ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাজিরা দিতে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস সাহা - Recruitment Scam

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই ৷ সমন পেয়ে শুক্রবার সকালে নিজাম প্যালেসে হাজির নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূলের তাপস সাহা ৷ সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ৷

Nizam Palace
নিজাম প্যালেস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 12:54 PM IST

কলকাতা, 21 জুন: সিবিআইয়ের কলকাতার দফতর নিজাম প্যালেসে শুক্রবার সকালে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা ৷ নিজাম প্যালেসের পনেরো তলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিস ৷ সেখানেই এ দিন সকালে হাজির হন এই তৃণমূল বিধায়ক ৷

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন গোয়েন্দারা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ৷ সেই তল্লাশির সময়ই একাধিকবার তাপস সাহার নাম উঠে আসে ৷ সেই কারণেই বৃহস্পতিবার রাতে তাঁকে ইমেল মারফত হাজিরার সমন পাঠায় সিবিআই ৷ তাঁকে এ দিন সকালেই হাজির হতে বলা হয় ৷ সেই মতো এ দিন সকালে নিজাম প্যালেসে হাজির হন তেহট্টের বিধায়ক ৷

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তাপস সাহার কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে এই মামলার সঙ্গে তাঁর কী যোগ রয়েছে ? কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ? এই মামলায় এর আগে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সঙ্গেই বা কেমন সম্পর্ক ছিল ? সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ৷

সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সক্রিয়তা কিছুটা কমেছিল ৷ সম্প্রতি এই মামলার তদন্তে ফের নতুন করে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে সিবিআই-কে । তেহট্টের বিধায়ক তৃণমূলের তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা সেই সক্রিয়তারই অঙ্গ ৷

বেশ কয়েকমাস আগে নদিয়ায় তাপস সাহার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই ৷ সেদিন প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । তবে 15 ঘণ্টা তল্লাশি অভিযানের পরেও তাপস সাহার বাড়ি থেকে কোনও নথিপত্র উদ্ধার হয়নি ৷ ফলে এর পর আর তাঁকে তলব করা হয়নি ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি তাপস সাহার বিরুদ্ধে নতুন কোনও তথ্য হাতে এসেছে সিবিআই-এর ? সেই কারণেই কি তাঁকে ফের তলব করা হল ?

এই নিয়ে অবশ্য সিবিআইয়ের তদন্তকারীরা এখনই মুখ খুলতে নারাজ ৷ ওয়াকিবহাল মহলের ধারণা, বেলা গড়ালে বিষয়টি আরও স্পষ্ট হবে ৷ তখনই বোঝা যাবে তাপস সাহাকে শুধু জিজ্ঞাসাবাদ করেই সিবিআই ছেড়ে দিচ্ছে নাকি তাঁর জন্য অন্য কোনও পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের !

কলকাতা, 21 জুন: সিবিআইয়ের কলকাতার দফতর নিজাম প্যালেসে শুক্রবার সকালে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা ৷ নিজাম প্যালেসের পনেরো তলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিস ৷ সেখানেই এ দিন সকালে হাজির হন এই তৃণমূল বিধায়ক ৷

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন গোয়েন্দারা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ৷ সেই তল্লাশির সময়ই একাধিকবার তাপস সাহার নাম উঠে আসে ৷ সেই কারণেই বৃহস্পতিবার রাতে তাঁকে ইমেল মারফত হাজিরার সমন পাঠায় সিবিআই ৷ তাঁকে এ দিন সকালেই হাজির হতে বলা হয় ৷ সেই মতো এ দিন সকালে নিজাম প্যালেসে হাজির হন তেহট্টের বিধায়ক ৷

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তাপস সাহার কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে এই মামলার সঙ্গে তাঁর কী যোগ রয়েছে ? কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ? এই মামলায় এর আগে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সঙ্গেই বা কেমন সম্পর্ক ছিল ? সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ৷

সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সক্রিয়তা কিছুটা কমেছিল ৷ সম্প্রতি এই মামলার তদন্তে ফের নতুন করে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে সিবিআই-কে । তেহট্টের বিধায়ক তৃণমূলের তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা সেই সক্রিয়তারই অঙ্গ ৷

বেশ কয়েকমাস আগে নদিয়ায় তাপস সাহার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই ৷ সেদিন প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । তবে 15 ঘণ্টা তল্লাশি অভিযানের পরেও তাপস সাহার বাড়ি থেকে কোনও নথিপত্র উদ্ধার হয়নি ৷ ফলে এর পর আর তাঁকে তলব করা হয়নি ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি তাপস সাহার বিরুদ্ধে নতুন কোনও তথ্য হাতে এসেছে সিবিআই-এর ? সেই কারণেই কি তাঁকে ফের তলব করা হল ?

এই নিয়ে অবশ্য সিবিআইয়ের তদন্তকারীরা এখনই মুখ খুলতে নারাজ ৷ ওয়াকিবহাল মহলের ধারণা, বেলা গড়ালে বিষয়টি আরও স্পষ্ট হবে ৷ তখনই বোঝা যাবে তাপস সাহাকে শুধু জিজ্ঞাসাবাদ করেই সিবিআই ছেড়ে দিচ্ছে নাকি তাঁর জন্য অন্য কোনও পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.