুন নেভাতে শুরু করেন ৷ ততক্ষণে খবর দেওয়া হয় পুলিশে ৷ তবে, পুলিশ ও দমকল আসার আগেই দরমার বেড়া দিয়ে তৈরি ঘর জ্বলে ছাই হয়ে যায় ৷ ঘরের মধ্যে থেকে একজন মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও, বাকিদের প্রতিবেশীরা বাঁচাতে পারেননি ৷ ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷

মৃত বৃদ্ধার নাতি অরূপ দলুইয়ের অভিযোগ, তাঁর পিসির সঙ্গে থাকতেন আঙুলবালা দলুই ৷ সম্প্রতি বৃদ্ধার থাকা-খাওয়া ও সম্পত্তি নিয়ে তাঁর বাকি দুই পিসির সঙ্গে অশান্তি হয় আক্রান্তের ৷ এনিয়ে তিন বোনের মধ্যে সমস্যা চলছিল ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে আচমকাই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷ তাঁর দাবি, দরমার ঘরে কোনও বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সিলিন্ডার ছিল না ৷ ঘরে থাকার মধ্যে কয়েকটি হ্যারিকেন ৷ কিন্তু, রাতে সেগুলিও বন্ধ থাকে ৷ তাহলে কীভাবে এই আগুন লাগল ? তাঁদের সন্দেহ কেউ বা কারা এই আগুন লাগিয়ে থাকতে পারে ৷

রবিবার রাতেই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ তিনি পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে কিনা, জানতে আজ ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়েছিল ৷ তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করবে ৷

আরও পড়ুন:

  1. সব হারিয়ে অথৈ জলে আনন্দপুরের বস্তিবাসীরা, পাশে দাঁড়াল কলকাতা পৌরনিগম
  2. মার্চের শুরুতেই বিয়ে, তার আগে আগুনের গ্রাসে সব হারিয়ে অসহায় আনন্দপুরের দীপা
  3. আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের

লিলুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 2 সদস্য

লিলুয়া, 26 ফেব্রুয়ারি: রবিবার মাঝরাতে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার চকপাড়া নতুন পল্লিতে ৷ এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন একজন ৷ মৃতেরা হলেন আঙুলবালা দলুই (84 বছর) এবং তাঁর জামাই মধু সানা (60) ৷ এই ঘটনায় পারিবারিক বিবাদের জেরে অন্তর্ঘাতের সন্দেহ করেছেন মৃতদের নিকট আত্মীয়রা ৷

স্থানীয়দের দাবি, রবিবার রাত সাড়ে 12টা নাগাদ হঠাৎই চিৎকারের শব্দ শোনা যায় ৷ কী হয়েছে দেখার জন্য প্রতিবেশীরা বাইরে বেরোন ৷ দেখা যায়, দরমার বেড়া দিয়ে তৈরি ঘর দাউদাউ করে জ্বলছে ৷ দ্রুত স্থানীয়রা আশপাশের ও বাড়ির কল থেকে জল নিয়ে আগুন নেভাতে শুরু করেন ৷ ততক্ষণে খবর দেওয়া হয় পুলিশে ৷ তবে, পুলিশ ও দমকল আসার আগেই দরমার বেড়া দিয়ে তৈরি ঘর জ্বলে ছাই হয়ে যায় ৷ ঘরের মধ্যে থেকে একজন মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও, বাকিদের প্রতিবেশীরা বাঁচাতে পারেননি ৷ ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷

মৃত বৃদ্ধার নাতি অরূপ দলুইয়ের অভিযোগ, তাঁর পিসির সঙ্গে থাকতেন আঙুলবালা দলুই ৷ সম্প্রতি বৃদ্ধার থাকা-খাওয়া ও সম্পত্তি নিয়ে তাঁর বাকি দুই পিসির সঙ্গে অশান্তি হয় আক্রান্তের ৷ এনিয়ে তিন বোনের মধ্যে সমস্যা চলছিল ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে আচমকাই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷ তাঁর দাবি, দরমার ঘরে কোনও বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সিলিন্ডার ছিল না ৷ ঘরে থাকার মধ্যে কয়েকটি হ্যারিকেন ৷ কিন্তু, রাতে সেগুলিও বন্ধ থাকে ৷ তাহলে কীভাবে এই আগুন লাগল ? তাঁদের সন্দেহ কেউ বা কারা এই আগুন লাগিয়ে থাকতে পারে ৷

রবিবার রাতেই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ তিনি পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে কিনা, জানতে আজ ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়েছিল ৷ তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করবে ৷

আরও পড়ুন:

  1. সব হারিয়ে অথৈ জলে আনন্দপুরের বস্তিবাসীরা, পাশে দাঁড়াল কলকাতা পৌরনিগম
  2. মার্চের শুরুতেই বিয়ে, তার আগে আগুনের গ্রাসে সব হারিয়ে অসহায় আনন্দপুরের দীপা
  3. আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.