ETV Bharat / state

সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত 2 যুবক - বাইক দুর্ঘটনা

Bike Accident in Sampriri Flyover: সম্প্রীতি উড়ালপুলে নিযন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল বাইক ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের ৷ উড়ালপুলে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে ৷ সরব হয়েছে এলাকাবাসীরা ৷

Bike Accident in Sampriti Flyover
সম্প্রীতি উড়ালপুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 12:44 PM IST

মহেশতলা , 25 ফেব্রুয়ারি: সাত সকালে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রবিবারের ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর । মৃত যুবকদের নাম রোহন লোহার ও আকাশ দে ৷ রোহন সরশুনা থানা এলাকার বাসিন্দা এবং আকাশের বাড়ি ব্রেসব্রিজে বলে পুলিশ সূত্রে খবর ।

জানা গিয়েছে, বাইক নিয়ে তারাতলার দিক থেকে বাটা মোড়ের দিকে আসছিলেন যুবকেরা ৷ সেসময় রামপুরে সম্প্রতি উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে বাইকটি । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইকে থাকা দুই যুবক । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাইকটিও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ৷ পুলিশ এসে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালের চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি যুবকদের পরিবারের সঙ্গেও পুলিশের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

তবে এ দিনের ঘটনায় ফের একবার উড়ালপুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ সাম্প্রতিক সময়ে মহেশতলার এই উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি ৷ ফলে স্বভাবতই আজকের ঘটনায় প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা ৷ তাদের দাবি, প্রশাসন আরও বেশি নজর দিক উড়ালপুলগুলির দিকে ৷ এর আগে কলকাতার মা উড়ালপুলেও একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ যেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ আগের ঘটনাগুলির পর পুলিশের তৎপরতা দেখা গেলেও ফের উড়ালপুলে দুর্ঘটনা ঘটল ৷

উল্লেখ্য, সম্প্রীতি উড়ালপুলের নীচেই রয়েছে ট্র্যাঙ্ক রোড ৷ সম্প্রতি সংস্কার হয়েছে এই রাস্তার ৷ এরপরেই আজ ট্র্যাঙ্ক রোড উদ্ধোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে ৷ তবে তার আগেই সকালে এরকম মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটল, যেখানে দুটো তরতাজা প্রাণের বলি হল ৷

আরও পড়ুন:

  1. সপ্তাহান্তে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙল বাতিস্তম্ভ
  2. পার্ক সার্কাসে মা উড়ালপুলের রেলিংয়ে উঠে আত্মহত্যার হুমকি ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার যুবক
  3. 10 বছরে 5 হাজার 580 কোটির কাজ ডায়মন্ডহারবার লোকসভায়, দাবি অভিষেকের

মহেশতলা , 25 ফেব্রুয়ারি: সাত সকালে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রবিবারের ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর । মৃত যুবকদের নাম রোহন লোহার ও আকাশ দে ৷ রোহন সরশুনা থানা এলাকার বাসিন্দা এবং আকাশের বাড়ি ব্রেসব্রিজে বলে পুলিশ সূত্রে খবর ।

জানা গিয়েছে, বাইক নিয়ে তারাতলার দিক থেকে বাটা মোড়ের দিকে আসছিলেন যুবকেরা ৷ সেসময় রামপুরে সম্প্রতি উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে বাইকটি । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইকে থাকা দুই যুবক । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাইকটিও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ৷ পুলিশ এসে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালের চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি যুবকদের পরিবারের সঙ্গেও পুলিশের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

তবে এ দিনের ঘটনায় ফের একবার উড়ালপুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ সাম্প্রতিক সময়ে মহেশতলার এই উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি ৷ ফলে স্বভাবতই আজকের ঘটনায় প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা ৷ তাদের দাবি, প্রশাসন আরও বেশি নজর দিক উড়ালপুলগুলির দিকে ৷ এর আগে কলকাতার মা উড়ালপুলেও একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ যেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ আগের ঘটনাগুলির পর পুলিশের তৎপরতা দেখা গেলেও ফের উড়ালপুলে দুর্ঘটনা ঘটল ৷

উল্লেখ্য, সম্প্রীতি উড়ালপুলের নীচেই রয়েছে ট্র্যাঙ্ক রোড ৷ সম্প্রতি সংস্কার হয়েছে এই রাস্তার ৷ এরপরেই আজ ট্র্যাঙ্ক রোড উদ্ধোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে ৷ তবে তার আগেই সকালে এরকম মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটল, যেখানে দুটো তরতাজা প্রাণের বলি হল ৷

আরও পড়ুন:

  1. সপ্তাহান্তে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙল বাতিস্তম্ভ
  2. পার্ক সার্কাসে মা উড়ালপুলের রেলিংয়ে উঠে আত্মহত্যার হুমকি ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার যুবক
  3. 10 বছরে 5 হাজার 580 কোটির কাজ ডায়মন্ডহারবার লোকসভায়, দাবি অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.