ETV Bharat / state

দুই যুবককে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার 2 সিআইএসএফ জওয়ান

কারখানার মধ্যে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় গ্রেফতার দুই জওয়ান ৷ ধৃতদের তিনদিনের হেফাজতে পেয়ে তদন্ত শুরু পুলিশের ৷

Asansol News
অভিযুক্ত দুই জওয়ানকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 7:32 PM IST

আসানসোল, 23 নভেম্বর: চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ৷ দুই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করল কুলটি থানার পুলিশ । শুক্রবার রাতে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয় । শনিবার পাঁচদিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের আসানসোল আদালতে তোলে পুলিশ ৷ তবে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ৷

ধৃতদের নাম বি নরসিংহ রেড্ডি ও কে জয়কৃষ্ণ । এর মধ্যে বি নরসিংহ রেড্ডি সিআইএসএফের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন । অন্যদিকে, কে জয়কৃষ্ণ সাধারণ কনস্টেবল । তবে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় দুই যুবককে পিটিয়ে মারার ঘটনায় এই দু'জন ছাড়াও আরও বেশ কয়েকজন সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ।

জানা গিয়েছে, গত 9 সেপ্টেম্বর সকালে কুলটির ওই কারখানার প্রাচীরের বাইরে দুই যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । অন্যজন আহত অবস্থায় রয়েছে বলে জানায় ৷ পরে চিকিৎসা চলাকালীন আরেক যুবকও মারা যায় । অভিযোগ ওঠে, সিআইএসএফ জওয়ানরা তাদের চোর সন্দেহে মারধর করেছিল । এরপরেই দুই যুবকের পরিবারের তরফে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷

শেষ পর্যন্ত প্রায় আড়াই মাস পরে শুক্রবার কুলটি থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে সিআইএসএফের হেড কনস্টেবল বি. নরসিংহ রেড্ডি ও কনস্টেবল কে জয়কৃষ্ণকে গ্রেফতার করে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদেরও নাগাল পেতে চাইছে পুলিশ ।

আসানসোল, 23 নভেম্বর: চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ৷ দুই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করল কুলটি থানার পুলিশ । শুক্রবার রাতে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয় । শনিবার পাঁচদিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের আসানসোল আদালতে তোলে পুলিশ ৷ তবে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ৷

ধৃতদের নাম বি নরসিংহ রেড্ডি ও কে জয়কৃষ্ণ । এর মধ্যে বি নরসিংহ রেড্ডি সিআইএসএফের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন । অন্যদিকে, কে জয়কৃষ্ণ সাধারণ কনস্টেবল । তবে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় দুই যুবককে পিটিয়ে মারার ঘটনায় এই দু'জন ছাড়াও আরও বেশ কয়েকজন সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ।

জানা গিয়েছে, গত 9 সেপ্টেম্বর সকালে কুলটির ওই কারখানার প্রাচীরের বাইরে দুই যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । অন্যজন আহত অবস্থায় রয়েছে বলে জানায় ৷ পরে চিকিৎসা চলাকালীন আরেক যুবকও মারা যায় । অভিযোগ ওঠে, সিআইএসএফ জওয়ানরা তাদের চোর সন্দেহে মারধর করেছিল । এরপরেই দুই যুবকের পরিবারের তরফে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷

শেষ পর্যন্ত প্রায় আড়াই মাস পরে শুক্রবার কুলটি থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে সিআইএসএফের হেড কনস্টেবল বি. নরসিংহ রেড্ডি ও কনস্টেবল কে জয়কৃষ্ণকে গ্রেফতার করে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদেরও নাগাল পেতে চাইছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.