ETV Bharat / state

নদিয়ায় মুখ্যমন্ত্রীর সফরের সময়ই 2 পুলিশকর্মীকে গাছে বেঁধে পেটালেন স্থানীয়রা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 7:07 PM IST

Cops tied with tree and beaten: মুখ্যমন্ত্রীর জেলা সফর চলাকালীন নদিয়ার ভীমপুরে এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী । ঠিক কী ঘটনা ঘটেছে, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT

নদিয়া, 1 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর চলাকালীন তাঁর পুলিশকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী । এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে গাছে বেঁধে পেটানো হয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতছালা এলাকায় ।

দিন কয়েক ধরে ওই এলাকায় দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল । দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের জমি দখল করে নিচ্ছে অপর পক্ষ । এই জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে আজ ওই দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে । লাঠি ও বাস নিয়ে দুই পক্ষই চড়াও হয় । সংঘর্ষের জেরে বেশ কয়েকজন গুরুতর জখম হন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই ওই এলাকার মহিলারা তাদের ঘিরে ধরেন । এরপর কর্তব্যরত সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, যাঁরা বেআইনিভাবে জমির দখল নিতে চাইছেন, তাঁদের হয়ে পুলিশ এলাকায় তাণ্ডব চালিয়েছে । অবশেষে বিরক্ত হয়ে তাঁরা পুলিশকে গাছে বেঁধে রেখেছেন । এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী । তারাই ওই সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় ।

ওই এলাকার বাসিন্দা অমর দাস বলেন, "আমরা সকালেই শুনতে পাই আমাদের জমির একাংশ তারা দখল করে নিচ্ছে । আমরা ঘটনাস্থলে গেলে ওরা বিরোধিতা শুরু করে । এরপরেই আচমকা লাঠি ও বাঁশ নিয়ে আমাদের উপর চড়াও হয় । আমরা কোনও রকমে প্রতিরোধ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাই ।"

তবে যখন পুলিশকে গাছে বেঁধে রাখছে এলাকাবাসী, ঠিক তখনই পুলিশমন্ত্রী জেলা সফরে প্রশাসনিক বৈঠক করছেন । এই ঘটনার নিন্দা করতে ছাড়েনি বিজেপি । ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে চলে গিয়েছে । যেখানে পুলিশের রক্ষাকর্তা হিসেবে কাজ করা উচিত, সেখানে ভোগ কর্তা হিসেবে কাজ করছে । এই ঘটনায় অবিলম্বে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত ।"

এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কিছু একটা ওই এলাকায় সমস্যা ছিল । পুলিশ যখন তদন্ত করতে যায় পুলিশকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা । পুলিশকর্মীদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আমায় জেলে পুরে দিলেও জেল ফুটো করে বেরিয়ে আসব, হুঁশিয়ারি মমতার
  2. 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী
  3. স্বপ্নপূরণ অরিজিৎ সিংয়ের, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই শুরু জমি দেওয়ার প্রক্রিয়া

নদিয়া, 1 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর চলাকালীন তাঁর পুলিশকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী । এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে গাছে বেঁধে পেটানো হয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতছালা এলাকায় ।

দিন কয়েক ধরে ওই এলাকায় দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল । দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের জমি দখল করে নিচ্ছে অপর পক্ষ । এই জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে আজ ওই দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে । লাঠি ও বাস নিয়ে দুই পক্ষই চড়াও হয় । সংঘর্ষের জেরে বেশ কয়েকজন গুরুতর জখম হন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই ওই এলাকার মহিলারা তাদের ঘিরে ধরেন । এরপর কর্তব্যরত সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, যাঁরা বেআইনিভাবে জমির দখল নিতে চাইছেন, তাঁদের হয়ে পুলিশ এলাকায় তাণ্ডব চালিয়েছে । অবশেষে বিরক্ত হয়ে তাঁরা পুলিশকে গাছে বেঁধে রেখেছেন । এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী । তারাই ওই সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় ।

ওই এলাকার বাসিন্দা অমর দাস বলেন, "আমরা সকালেই শুনতে পাই আমাদের জমির একাংশ তারা দখল করে নিচ্ছে । আমরা ঘটনাস্থলে গেলে ওরা বিরোধিতা শুরু করে । এরপরেই আচমকা লাঠি ও বাঁশ নিয়ে আমাদের উপর চড়াও হয় । আমরা কোনও রকমে প্রতিরোধ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাই ।"

তবে যখন পুলিশকে গাছে বেঁধে রাখছে এলাকাবাসী, ঠিক তখনই পুলিশমন্ত্রী জেলা সফরে প্রশাসনিক বৈঠক করছেন । এই ঘটনার নিন্দা করতে ছাড়েনি বিজেপি । ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে চলে গিয়েছে । যেখানে পুলিশের রক্ষাকর্তা হিসেবে কাজ করা উচিত, সেখানে ভোগ কর্তা হিসেবে কাজ করছে । এই ঘটনায় অবিলম্বে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত ।"

এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কিছু একটা ওই এলাকায় সমস্যা ছিল । পুলিশ যখন তদন্ত করতে যায় পুলিশকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা । পুলিশকর্মীদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আমায় জেলে পুরে দিলেও জেল ফুটো করে বেরিয়ে আসব, হুঁশিয়ারি মমতার
  2. 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী
  3. স্বপ্নপূরণ অরিজিৎ সিংয়ের, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই শুরু জমি দেওয়ার প্রক্রিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.