লিলুয়া, 26 ফেব্রুয়ারি: রবিবার মাঝরাতে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার চকপাড়া নতুন পল্লিতে ৷ এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন একজন ৷ মৃতেরা হলেন আঙুলবালা দলুই (84 বছর) এবং তাঁর জামাই মধু সানা (60) ৷ এই ঘটনায় পারিবারিক বিবাদের জেরে অন্তর্ঘাতের সন্দেহ করেছেন মৃতদের নিকট আত্মীয়রা ৷
স্থানীয়দের দাবি, রবিবার রাত সাড়ে 12টা নাগাদ হঠাৎই চিৎকারের শব্দ শোনা যায় ৷ কী হয়েছে দেখার জন্য প্রতিবেশীরা বাইরে বেরোন ৷ দেখা যায়, দরমার বেড়া দিয়ে তৈরি ঘর দাউদাউ করে জ্বলছে ৷ দ্রুত স্থানীয়রা আশপাশের ও বাড়ির কল থেকে জল নিয়ে আগুন নেভাতে শুরু করেন ৷ ততক্ষণে খবর দেওয়া হয় পুলিশে ৷ তবে, পুলিশ ও দমকল আসার আগেই দরমার বেড়া দিয়ে তৈরি ঘর জ্বলে ছাই হয়ে যায় ৷ ঘরের মধ্যে থেকে একজন মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও, বাকিদের প্রতিবেশীরা বাঁচাতে পারেননি ৷ ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷
মৃত বৃদ্ধার নাতি অরূপ দলুইয়ের অভিযোগ, তাঁর পিসির সঙ্গে থাকতেন আঙুলবালা দলুই ৷ সম্প্রতি বৃদ্ধার থাকা-খাওয়া ও সম্পত্তি নিয়ে তাঁর বাকি দুই পিসির সঙ্গে অশান্তি হয় আক্রান্তের ৷ এনিয়ে তিন বোনের মধ্যে সমস্যা চলছিল ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে আচমকাই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷ তাঁর দাবি, দরমার ঘরে কোনও বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সিলিন্ডার ছিল না ৷ ঘরে থাকার মধ্যে কয়েকটি হ্যারিকেন ৷ কিন্তু, রাতে সেগুলিও বন্ধ থাকে ৷ তাহলে কীভাবে এই আগুন লাগল ? তাঁদের সন্দেহ কেউ বা কারা এই আগুন লাগিয়ে থাকতে পারে ৷
রবিবার রাতেই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ তিনি পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে কিনা, জানতে আজ ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়েছিল ৷ তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করবে ৷
আরও পড়ুন: