ETV Bharat / state

দখল হয়ে যাওয়া জমি ফেরতের দাবিতে সিউড়িতে তির-ধনুক নিয়ে জেলাশাসকের দফতর ঘেরাও আদিবাসীদের - Tribal Deputation

Tribal Deputation: বীরভূমের সাত্তোরে আদিবাসীদের জমি দখল করে বিলাসবহুল আবাসন তৈরির অভিযোগ ওঠে ৷ পরে প্রশাসনিক তদন্তে সেই অভিযোগের সত্যতাও পাওয়া যায় ৷ বৃহস্পতিবার সিউড়িতে বীরভূমের জেলাশাসকের দফতরের সামনে তির-ধনুক নিয়ে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা ৷ তাঁরা দ্রুত জমি ফেরানোর ব্যবস্থা করার দাবি তুলেছেন ৷

Tribal Deputation
দখল হয়ে যাওয়া জমি ফেরতের দাবিতে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 6:46 PM IST

সিউড়ি, 1 অগস্ট: সরকারের তরফে আদিবাসীদের পাট্টা দেওয়া জমি দখল করে গড়ে উঠেছে বিলাসবহুল আবাসন ৷ সেই জমি ফেরতের দাবিতে বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে বিক্ষোভ দেখালেন আদিসাবীরা ৷ তীর-ধনুক নিয়ে বীরভূম জেলা শাসকের দফতর ঘেরাও করেন তাঁরা ৷

দখল হয়ে যাওয়া জমি ফেরতের দাবিতে সিউড়িতে তির-ধনুক নিয়ে জেলাশাসকের দফতর ঘেরাও আদিবাসীদের (ইটিভি ভারত)

তাঁদের দাবি, দ্রুত পাট্টা জমি ফেরত দিতে হবে ও এই বর্ষায় চাষ করার ব্যবস্থা করতে হবে । জমি ফেরত পেতে ও চাষ করা-সহ পাঁচ দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দেন জমিহারারা ৷ প্রশাসনের তরফেও দ্রুত জমি ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে ৷ তবে এ দিন এই বিক্ষোভ সমাবেশের জেরে যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়, সেই কারণে জেলাশাসকের দফতরের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

জমিহারাদের মধ্যে আশিস ঘাটোয়াল, শ্যামলাল হাঁসদা, বুদি মুর্মু, পার্বতী রাই, শিবু সরেন বলেন, "ছেলের মাথার ভয় দেখিয়ে সবুজপত্র সংস্থা আমাদের জমি কেড়ে নিয়েছে ৷ চাষ করে জীবন কাটত । সেই জমিতে বড় বড় বাড়ি বানিয়েছে । আমাদের পাট্টা জমি ফের‍ত চাই ৷ চারবছর চাষ করতে পারিনি ৷ এই বর্ষায় চাষ না করলে খাব কী ? আমাদের জমি দিয়ে দিক এই দাবিতে ডিএম অফিসে এসেছি ।"

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, "পাট্টা জমি দখল হয়েছে এটা ঠিক ৷ অভিযোগ পেয়ে তদন্ত করে 34 বিঘার বেশি জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে । খুব তাড়াতাড়ি চাষিদের পাট্টা জমি আমরা রেকর্ড করে দেব । প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হবে ।"

উল্লেখ্য, 1993 সালে তৎকালীন বাম সরকার বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় আদিবাসীদের জমির পাট্টা দিয়েছিল ৷ তবে সেই পাট্টা রেকর্ড করা হয়নি ৷ দীর্ঘদিন ধরে এই পাট্টা জমিতে চাষাবাদ করেই জীবন-জীবিকা নির্বাহ করে আসছিল আদিবাসী মানুষজন ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

অভিযোগ, 2022 সালে 'জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি', এই হুমকি দিয়ে প্রায় 37 জন আদিবাসীর সরকারি পাট্টা জমি দখল করে নেয় জমি মাফিয়ারা । সেই চাষ জমিতে কোনোরকম সরকারি অনুমতি ছাড়াই গড়ে ওঠে সবুজপত্র আবাসন প্রকল্প । রাতের পর রাত বাইক বাহিনী এসে শাসিয়ে যায় ৷ তাই ভয়ে মুখ খুলতে পারেননি চাষিরা ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

তবে জমি ফেরত পেতে জেলাশাসক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, বোলপুরের মহকুমা শাসককে চিঠি দেন চাষিরা ৷ পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেন তাঁরা । অভিযোগ, তার পরও কোনও ফল হয়নি ৷

এই খবর প্রথম তুলে ধরে ইটিভি ভারত । আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শুরু হয় প্রশাসনিক তদন্ত৷ তদন্তে সরকারি পাট্টা জমি যে দখল করে সবুজপত্র আবাসন গড়ে উঠেছে ৷ এই অভিযোগে সিলমোহর দেয় বীরভূম জেলা প্রশাসন ৷ আবাসনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় ৷ পাশাপাশি, 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কিন্তু, এখনও জমি হাতে পাননি বা চাষ শুরু করতে পারেননি জমিহারারা ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

জমি ফেরতের দাবিতে সবুজপত্রের সামনে মঞ্চ তৈরি করে ধরনা চলছে জমিহারাদের ৷ তার মধ্যেই এ দিন জেলাশাসককে ডেপুটেশন দিলেন তাঁরা ৷ জেলাশাসকও জমি ফেরতের আশ্বাস দিয়েছেন ৷ এখন দেখার কতদিনে জমি ফেরত পান ওই আদিবাসীরা !

সিউড়ি, 1 অগস্ট: সরকারের তরফে আদিবাসীদের পাট্টা দেওয়া জমি দখল করে গড়ে উঠেছে বিলাসবহুল আবাসন ৷ সেই জমি ফেরতের দাবিতে বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে বিক্ষোভ দেখালেন আদিসাবীরা ৷ তীর-ধনুক নিয়ে বীরভূম জেলা শাসকের দফতর ঘেরাও করেন তাঁরা ৷

দখল হয়ে যাওয়া জমি ফেরতের দাবিতে সিউড়িতে তির-ধনুক নিয়ে জেলাশাসকের দফতর ঘেরাও আদিবাসীদের (ইটিভি ভারত)

তাঁদের দাবি, দ্রুত পাট্টা জমি ফেরত দিতে হবে ও এই বর্ষায় চাষ করার ব্যবস্থা করতে হবে । জমি ফেরত পেতে ও চাষ করা-সহ পাঁচ দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দেন জমিহারারা ৷ প্রশাসনের তরফেও দ্রুত জমি ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে ৷ তবে এ দিন এই বিক্ষোভ সমাবেশের জেরে যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়, সেই কারণে জেলাশাসকের দফতরের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷

জমিহারাদের মধ্যে আশিস ঘাটোয়াল, শ্যামলাল হাঁসদা, বুদি মুর্মু, পার্বতী রাই, শিবু সরেন বলেন, "ছেলের মাথার ভয় দেখিয়ে সবুজপত্র সংস্থা আমাদের জমি কেড়ে নিয়েছে ৷ চাষ করে জীবন কাটত । সেই জমিতে বড় বড় বাড়ি বানিয়েছে । আমাদের পাট্টা জমি ফের‍ত চাই ৷ চারবছর চাষ করতে পারিনি ৷ এই বর্ষায় চাষ না করলে খাব কী ? আমাদের জমি দিয়ে দিক এই দাবিতে ডিএম অফিসে এসেছি ।"

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, "পাট্টা জমি দখল হয়েছে এটা ঠিক ৷ অভিযোগ পেয়ে তদন্ত করে 34 বিঘার বেশি জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে । খুব তাড়াতাড়ি চাষিদের পাট্টা জমি আমরা রেকর্ড করে দেব । প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হবে ।"

উল্লেখ্য, 1993 সালে তৎকালীন বাম সরকার বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় আদিবাসীদের জমির পাট্টা দিয়েছিল ৷ তবে সেই পাট্টা রেকর্ড করা হয়নি ৷ দীর্ঘদিন ধরে এই পাট্টা জমিতে চাষাবাদ করেই জীবন-জীবিকা নির্বাহ করে আসছিল আদিবাসী মানুষজন ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

অভিযোগ, 2022 সালে 'জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি', এই হুমকি দিয়ে প্রায় 37 জন আদিবাসীর সরকারি পাট্টা জমি দখল করে নেয় জমি মাফিয়ারা । সেই চাষ জমিতে কোনোরকম সরকারি অনুমতি ছাড়াই গড়ে ওঠে সবুজপত্র আবাসন প্রকল্প । রাতের পর রাত বাইক বাহিনী এসে শাসিয়ে যায় ৷ তাই ভয়ে মুখ খুলতে পারেননি চাষিরা ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

তবে জমি ফেরত পেতে জেলাশাসক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, বোলপুরের মহকুমা শাসককে চিঠি দেন চাষিরা ৷ পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেন তাঁরা । অভিযোগ, তার পরও কোনও ফল হয়নি ৷

এই খবর প্রথম তুলে ধরে ইটিভি ভারত । আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শুরু হয় প্রশাসনিক তদন্ত৷ তদন্তে সরকারি পাট্টা জমি যে দখল করে সবুজপত্র আবাসন গড়ে উঠেছে ৷ এই অভিযোগে সিলমোহর দেয় বীরভূম জেলা প্রশাসন ৷ আবাসনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় ৷ পাশাপাশি, 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কিন্তু, এখনও জমি হাতে পাননি বা চাষ শুরু করতে পারেননি জমিহারারা ।

Tribal Deputation
জেলাশাসকের দফতরের সামনে আদিবাসীদের বিক্ষোভ৷ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে৷ (নিজস্ব চিত্র)

জমি ফেরতের দাবিতে সবুজপত্রের সামনে মঞ্চ তৈরি করে ধরনা চলছে জমিহারাদের ৷ তার মধ্যেই এ দিন জেলাশাসককে ডেপুটেশন দিলেন তাঁরা ৷ জেলাশাসকও জমি ফেরতের আশ্বাস দিয়েছেন ৷ এখন দেখার কতদিনে জমি ফেরত পান ওই আদিবাসীরা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.