ETV Bharat / state

মমতার উপরই আস্থা অটুট মেদিনীপুর ও তালডাংরার, বিজেপিকে ধরাশায়ী করে বার্তা জয়ীদের

মেদিনীপুরে জয়ের মার্জিন বাড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৷ অন্যদিকে তালডাংরার ফাল্গুনী সিংহবাবুর বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলিমালিপ্ত করে বাংলার মানুষের মন জেতা যায় না ৷

Assembly bye Elections 2024 result
মেদিনীপুর ও তালডাংরায় বিজেপিকে পরাস্ত করে বিপুল জয় তৃণমূলের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

মেদিনীপুর/তালডাংরা, 23 নভেম্বর: কাজে এল না শাসকদলের বিরুদ্ধে কোনও ইস্যুই ৷ আরজি করের প্রভাব উড়িয়ে দিয়ে মেদিনীপুর বিধানসভা নিজেদের দখলে রাখল তৃণমূল । একই সঙ্গে অভিনেত্রী জুন মালিয়ার জয়ের ব্যবধানের রেকর্ড ভেঙে দিয়ে মার্জিন বাড়ালেন শাসকদলের প্রার্থী সুজয় হাজরা । তাঁর বার্তা, "আশা করেছিলাম চল্লিশের উপর ভোটের মার্জিন হবে ।"

দশ দিনের মাথায় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হল রাজ্যে ৷ আর সেই উপনির্বাচনে এবার জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল । দলীর কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে ৷ কারণ বঙ্গে উড়ছে কেবল সবুজ আবির ৷ মেদিনীপুরও তাঁর থেকে বাদ নেই ৷ মোট 33 হাজার 190 ভোটে মার্জিন রেখে এবারে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়কে হারিয়েছেন তৃণমূলের সুজয় হাজরা ।

Assembly bye Elections 2024 result
রেকর্ড মার্জিনে জয়ী প্রার্থী সুজয় হাজরা (নিজস্ব ছবি)

মেদিনীপুরের জেলা সভাপতি তিনি ৷ পরিচিত মুখ ৷ সেটাকে কাজে লাগিয়ে এবার জয়ের ধ্বজা ওড়ালেন তিনি ৷ যদিও এবারের লড়াইটা খুব একটা সহজ ছিল না । তবে আরজি কর, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থীই । আর তাই নিয়ে জেলায় শাসকদলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ । সুজয় হাজরাকে কাছে পেয়ে আপ্লুত কর্মীরা । তাঁরা রীতিমতো মালা পরিয়ে, বাজি ফাটিয়ে, ব্যান্ড তাসা নিয়ে মিছিল করতে করতে গোটা শহর পরিক্রমা করেন ।

Assembly bye Elections 2024 result
মেদিনীপুরে প্রার্থী মালা পরিয়ে বিজয় উচ্ছ্বাস (নিজস্ব ছবি)

সুজয় হাজরা বলেন, "আমার প্রথম কাজই হবে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ।" এরই পাশাপাশি তিনি বলেন, "সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করেছে আমাকে । তবে মার্জিনটা আরও বাড়লে ভালো হতো । আমরা ভেবেছিলাম 40 হাজারের উপর মার্জিন হবে । কেন হল না তা খতিয়ে দেখা হবে ৷ 2026 সালে এর দ্বিগুন ভোট দেবে মানুষ ।"

অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু । তিনি 34 হাজারেরও বেশি ভোটে জয় পেলেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল ।"

Assembly bye Elections 2024 result
তালডাংরায় জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু (নিজস্ব ছবি)

তৃণমূল কংগ্রেসের এই জয়ের ফলে সিমলাপালে উড়ল সবুজ আবির । রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা । এ দিকে তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী অভিনন্দন জানালেন ফাল্গুনী সিংহবাবুকে ৷ তিনি বলেন, "বলার কিছু নেই । যিনি জয়লাভ করেছেন তার জন্য রইল অনেক অভিনন্দন । প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর চেষ্টা করেছি ৷ মানুষের সাড়াও মিলেছিল । কিন্তু তার প্রভাব হয়তো ভোট বাক্সে পড়েনি ৷"

মেদিনীপুর/তালডাংরা, 23 নভেম্বর: কাজে এল না শাসকদলের বিরুদ্ধে কোনও ইস্যুই ৷ আরজি করের প্রভাব উড়িয়ে দিয়ে মেদিনীপুর বিধানসভা নিজেদের দখলে রাখল তৃণমূল । একই সঙ্গে অভিনেত্রী জুন মালিয়ার জয়ের ব্যবধানের রেকর্ড ভেঙে দিয়ে মার্জিন বাড়ালেন শাসকদলের প্রার্থী সুজয় হাজরা । তাঁর বার্তা, "আশা করেছিলাম চল্লিশের উপর ভোটের মার্জিন হবে ।"

দশ দিনের মাথায় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হল রাজ্যে ৷ আর সেই উপনির্বাচনে এবার জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল । দলীর কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে ৷ কারণ বঙ্গে উড়ছে কেবল সবুজ আবির ৷ মেদিনীপুরও তাঁর থেকে বাদ নেই ৷ মোট 33 হাজার 190 ভোটে মার্জিন রেখে এবারে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়কে হারিয়েছেন তৃণমূলের সুজয় হাজরা ।

Assembly bye Elections 2024 result
রেকর্ড মার্জিনে জয়ী প্রার্থী সুজয় হাজরা (নিজস্ব ছবি)

মেদিনীপুরের জেলা সভাপতি তিনি ৷ পরিচিত মুখ ৷ সেটাকে কাজে লাগিয়ে এবার জয়ের ধ্বজা ওড়ালেন তিনি ৷ যদিও এবারের লড়াইটা খুব একটা সহজ ছিল না । তবে আরজি কর, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থীই । আর তাই নিয়ে জেলায় শাসকদলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ । সুজয় হাজরাকে কাছে পেয়ে আপ্লুত কর্মীরা । তাঁরা রীতিমতো মালা পরিয়ে, বাজি ফাটিয়ে, ব্যান্ড তাসা নিয়ে মিছিল করতে করতে গোটা শহর পরিক্রমা করেন ।

Assembly bye Elections 2024 result
মেদিনীপুরে প্রার্থী মালা পরিয়ে বিজয় উচ্ছ্বাস (নিজস্ব ছবি)

সুজয় হাজরা বলেন, "আমার প্রথম কাজই হবে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ।" এরই পাশাপাশি তিনি বলেন, "সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করেছে আমাকে । তবে মার্জিনটা আরও বাড়লে ভালো হতো । আমরা ভেবেছিলাম 40 হাজারের উপর মার্জিন হবে । কেন হল না তা খতিয়ে দেখা হবে ৷ 2026 সালে এর দ্বিগুন ভোট দেবে মানুষ ।"

অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু । তিনি 34 হাজারেরও বেশি ভোটে জয় পেলেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল ।"

Assembly bye Elections 2024 result
তালডাংরায় জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু (নিজস্ব ছবি)

তৃণমূল কংগ্রেসের এই জয়ের ফলে সিমলাপালে উড়ল সবুজ আবির । রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা । এ দিকে তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী অভিনন্দন জানালেন ফাল্গুনী সিংহবাবুকে ৷ তিনি বলেন, "বলার কিছু নেই । যিনি জয়লাভ করেছেন তার জন্য রইল অনেক অভিনন্দন । প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর চেষ্টা করেছি ৷ মানুষের সাড়াও মিলেছিল । কিন্তু তার প্রভাব হয়তো ভোট বাক্সে পড়েনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.