বোলপুর, 15 সেপ্টেম্বর: বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানা ৷ ধৃতদের নাম মহম্মদ কাইফ ও মহম্মদ ফায়েজ ৷ রবিবার 15 দিনের হেফাজত চেয়ে ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷ তবে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক লেনদেন রয়েছে মৃত ছাত্রী অনামিকা সিংয়ের ৷
আরজি কর কাণ্ডের আবহে গত 5 সেপ্টেম্বর মৃত্যু হয় বিশ্বভারতীর এই ছাত্রীর ৷ শিল্প সদনের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা। বারাণসীর এই বাসিন্দা বিশ্বভারতীর আম্রপালি ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করতেন ৷ ছাত্রী নিবাসেই বিষ খেয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ পরে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ অনামিকার মৃত্যুতে উত্তাল হয়েছিল বিশ্বভারতী ৷ সেদিন মধ্যরাতে ছাত্রী নিবাসে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়-সহ পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের একাংশ ৷
এই ঘটনায় মৃত ছাত্রী মা-বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনামিকার অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে৷ বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টদের দ্বারা মানসিক চাপ আসছিল তাঁর কাছে ৷ ছাত্রীর মোবাইলের সূত্র ধরে পুলিশ কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে মহম্মদ কাইফ ও মহম্মদ ফায়েজ নামে দু'জনকে গ্রেফতার করে । ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মৃত ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক লেনদেন পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কিছু ভয়েস কল রেকর্ডিং ও হোয়াটস অ্যাপ চ্যাট মিলেছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।
বিশ্বভারতীতে ছাত্রীমৃত্যু, কলকাতা থেকে গ্রেফতার 2 - Student Death in Visva Bharati - STUDENT DEATH IN VISVA BHARATI
Visva Bharati Student Death: বিশ্বভারতীর ছাত্রীমৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই যুবক ৷ ধৃতদের বোলপুর আদালতে পেশ করা হলে রবিবার পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশের দাবি মৃত ছাত্রীর সঙ্গে ধৃতদের বেশ কয়েকটি আর্থিক লেনদেন হয়েছে।
Published : Sep 15, 2024, 10:34 PM IST
বোলপুর, 15 সেপ্টেম্বর: বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানা ৷ ধৃতদের নাম মহম্মদ কাইফ ও মহম্মদ ফায়েজ ৷ রবিবার 15 দিনের হেফাজত চেয়ে ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷ তবে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক লেনদেন রয়েছে মৃত ছাত্রী অনামিকা সিংয়ের ৷
আরজি কর কাণ্ডের আবহে গত 5 সেপ্টেম্বর মৃত্যু হয় বিশ্বভারতীর এই ছাত্রীর ৷ শিল্প সদনের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা। বারাণসীর এই বাসিন্দা বিশ্বভারতীর আম্রপালি ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করতেন ৷ ছাত্রী নিবাসেই বিষ খেয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ পরে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ অনামিকার মৃত্যুতে উত্তাল হয়েছিল বিশ্বভারতী ৷ সেদিন মধ্যরাতে ছাত্রী নিবাসে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়-সহ পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের একাংশ ৷
এই ঘটনায় মৃত ছাত্রী মা-বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনামিকার অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে৷ বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টদের দ্বারা মানসিক চাপ আসছিল তাঁর কাছে ৷ ছাত্রীর মোবাইলের সূত্র ধরে পুলিশ কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে মহম্মদ কাইফ ও মহম্মদ ফায়েজ নামে দু'জনকে গ্রেফতার করে । ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মৃত ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক লেনদেন পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কিছু ভয়েস কল রেকর্ডিং ও হোয়াটস অ্যাপ চ্যাট মিলেছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।